অনলাইনে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির আবেদন করার নিয়ম ২০২৩ । ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পেতে পারবেন

পূর্বেও অনলাইন আবেদন করার উপায় ছিল কিন্তু তা অটোমেশন করা ছিল না – ড্রাইভিং লাইসেন্স সহজীকরণের ক্ষেত্রে মাত্র একবারই বিআরটিএ’তে যেতে হবে – অনলাইনে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির আবেদন করার নিয়ম ২০২৩

ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যেসব আপডেট অনলাইনে জানা যাবে – ড্রাইভিং লাইসেন্স, শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন, শিক্ষানবিশ লাইসেন্সের পুনঃপরীক্ষার জন্য আবেদন, বিদেশী শিক্ষানবিশ লাইসেন্সের আবেদন, বিদেশী শিক্ষানবিশ লাইসেন্সের পুনঃপরীক্ষার জন্য আবেদন, শিক্ষানবিশ লাইসেন্স ভেরিফিকেশন ইত্যাদি তথ্য। সর্বশেষ ধাপ সম্পন্ন হলে ডাকযোগে স্মার্ট কার্ড বাসা বা বর্তমান ঠিকানায় প্রেরণ করা হবে। DL Check Online । ড্রাইভিং লাইসেন্স চেক করবেন যেভাবে

গণবিজ্ঞপ্তির মাধ্যমে সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, লার্ণার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য দু’টি আবেদনের পরিবর্তে অনলাইন বেজড একটি কম্বাইনড ফরম ১৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে বিআরটিএ সার্ভিস পাের্টালে (BSP) চালু হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর শাস্তি ২০২২ । জরিমানা এড়াতে যে কাগজপত্রগুলো সাথে রাখতে হবে

এক্ষেত্রে আবেদনকারীকে ৩/৪ বারের পরিবর্তে শুধুমাত্র ০১ (এক) বার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা প্রদান ও বায়াে-এনরােলমেন্টের জন্য আসতে হবে। এছাড়াও এ সিস্টেম থেকে আবেদনকারীগণ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনলাইন ভেরিফিকেশন বেজড QR কোড সম্বলিত লার্ণার লাইসেন্স গ্রহণ, ফি প্রদান, পরীক্ষার ফলাফল জানা, সিস্টেম জেনারেটেড স্মার্ট কার্ড আবেদন দাখিল, QR কোড বেজড সিস্টেম জেনারেটেড মােটরযান চালনার অস্থায়ী অনুমতিপত্র বা Acknowledgement Slip প্রাপ্তি এবং আবেদনপত্র বা কার্ড প্রস্তুতের প্রতিটি পর্যায়ে স্টেটাস জানতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার নিয়ম ২০২২ । পুনরায় বাইক চালিয়ে পরীক্ষা দিতে হবে কিনা

ঘরে বসেই পাওয়া যাবে সকল আপডেট / ড্রাইভিং লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া সহজীকরণ এবং প্রিন্টেড কার্ড গ্রাহকদের বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

অনলাইনে আবেদন, ফিজিক্যাল পরীক্ষার তারিখ, ফলাফল, সকল আপডেট ইত্যাদি অনলাইনে জানা যাবে।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির আবেদন করার নিয়ম ২০২২ । ডাকযোগে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পেতে পারবেন

Caption: Application and Application Status step will be shown at https://bsp.brta.gov.bd

শিক্ষানবীশ ড্রাইভিং অনলাইন কপি পেতে যা লাগবে । লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আবেদনের পূর্বশর্ত

  1. আবেদনকারীর ছবি(সর্বোচ্চ ১৫০ কে.বি)
  2. রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (সর্বোচ্চ ৬০০কে.বি)। মেডিক্যাল সার্টিফিকেটের ফর্মের জন্য এখানে ক্লিক করুন
  3. জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি)
  4. ইউটিলিটি বিলের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি), [ আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে ]
  5. বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি [ ড্রাইভিং লাইসেন্সের নবায়ন/শ্রেণী পরিবর্তন/শ্রেণী সংযোজন/ লাইসেন্সের ধরণ পরিবর্তণের ক্ষেত্রে প্রযোজ্য ] (সর্বোচ্চ ৬০০কে.বি)
  6. শিক্ষাগত যোগ্যতার সনদ এর স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি)
  7. অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে তার লার্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইনে রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে?

NID and Birth Certificate for Registration – All Related Documents তাছাড়া ডাকযােগে স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন। উক্ত সেবাসমূহ প্রাপ্তির লক্ষ্যে https://bsp.brta.gov.bd লিঙ্কে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্মতারিখ এন্ট্রিপূর্বক ইউজার আইডি খুলতে হবে। এ বিষয়ে কোন অভিযােগ বা পরামর্শ থাকলে [email protected] ইমেইলে প্রেরণের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে যে সকল কাগজপত্র লাগবে সবই স্ক্যান করে নিতে হবে।

এ ব্যবস্থার ফলে আবেদনকারীকে ৩/৪ বারের পরিবর্তে শুধুমাত্র ০১ (এক) বার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা প্রদান ও বায়াে-এনরােলমেন্টের জন্য আসতে হবে।

বিস্তারিত জানতে ইউজার ম্যানুয়াল দেখুন: ডাউনলোড

ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানা ২০২৩ । মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানা কত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *