আধুনিক দলিল লেখার কৌশল ২০২২
আধুনিক দলিল লেখার কৌশল দলিল হচ্ছে জমি জমার প্রাণ। তাই যিনি জমি কিনছেন দলিলটি তার নিকট বােধগম্য হতে হবে। দলিলে কোন ভুল থেকে গেলে তার দায় বহন করতে হয় জমি ক্রেতাকে। তাই যার হাতের লেখা সুন্দর তাকে দিয়ে বা কম্পিউটারে টাইপ করে দলিল লেখা উচিত।
জমির ক্রেতা ও নবীন দলিল লেখকদের দলিল লেখার সুবিধার্থে নিয়ে একটি আধুনিক দলিলের মডেল তুলে ধরা হলাে। মডেল দলিলে দলিলের কোন অংশ যাতে বাদ না পড়ে সেজন্য দলিলকে ৯টি অংশে ভাগ করে ৯টি শিরােনাম দিয়ে লেখা হয়েছে। বাস্তবে দলিল লেখার সময় এ শিরােনামগুলাে ব্যবহার করা যেতেও পারে, ব্যবহার না করলেও চলবে। তবে ৯টি অংশের কোনটিও যাতে বাদ না পড়ে সােদকে অবশ্যই খেয়াল রাখতে হবে ।