একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ভর্তি নীতিমালা অনুসৃত হইবে কিন্তু স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতি প্রযোজ্য হইবে –এসএসসি পাশকৃত শিক্ষার্থীদের ভর্তি ২০২৩

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী– কিছু শিক্ষার্থী শ্রমশীল হতে পারেন বা শারীরিক অসুবিধার অনুভব করতে পারেন। তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শ্রমিক সম্পর্কিত উপকরণ ব্যবহার করা উচিত যাতে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কমকথনে উপস্থিত হওয়া সম্ভব হয়। এছাড়াও যে শিক্ষার্থীরা শারীরিক অসুবিধার দরকার তাদের জন্য উপযুক্ত সম্পদ ব্যবহারযোগ্য করা উচিত। কিছু শিক্ষার্থী মানসিক সমস্যা বা বিকলাংগতার সম্মুখীন হতে পারেন। তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক সমস্যা সম্পর্কিত সেবা উপলব্ধ করা উচিত। এছাড়াও তাদের জন্য উপযুক্ত সম্পদ উপলব্ধ করা উচিত যাতে তাদের সমস্যা সমাধান করা যায়।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির লক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও অন্যান্য বছরে এসএসসি পাশকৃত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তালিকা অনুযায়ী কলেজসমূহে ম্যানুয়াল পদ্ধতিতে ভৰ্তি প্ৰক্ৰিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। এ পত্র ইস্যুর তারিখ থেকে ১০(দশ) কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভর্তির জন্য একজন প্রার্থী নিম্নরূপ গ্রুপ নির্বাচন করতে পারবে- বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যে কোন একটি; মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যে কোন একটি এবং ব্যবসায় গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপ এর যে কোন একটি। যে কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রুপ এর যে কোন একটি। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যে কোন একটি এবং সাধারণ বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যে কোন একটি। xiclassadmission gov bd । একাদশ শ্রেণীতে ভর্তির নতুন নিয়ম ২০২২

স্পেশাল চাইন্ডদের ভর্তি সংক্রান্ত / ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কোটায় ভর্তির তালিকা

ভর্তির ক্ষেত্রে অন্যান্য নীতিমালা অনুসরণ করতে হবে

২০২২-২৩ শিক্ষাবর্ষে অন্যান্য বছরে এসএসসি পাশকৃত শিক্ষার্থীদের ভর্তির তালিকা Full PDF Download

একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া ২০২৩ । সাধারণ শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্নদের ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় ভিন্নতা রাখা হয়েছে

  1. আবেদনকারীকে http://xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে Apply Online বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পাবেন।
  2. এরপর শিক্ষার্থীর Contact Number (ফি প্রদানের সময় প্রদত্ত মোবাইল নম্বর) এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা (ধাপ ২.৩ অনুযায়ী) দিতে হবে। অতঃপর তাঁকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি ও সর্বনিম্ন ৫টি কলেজ/মাদরাসা Select করতে পারবে। এই ফরমে আবেদনকারী তাঁর সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবেন।
  3. এরপর আবেদনকারী “Preview Application” বাটনে ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখতে পারবেন। Preview-এ দেখানো তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারী Submit বাটনে ক্লিক করবেন।
    আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তাঁর প্রদত্ত Contact Number-এর মোবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবেন এবং যাতে একটি Security Code থাকবে। এই Security Codeটি গোপনীয়তা ও সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন সংশোধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।
  4. আবেদনকারী চাইলে তাঁর আবেদনসমূহের তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে Print নিতে পারবেন। উপরের নির্দেশনা অনুযায়ী এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দেয়ার পরও শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও এসএসসি পরীক্ষার GPA দেখতে না পেলে, তাঁকে আবেদন ফি ১৫০ টাকা (একশত পঞ্চাশ) জমা দেয়ার Transaction IDটি এন্ট্রি দিতে হবে এবং ফি প্রদানের জন্য তিনি যেই অপারেটর (নগদ/সোনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/উপায়/রকেট) ব্যবহার করেছে তাকে Select করতে হবে। পরবর্তীতে ৩০ মিনিট পর ইন্টারনেটে আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে।
  5. যেসব শিক্ষার্থী এসএসসি ফলাফল (২০২২) পুনঃনিরীক্ষার আবেদন করবে, তাদেরও এই সময়ের মধ্যে ভর্তির আবেদন করতে হবে।

বিশেষ চাহিদা সম্পন্নদের ভর্তি কি তাহলে ম্যানুয়ালী?

হ্যাঁ। তালিকায় বর্ণিত কোটার কাগজপত্র যাচাই সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজসমূহকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। বর্ণিত তালিকার কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরবর্তীতে জানানো হবে। একাদশ শ্রেণীতে সাধারণ শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া অনলাইন লটারিতে প্রযোজ্য হলেও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্নদের ক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতি কার্যকর রাখা হয়েছে।

xiclassadmission gov bd । একাদশ শ্রেণীতে ভর্তির নতুন নিয়ম ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *