প্রতিটি জেলা কমিটি ভিটি, চালা, বাড়ি, হাউজিং ইত্যাদি’র বাজার দর মোতাবেক তালিকা তৈরি করে থাকে – আগামী দুই বছর আপডেট তালিকা মোতাবেক ভূমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন হইবে – জমির নতুন মূল্য তালিকা ২০২৩

শতাংশ অনুযায়ী মূল্য তালিকা – পরীক্ষা মূলকভাবে চলতি বছরের জানুয়ারী হতে আগামী ২ বছরের জন্য কার্যকর হয়েছে – সাফ কবলা দলিল সমূহের মূল্যের উপর মৌজাওয়ারী শ্রেণী ভিত্তিক প্রতি শতাংশ জমির বাজার মূলের তালিকা যাহা ২০২৩-২৪ সনের জন্য প্রযোজ্য হইবে।

এস.আর, ও নং-১২০, আইন ২০১০ এর সম্পত্তির সর্ব নিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা ২০১০ এবং এস, আর, ও নং-৩৩১, আইন-২০১২ সম্পত্তির সর্ব নিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা ২০১০ সংশোধনী বিধি-৫ অনুসারে প্রস্তুতকৃত ১ জানুয়ারী ২০২১ হইতে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত রেজিস্ট্রীকৃত সাফ কবলা দলিল সমূহের মূল্যের উপর মৌজাওয়ারী শ্রেণী ভিত্তিক প্রতি শতাংশ জমির বাজার মূলের তালিকা যাহা ২০২৩-২৪ সনের জন্য প্রযোজ্য। সম্পত্তির বাজারমূল্যে রেজিস্ট্রেশন আদেশ ২০২৩ । ফ্ল্যাটসহ শহুরে ভূমি রেজিস্ট্রেশন ব্যয় বেড়ে যাবে

মৌজাওয়ারী শ্রেণিভিত্তিক ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণের নিমিত্তে বাজার মূল্য বিধিমালা ২০১০ এবং সংশোধিত বিধিমালা ২০১২ ও ২০১৫ অনুযায়ী বাজার মূল্য নির্ধারণ কমিটি কর্তৃক নির্ধারিত ১-১-২০২১ খ্রিঃ তারিখ হইতে ৩১-১০-২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত রেজিস্ট্রিকৃত সকল সাব-কবলা দলিল সমূহের মূল্যের উপর হালনাগাদ প্রস্তুতকৃত প্রতি অযুতাংশ জমির গড় মূল্যের চূড়ান্ত তালিকা যাহা ২০২৩-২০২৪ খ্রিঃ সনের জন্য মৌজাওয়ারী শ্রেণিভিত্তিক ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য হিসাবে প্রযোজ্য।

ঢাকা জেলার পল্লবী, বনানী, বাড্ডা তেজগাঁও ইত্যাদি স্থানের মূল্য তালিকা / নির্ধারিত মূল্য তালিকা অনুসারেই রেজিস্ট্রেশন চলমান থাকবে

কিছু স্থানের মূল্য তালিকা এখনও প্রস্তুত হয়নি। একটু অপেক্ষা করতে হবে।

জমির নতুন মূল্য তালিকা ২০২৩ । বাজার মূল্য অনুসারে ঢাকা জেলার বিভিন্ন স্থানের মূল্য নির্ধারণ হয়েছে

জমির নতুন মূল্য তালিকা ২০২৩ PDF Download

বাজারমূল্য নির্ধারণ কমিটি ২০২৩ । কমিটি বিচার বিবেচনা পূর্বক মূল্য তালিকা প্রস্তুত করে থাকে

  1. (ক) সাব-রেজিস্ট্রার অফিসে সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ্যে রাখিতে হইবে;
  2. (খ) জেলা রেজিস্ট্রার অফিসে সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ্যে রাখিতে হইবে;
  3. (গ) সহকারী কমিশনার (ভূমি) অফিসে সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ্যে রাখিতে হইবে;
  4. (ঘ) জেলা জজের অফিসে সংরক্ষিত থাকিবে;
  5. (ঙ) ডেপুটি কমিশনারের অফিসে সংরক্ষিত থাকিবে; এবং
  6. (চ) মহাপরিদর্শকের অফিসে সংরক্ষিত থাকিবে।

বাজার মূল্য কোন বিধিতে নির্ধারিত হয়?

বাজার মূল্য নির্ধারণ বিধিমালা ২০১০ইং (এস, আর, ও ৩৩১-আইন/২০১২, তারিখ- ২৬/০৯/২০১২ খ্রিঃ দ্বারা সংশোধিত) অনুসারে প্রস্তুতকৃত মৌজা ওয়ারী শ্রেণীভিত্তিক প্রতি অযুতাংশ জমির সর্বনিম্ন বাজার মূল্য তালিকা ০১ লা জানুয়ারী ২০২৩ হইতে ৩১ শে ডিসেম্বর ২০২৪ইং সনের জন্য প্রযোজ্য।

সম্পত্তির বাজারমূল্যে রেজিস্ট্রেশন আদেশ ২০২৩ । ফ্ল্যাটসহ শহুরে ভূমি রেজিস্ট্রেশন ব্যয় বেড়ে যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *