সরকারি প্রতিষ্ঠান বলতে মূলত সম্পূর্ণ সরকারি কর্তৃক নিয়ন্ত্রিত ও লালিত প্রতিষ্ঠানকে বুঝায়-যেখানে সরকার সম্পূর্ণ বেতন ভাতাদি পরিশোধ করে থাকে–বাংলাদেশের সরকারি অফিসের তালিকা ২০২৪

সরকারি প্রতিষ্ঠান কি? –বাংলাদেশে সরকারি সংস্থাসমূহ হল রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা যা বাংলাদেশ সরকারের নীতিমালা বা সংশ্লিষ্ট আইন অনুযায়ী স্বাধীনভাবে কাজ করে। সরকারের মন্ত্রণালয় অপেক্ষাকৃত ছোট এবং কেবলমাত্র নীতিনির্ধারণ সংস্থা, নীতি সিদ্ধান্তের দ্বারা সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করার অনুমতি দেয়। একটি মন্ত্রণালয়ের অধীনে একাধিক অধিদপ্তর থাকে। সরকারের কিছু কাজ রাষ্ট্রীয় উদ্যোগ বা সীমিত কোম্পানিগুলির মাধ্যমে পরিচালিত হয়।

সম্পূর্ণ সরকারি বাজেটে চলে? সরকারি প্রতিষ্ঠান বলতে বোঝায় এমন প্রতিষ্ঠান যা সরকারের মালিকানাধীন, নিয়ন্ত্রণাধীন বা তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য জনগণের সেবা প্রদান করা এবং দেশের উন্নয়নে অবদান রাখা। সরকার সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিষ্ঠানের মালিক হয়। সরকার প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও পরিচালনা নিয়ন্ত্রণ করে। সরকারি বাজেট থেকে প্রতিষ্ঠানের অর্থায়ন হয়। প্রতিষ্ঠান জনগণ ও সরকারের প্রতি জবাবদিহি করে।

মনোগ্রাম দেখে চেনা যায় কি? সরকারি “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” লিখিত যে মনোগ্রাম তা কেবল পিওর সরকারী বা রাজস্বখাতভূক্ত প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে। অন্যান্য সরকারের বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো এই মনেগ্রাম ব্যবহার করতে পারে না। যে সকল প্রতিষ্ঠান সরকারী নয়, সরকারের বিধিবদ্ধ বা ধারাবাহিকতায় চলে সেগুলো স্বায়ত্তশাসিত, আধা-সরকারি, রাষ্ট্রয়াত্ত, জাতীয়করণকৃত এবং সরকারি বিধিবদ্ধ প্রতিষ্ঠান।

সরকারি প্রতিষ্ঠান মনেই সরকারি মনোগ্রাম থাকবে তবে সরকারি প্রতিষ্ঠানেরও নিজস্ব মনোগ্রাম থাকতে পারে এবং পাশাপাশি সরকারি মনোগ্রামও ব্যবহার করতে পারে

আপনি ওয়েবসাইট ভিজিট করলেও বুঝতে পারবেন প্রতিষ্ঠানটি সরকারি কিনা। প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য পড়লেই বুঝতে পারবেন।

Caption: List of Government organization

Govt. Organiztion List 2024 । সরকারি প্রতিষ্ঠানের তালিকা দেখুন

  1. জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়
  2. সংসদ সচিবালয়
  3. বাংলাদেশের বিচার বিভাগ  
  4. সুপ্রিম কোর্ট
  5. হাইকোর্ট বিভাগ
  6. জেলা জজ আদালত
  7. অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত
  8. চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট
  9. ম্যাজিস্ট্রেট কোর্ট
  10. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল
  11. রাষ্ট্রপতির কার্যালয়
  12.   বাংলাদেশ সশস্ত্র বাহিনী
  13. প্রধানমন্ত্রীর কার্যালয়
  14. বাংলাদেশ নৌবাহিনী
  15. মন্ত্রিপরিষদ বিভাগ
  16. জনপ্রশাসন মন্ত্রণালয়
  17. মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
  18. সরকারী যানবাহন অধিদপ্তর
  19. প্রতিরক্ষা মন্ত্রণালয়
  20. প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর
  21. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
  22. বাংলাদেশ জরিপ অধিদপ্তর
  23. অর্থ মন্ত্রণালয়
  24. বাংলাদেশ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় 
  25. বাংলাদেশ ব্যাংক
  26. বাংলাদেশ শুল্ক বিভাগ কাস্টম হাউস
  27. জাতীয় সঞ্চয় অধিদপ্তর
  28. বর্ডার গার্ড
  29. ঢাকা মেট্রোপলিটন পুলিশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান
  30. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আধিদপ্তর (বাংলাদেশ)
  31. ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর
  32. বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কারা অধিদপ্তর
  33. শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
  34. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
  35. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  36. স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর
  37. বস্ত্র অধিদপ্তর বিদ্যুৎ
  38. জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
  39. বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
  40. কৃষি মন্ত্রণালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
  41. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
  42. স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর
  43. জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
  44. প্রাণিসম্পদ অধিদপ্তর
  45. বাংলাদেশ বেতার
  46. বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)
  47. বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর
  48. বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 
  49. সমাজসেবা অধিদপ্তর
  50. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  51. শ্রম অধিদপ্তর
  52. গণগ্রন্থাগার অধিদপ্তর
  53. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

স্বশাসিত প্রতিষ্ঠানে কি তাহলে গ্র্যাচুইটি পাওয়া যাবে না?

না। প্রত্যয় স্কিম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বা স্ব-শাসিত বা স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিতে যে সকল কর্মকর্তা বা কর্মচারী, তাহারা যে নামেই অভিহিত হউন না কেন, ১ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ও তৎপরবর্তী সময়ে নূতন যোগদান করিবেন তাহাদের জন্য এই স্কিম বাধ্যতামূলক হইবে এবং তাহাদের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বা সংস্থার জন্য প্রযোজ্য অবসর সুবিধা সংক্রান্ত বিধি-বিধান প্রযোজ্য হইবে না।

https://bdservicerules.info/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a6%ad%e0%a7%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *