বিভিন্ন পরিস্থিতিতে আপনার চেক বা সম্পুর্ন চেকবই চুরি বা হারিয়ে যেতে পারে। আজ আমরা জানবো চেক হারিয়ে বা চুরি হলে কি করবেন? একই সাথে জানবো চেক উদ্ধার করার জন্য কি করবেন?
সূচীপত্র
পদক্ষেপ না নিলে হারিয়ে যাওয়া চেক কি কোন ক্ষতি করতে পারে?
হ্যাঁ, চেক হারিয়ে গেলে বা চুরি গেলে আপনি যদি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করেন তবে মামলা মোকদ্দমা বা আইনগত জটিলতায় পড়বে পারেন। একই সাথে আপনি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে পারেন ভবিষ্যতে।
আসুন জানি কি করবেনঃ
ধাপ ১ঃ চেক হারিয়ে গেলে প্রথমেই আপনাকে নিকটস্থ থানায় ( অবশ্যই যে স্থানে হারিয়েছে ঔ থানায়) একটি সাধারণ ডাইরি বা GD করতে হবে। মনে রাখবেন জিডি করার মাধ্যমে একটি আইনগত ভিত্তি তৈরি হয়ে যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে, যত তাড়াতাড়ি সম্ভব জিডি করতে হবে এবং হারিয়ে যাওয়া চেকের পাতার নম্বর জিডিতে উল্লেখ করতে হবে। সম্পূর্ণ চেক বই হারিয়ে গেলে সকল নম্বর বা নম্বরের সিরিয়াল উক্ত জিডিতে উল্লেখ করতে হবে। চেক যদি ব্লাঙ্ক অবস্থায় থাকে তাও উল্লেখ করবেন আর লিখিত থাকলেও তা সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু কৌশলী হতে হবে, প্রয়োজনে কোন অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নিতে পারেন।
ধাপ ২ঃ এ ধাপে আপনাকে জিডির কপি সহ ব্যাংকের সংশ্লিষ্ট শাখার শাখা ব্যবস্থাপক বরাবর চেক হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মর্মে বিষয়টি অবহিত করে একটি আবেদন করতে হবে।
এবার আসুন জানি চেক উদ্ধারের জন্য কি করবেন?
আপনি ব্যক্তিগত বা অন্য কোন কারনে কাউকে একটি চেক দিয়েছেন কিন্তু এখন আপনি উক্ত চেক টি ফেরত পেতে চাচ্ছেন অথবা চাচ্ছেন যাতে করে উক্ত চেকের বিপরীতে যেন টাকা উত্তোলন করা না যায়। এর অন্যতম কারন হতে পারে, উক্ত ব্যক্তকে আপনি ইতোমধ্যে নগদ বা অন্য কোন মাধ্যমে তার দাবি পরিশোধ করে দিয়েছেন।
এজন্য প্রথমেই আপনাকে নিকটস্থ Executive Magistrate Court এ একটি মামলা দায়ের করতে হবে। অর্থাৎ চেক উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট বের করতে হবে। এক্ষেত্রে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিতে পারেন। যেহেতু মামলা দায়ের করতে হবে তাই উক্ত ব্যক্তির নাম, ঠিকানা, চেকের নম্বর ইত্যাদি সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করতে হবে।
যথাযথ পরীক্ষার পর, বিজ্ঞ আদালত সার্চ ওয়ারেন্ট প্রদান করবে যা অতি দ্রুত সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে দ্রুত তামিল করতে হবে।
এ পর্যায়ে পুলিশ চেক খুঁজে পেলে তা জব্দ করবেন এবং আদালতে উপস্থাপন করবেন। পরবর্তী তে বিজ্ঞ আদালত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
ব্লাঙ্ক চেক প্রদানে কি সমস্যা হতে পারে?
সরল বিশ্বাসে কখনো কাউকে ব্লাঙ্ক চেক (Blank Cheque) প্রদান করবেন না, এক্ষেত্রে আপনার জীবন টাই ধ্বংস হয়ে যেতে পারে।
কারন Blank cheque এ ৫ কোটি বা ১০ কোটি যেকোন সংখ্যা বসিয়ে পরবর্তীতে Cheque Dishonor করে যদি যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করে মামলা দায়ের করা হয় তবে তা থেকে পরিত্রাণ পাওয়া সহজ নয়, অসম্ভব বলা যেতে পারে। শুধুমাত্র, আদালতের কাছে যদি এটা প্রতীয়মান হয় যে, প্রতারণার উদ্দেশ্যে মামলা করা হয়েছে তবেই আপনি পরিত্রাণ পেতে পারেন।
পরিশেষে মনে রাখবেন, চেক বা চেকবই সর্বাবস্থায় Lock & Key রাখবেন, সরল বিশ্বাসে কাউকে কোন চেক প্রদান করবেন না। কারন আপনার পরিবার বা নিকটস্থ কেউ আপনাকে যেকোন সময় বিপদে ফেলতে পারে।