মুক্তিযোদ্ধা ভাতার উত্তরাধিকার ২০২৪ । মুক্তিযোদ্ধা ভাতা কি নাতিরা পাবে?

সরকারি মুক্তিযোদ্ধা ভাতা সন্তান, ভাই ও পিতা মাতা পর্যন্ত সীমাবদ্ধা নাতি নাতনি পর্যন্ত গড়ায় না – মুক্তিযোদ্ধা ভাতার উত্তরাধিকার ২০২৪

নাতি কি মুক্তিযোদ্ধা ভাতা পায়? না। মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামী এবং পিতা-মাতার অবর্তমানে সন্তান সম্মানী ভাতা পাবেন এবং সন্তান একাধিক হলে সমহারে সম্মানী ভাতা পাবেন। মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামী, পিতা-মাতা ও সন্তানের অবর্তমানে সহোদর ভাই-বোন সম্মানী ভাতা পাবেন এবং কেবল জীবিত সহোদর ভাই-বোন ওই ভাতা সমহারে পাবেন। বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০ এর সংশোধন।

মুক্তিযোদ্ধা ভাতা কবে চালু হয়? ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার প্রবর্তিত ৩০০ টাকার দুস্থ মুক্তিযোদ্ধা ভাতা বর্তমানে সব মুক্তিযোদ্ধার জন্য সম্মানী ভাতা হিসেবে প্রবর্তিত হয়েছে। পিএমও ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত ও শহীদ পরিবারের মাসিক সম্মানী ভাতার পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন সর্বনিম্ন ২০ হাজার টাকা করা হয়েছে।

খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কত ভাতা পায়? খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা একজন সাধারণ মুক্তিযোদ্ধাদের থেকে বেশি সম্মানী বা ভাতা পেয়ে থাকেন। শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার মাসিক কত টাকা পান? মাসিক মূল ভাতা ২৩,০০০/-+চিকিৎসা ভাতা ২০০০ টাকা +খাদ্য ভাতা ৫০০০ টাকা সহ সর্বমোট ৩০,০০০ টাকা ভাতা হিসেবে পেয়ে থাকেন।

মুক্তিযোদ্ধা ভাতার উত্তরাধিকার ২০২৪ । মুক্তিযোদ্ধা ভাতা ২০২৩-২০২৪

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মৃত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবার, মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না।

মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০

মুক্তিযোদ্ধা ভাতা নীতিমালা ২০২১ PDF Download

মুক্তিযোদ্ধা ভাতার উত্তরাধিকার ২০২৪ । বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে সম্মানী ভাতা প্রাপ্য উত্তরাধিকারীগণ সম্পর্কে নীতিমালা সংশোধন

  1. বীর মুক্তিযোদ্ধার একাধিক স্ত্রীর ক্ষেত্রে প্রত্যেক স্ত্রী মৃত বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য নির্ধারিত সম্মানি ভাতা সমহারে প্রাপ্য হইবেন;
  2. বীর মুক্তিযোদ্ধার একাধিক স্ত্রীর মধ্যে কোনো স্ত্রী মৃত্যুবরণ করিলে মৃত স্ত্রীর গর্ভে মুক্তিযোদ্ধার ঔরসজাত সন্তান বা সন্তানগণ তাঁহার বা তাঁহাদের মাতার প্রাপ্য অংশ সমহারে প্রাপ্য হইবেন;
  3. বীর মুক্তিযোদ্ধার তালাকপ্রাপ্ত স্ত্রী সম্মানি ভাতা প্রাপ্য হইবেন না : তবে শর্ত থাকে যে, তালাকপ্রাপ্ত স্ত্রীর গর্ভে বীর মুক্তিযোদ্ধার ঔরসজাত সন্তান বা সন্তানগণ একটি পক্ষ হিসাবে বিবেচিত হইবে এবং তাহাদের পক্ষের সম্মানি ভাতা প্রাপ্য হইবেন;
  4. মৃত স্ত্রী বা তালাকপ্রাপ্ত স্ত্রীর গর্ভে বীর মুক্তিযোদ্ধার ঔরসজাত কোনো সন্তান না থাকিলে এক বা একাধিক জীবিত স্ত্রী সম্পূর্ণ অংশ বা সমহারে সম্মানি ভাতা প্রাপ্য হইবেন;
  5. বীর মুক্তিযোদ্ধার পিতা বা মাতার মধ্যে যে কেউ জীবিত থাকিলে মৃত স্ত্রী বা তালাকপ্রাপ্ত স্ত্রীর গর্ভে বীর মুক্তিযোদ্ধার ঔরসজাত সন্তান বা সন্তানগণ উক্ত সম্মানি ভাতা প্রাপ্য হইবেন না এবং উক্ত পিতা বা মাতা ভাতার সম্পূর্ণ অংশ সমহারে প্রাপ্য হইবেন; মৃত নারী বীর মুক্তিযোদ্ধা জীবিত অবস্থায় একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে এবং সকল স্বামীর সংসারে তাঁহার গর্ভজাত সন্তান থাকিলে উক্ত নারী বীর মুক্তিযোদ্ধার পূর্বের সংসারে বীর মুক্তিযোদ্ধার গর্ভজাত সন্তানগণও একটি পক্ষ হিসাবে বিবেচিত হইবে এবং তাহাদের পক্ষের সম্মানি ভাতা সমহারে প্রাপ্য হইবেন;
  6. মৃত নারী বীর মুক্তিযোদ্ধার স্বামী জীবিত থাকিলে এবং এক বা একাধিক তালাকপ্রাপ্ত বা মৃত স্বামীর সংসারে তাঁহার গর্ভজাত সন্তান বা সন্তানগণ থাকিলে জীবিত স্বামী একটি পক্ষ হিসাবে বিবেচিত হইবেন এবং উক্ত গর্ভজাত সন্তান বা সন্তানগণ পৃথক পক্ষ হিসাবে বিবেচিত হইবেন এবং সকল পক্ষ উক্ত সম্মানি ভাতা সমহারে প্রাপ্য হইবেন; (জ) তালাকপ্রাপ্ত স্বামী সম্মানি ভাতা প্রাপ্য হইবে না;
  7. কোনো বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্ত্রীগণ এবং পিতা-মাতা জীবিত না থাকিলে বীর মুক্তিযোদ্ধার ঔরসজাত সন্তানগণ সমহারে সম্মানি ভাতা প্রাপ্য হইবেন।
  8. বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামীর অবর্তমানে পিতা-মাতা সমহারে সম্মানি ভাতা প্রাপ্য হইবেন এবং পিতার অবর্তমানে মাতা বা মাতার অবর্তমানে পিতা সম্মানি ভাতার সম্পূর্ণ অংশ পাইবেন ।
  9. বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামী এবং পিতা-মাতার অবর্তমানে সন্তান সম্মানি ভাতা প্রাপ্য হইবেন এবং সন্তান একাধিক হইলে সমহারে সম্মানি ভাতা পাইবেন ।
  10. বীর মুক্তিযোদ্ধার স্ত্রী বা স্বামী, পিতা-মাতা ও সন্তানের অবর্তমানে সহোদর ভাই-বোন সম্মানি ভাতা প্রাপ্য হইবেন এবং কেবল জীবিত সহোদর ভাই-বোন উক্ত ভাতা সমহারে প্রাপ্য হইবেন, তবে কোনো বৈমাত্রেয় ভাই-বোন সম্মানি ভাতা প্রাপ্য হইবেন না।

মুক্তিযোদ্ধা কোটা নাতি নাতনীদের জন্যও প্রযোজ্য?

হ্যাঁ। সরকারি বিশ্ববিদ্যালয়ে ৫% মুক্তিযোদ্ধা কোটা অনুসরণের বিধান রাখা হয়েছে। নবম গ্রেড (আগের প্রথম শ্রেণি) এবং দশম থেকে ১৩তম গ্রেডের (আগের দ্বিতীয় শ্রেণি) পদে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এখন মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। সরাসরি এসব নিয়োগের ক্ষেত্রে আগের কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর পরিপত্র জারি করা হয়। অন্য গ্রেডগুলোতে মুক্তিযোদ্ধা এখনও বলবৎ রয়েছে।

মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুবিধা ২০২৩ । ঢাকা মেডিকেলে ৩০ (ত্রিশ) লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে? মুক্তিযোদ্ধা ভাতার উত্তরাধিকার ২০২৩ । নাতি-নাতনি কি মুক্তিযোদ্ধা ভাতা পায়?
Freedom Fighter Bangla New Year Allowance । মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা কত টাকা? মুক্তিযোদ্ধা উৎসব ভাতা ২০২৩ । ৯৩০০-৩০০০০ টাকা জন প্রতি ঈদ বোনাস পাবেন
 

মুক্তিযোদ্ধা টাকা কে কে পাবে?

মুক্তিযোদ্ধার অবর্তমানে সম্মানী ভাতাসহ সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন স্ত্রী বা স্বামী। আর তাদের অবর্তমানে সুবিধা ভোগ করবেন পিতা-মাতা। তারাও না থাকলে সুবিধা পাবেন ছেলে-মেয়েরা। এদের কেউই না থাকলে সুবিধা পাবেন মুক্তিযোদ্ধার ভাই-বোনরা।

মুক্তিযোদ্ধা ভাতা ২০২৩ । বর্তমানে মুক্তিযোদ্ধা ভাতার পরিমাণ কত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *