বাংলাদেশের প্রেক্ষাপটে সকল চাকুরী প্রার্থীর প্রথম পছন্দ সরকারি চাকুরি। কেন পছন্দ হবেই না বলুন? ভাল চাকুরির ৩ টি মাপকাঠি হতে পারে যেমনঃ চাকুরির নিরাপত্তা, আর্থিক সুযোগ সুবিধা এবং সামাজিক মর্যাদা। এসব বৈশিষ্ট্যে সরকারি চাকুরির কোন তুলনা নেই।
কিন্তু সরকারি চাকুরি তো সোনার হরিণ! অনেক প্রস্তুতি নিয়ে হয়তো সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তবে সুপারিশ পেলেও আমাদেরকে পরবর্তী ২ টি ধাপ নিয়ে অনেক বেশি চিন্তায় পড়তে হয়, তার একটি হলো মেডিকেল টেস্ট এবং অন্যটি হলো পুলিশ ভেরিফিকেশন। আপনি চাকুরির নিয়োগে সুপারিশ প্রাপ্ত হলেও মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন যদি যথাযথ না হয় বা রিপোর্টে যদি কোন ধরনের বিরূপ মন্তব্য উঠে আসে তবে চাকুরি করতে পারবেন না।
চাকুরির ধরণ অনুসারে কখনো কর্মস্থনে যোগদান করার আগেই মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন করা হয়। আবার কোন কোন ক্ষেত্রে যোগদান করার পর মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন করা হয়। এক্ষেত্রে কোন ধরণের সমস্যা পাওয়া গেলে তখন তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয়।
বাংলাদেশের সেরা কিছু সরকারি চাকুরি কি কি-তা জানতে এই পোস্ট টি পড়ুন
চলুন আজ জানি সরকারি চাকুরির মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে।
১। মেডিকেল টেস্ট:
মেডিকেল টেস্ট মূলত আপনার শারীরিক অবস্থা সমন্ধে ধারণা পেতে করা হয়। অর্থাৎ আপনি উক্ত চাকুরির জন্য শারীরিক ভাবে সক্ষম কি না? যেহেতু, মেডিকেল টেস্ট গুরুত্বপূর্ণ তাই চাকুরির প্রস্তুতির পাশাপাশি নিজেকে ফিট রাখতে সেচষ্ট থাকুন।
অন্যদিকে, আমরা অনেকেই মেডিকেল সার্টিফিকেট জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে সংগ্রহ করে থাকি। এটি আপনার জেলার সার্জন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। আবার, সিভিল সার্জন কার্যালয় থেকে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা গেলেও সেখানে কোন ধরনের টেস্ট করা যায় না বা হয় না। তবে তারা নির্দিষ্ট কিছু টেস্টের নাম আপনাকে বলে দিবে, যেগুলো স্থানীয় কোন সরকারী অথবা বেসরকারি হসপিটাল থেকে করে, তার রিপোর্ট সংগ্রহ করুন। এর পর উক্ত রিপোর্ট গুলো সিভিল সার্জন কার্যালয়ে দেখালে তিনি আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করবেন।
আরেকটি বিষয়, সিভিল সার্জন কার্যালয়ে যাওয়ার পূর্বে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নিয়োগ পত্রের ফটোকপি নিয়ে যান।
এবার আসুন জানি, সাধারণত কি কি টেস্ট করতে হয়।
সাধারণত নিম্নোক্ত টেস্ট গুলো করা হয়:
- X-Ray (Chest P/A View)
- Hbag
- VDRL
- Urine R/M
- Serum Creatinine
- Blood Grouping
- RBS
- ECG
- Dope Test
উপরোক্ত টেস্টগুলো সাধারণত বেসামরিক নিয়োগে করা হয়। সামরিক যেকোন পদে নিয়োগে এ টেস্টগুলো ভিন্ন হতে পারে।
উল্লেখ্য, যেহেতু Dope Test করা হয়, তাই সরকারি চাকুরি যদি আপনার টার্গেট হয় তবে যেকোন ধরণের মাদক থেকে দূরে থাকুন এমনকি সিগারেট থেকেও।
২। পুলিশ ভেরিফিকেশন :
আপনার সামাজিক, রাজনৈতিক অথবা রাষ্ট্রীয় অবস্থান জানার জন্য পুলিশ ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ। পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে বিরূপ কিছু থাকলে (তা সত্য হোক আর মিথ্যা হোক) শেষ পর্যায়ে এসে আপনার নিয়োগ/ যোগদান আটকে যেতে পারে।
সাধারণত, পুলিশ ভেরিফিকেশন করার জন্য আপনার নাম, ঠিকানা, পরিচয় সহ সার্টিফিকেট আপনার স্থানীয় থানা বরাবর পাঠানো হয়। আর তাই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনার স্থানীয় ঠিকানায় খোঁজখবর নেয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও খোঁজ নিতে পারেন।
বাংলাদেশের বাস্তবতার নিরিখে দেয়া যায়, আপনার অপছন্দের লোকজন আপনার সম্পর্কে সত্য বা মিথ্যা তথ্য প্রদান করতে পারে। তবে আশা করা যায় দায়িত্বরত কর্মকর্তা নিশ্চয় তথ্য যাচাই করবেন। তবে
অভিযোগ মিথ্যা হোক আর সত্য হোক পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে বিরূপ কিছু থাকলে তা সমস্যা তৈরি করবে। আর এজন্য আগে থেকেই সতর্ক থাকুন। এলাকার সবার সাথে সুসম্পর্ক বজায় রাখুন, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং রাষ্ট্রবিরোধী কোন কাজ করা থেকে বিরত থাকুন।
আমার হ্যাটাইটিস বি পজিটিভ, আমি কি বাদ পরে যাব?
বিমান বাহিনি বেসামরিক পদে
বাদ পড়ে যাবেন। দ্রুত চিকিৎসা নিন।
আমার ছোট বেলায় বা কানে ঘা হয়ে পর্দা ছিদ্র হয়ে যায় যার কারনে আমি কানে কম শুনতে থাকি। কিন্তু ডান কানে কোনো সমস্যা নাই।তাই মানুষের সাথে চলাচলে তেমন কোনো সমস্যা হই নাহ।তারা বোঝে নাহ যে আমার শ্রবনে সমস্যা আছে।এখন আমি যদি সরকারি চাকরি বা বিসিএস পরীক্ষা দিতে চাই তাহলে আমি কি কোনো সমস্যায় পড়তে পারি?
হ্যাঁ। পারেন। অনেক টেরা, কানে একটু কমশোনা বিসিএস অফিসার আছে বা ঐ অবস্থায় বিসিএস হয়েছে।
আমি অনেক কস্ট করে পড়াশোনা করতেছি। কিন্তু আমাকে প্রতিনিয়ত একটা জিনিস নিয়ে টেনশন হয়, ৪থ শ্রেণির চাকরি আমার লক্ষ্য। আমার hbsag positive যদি এটার কারনে আমাকে বাদ দেয়া হয়, তাহলে আমার পরিশ্রম করে লাভ কি?দয়া করে এই ব্যপারে সঠিক তথ্য দিন আমকে
হুম ডোপ টেস্টে ধরা পড়লে বাদ পড়বেন। আপনার রক্তে কোন সমস্যা থাকলে।বা আপনার শরীরে কোন রোগের দাগ থাকলে
আমার টিবি ধরা পড়েছে। সম্পুর্ন চিকিৎসা পাওয়ার পর কি আর্মি তে জয়েন করার জন্যে এপ্লাই করতে পারবো?
পারবেন।
ভাই,মেডিকেল সার্টিফিকিট কি নিজ জেলার সিভিল সার্জন থেকে নিতে হবে নাকি যে কোন সিভিল সার্জন থেকে নিলেই হবে?
যে কোন জায়গা হতে নিলেই হবে।
আমি কোন প্রকার মাদক গ্রহণ করি না, কিন্তু ছিগারেট খাই, পুলিশের মেডিকেলে কি প্রব্লেম হবে?
সিগারেটকে মাদক হিসেবে ডোপটেস্ট শনাক্ত করে না।
আমার হাতে হালকা ট্যটু রয়েছে আমি কি বাদ পরব?
না।