আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে একটি মুসলিম বিয়েতে কাবিন বা রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয়? সেখান থেকে একজন কাজী কত টাকা পান? কত টাকা সরকারি কোষাগারে জমা দিতে হয়? নাকি সব টাকাই কাজী সাহেব পাবেন?
চলুন প্রশ্ন গুলোর উত্তর জানি।
রেজিস্ট্রি ফি নির্ভর করে মোহরানা কত টাকা তার উপর। কাবিন ১ম ৪,০০,০০০/- টাকা পর্যন্ত ১.২৫% হিসেবে এবং ৪,০০,০০০/ পরবর্তী প্রতি লক্ষ টাকার জন্য ১০০ টাকা হারে। তবে ৪,০০,০০০/- পরবর্তী টাকা লাখ না হয়ে লাখের অংশ বিশেষ হলেও (১ টাকা হলেও) ১০০ টাকা হিসাব হবে। উদাহরণ গুলো দেখুন।
সে হিসেবে কারো কাবিন যদি ৫,০০,০০০/- টাকা হয়, তার বিয়ের রেজিস্ট্রি ফি কত হবে?
হিসাব: প্রথম ৪,০০,০০০/- এর জন্য ১.২৫% হারে আসে ৫,০০০/-। চার লাখের পরবর্তী ১,০০,০০০/- এর জন্য ১০০ টাকা।
তাহলে মোট রেজিস্ট্রি ফি হলো ৫,১০০/- টাকা।
কারো কাবিন যদি ৫,০০,০০১/- টাকা হয়, তার রেজিস্ট্রি ফি কত?
হিসাব: প্রথম ৪,০০,০০০ ১.২৫% হিসাবে ৫,০০০/- টাকা। পরবর্তী এক লাখের জন্য ১০০ টাকা। এবং বাকি এক টাকা যদিও এক লক্ষ নয় তবে লাখের অংশ বিশেষ হওয়ায় ১০০ টাকা দিতে হবে। ফলে, মোট রেজিস্ট্রি ফি হবে ৫,২০০/- টাকা।
এখান থেকে কাজী কত টাকা পান? আর কত টাকা সরকারী কোষাগারে জমা হবে?
প্রকৃত পক্ষে রেজিস্ট্রি ফি এর খুব সামান্য পরিমাণ অর্থই সরকারি খাতে জমা দিতে হয়। অন্যদিকে, কাজী সাহেব সরকারি কোন বেতন বা ভাতা পান না। উল্টো একটা নির্দিষ্ট এককালীন ফি দিয়ে কাজীর জন্য তাকে লাইসেন্স নিতে হয়। এবং প্রতি বছর বছর নির্দিষ্ট পরিমান ফি দিয়ে তার লাইসেন্স নবায়নও করতে হয় যদিও সে ফি খুবই নগণ্য। এছাড়া আর কোন টাকা দিতে হয়না। অন্যদিকে কাজীর দোকান ভাড়া, অফিসের বালাম বই ইত্যাদির জন্য কাজীর বেশ কিছু টাকা খরচ হয়।
কাজীর লাইসেন্স ফিঃ
- সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ১০,০০০ টাকা
- জেলা সদরের আওতাধীন পৌরসভা এলাকার ক্ষেত্রে ২,০০০ টাকা
- জেলা সদরের বাইরে অবস্থিত পৌরসভা এলাকার জন্য ৭০০ টাকা
- ইউনিয়ন পরিষদ এলাকার ক্ষেত্রে ৫০০ টাকা।
এবার আসুন বাৎসরিক লাইসেন্স ফি জানি।
কাজীকে প্রতি বছরের ৩১ মার্চ এর মধ্যে নিম্নলিখিত হারেবাৎসরিক ফি প্রদান করতে হয়ঃ
- সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ৫,০০০ টাকা
- জেলা সদরের আওতাধীন পৌরসভা এলাকার ক্ষেত্রে ১,০০০ টাকা
- জেলা সদরের বাইরে অবস্থিত পৌরসভা এলাকার জন্য ৫০০ টাকা
- ইউনিয়ন পরিষদ এলাকার ক্ষেত্রে ১০০ টাকা।
মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন ফি সংশোধন ২০২৩ । বিয়ে ও ডিভোর্স খরচ বেড়ে গেল
৫ লাখ কাবিন খরচ কত হবে এবং কাজিকে কত টাকা দিতে হবে?
5100 taka
কিশোরগঞ্জ শহরে ১৫০০০০০/ পনর লাখে কত ফী দিত হবে।
ফি ৮০০০+ কমিশন ও অন্যান্য ব্যয়। https://bdservicerules.info/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8-2/
কত টাকা সব মোট খরচ হবে 5লাখ টাকা কাবিনে
সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ১৫১০০। উপজেলার ক্ষেত্রে ৫৬০০ টাকা।
৬ লাখ কাবিন খরচ কত হবে এবং কাজিকে কত টাকা দিতে হবে?
৫২০০
৮ লাখ টাকা কাবিনে কত টাকা খরচ হবে মোট
আনুমানিক চলিশ হাজার। ৫ লক্ষ পর্যন্ত প্রতি এক হাজারে ১৪ টাকা। পরবর্তী প্রতি হাজারে ১০০ টাকা এবং অন্যান্যসহ ৪০ হাজার আসবে। বিস্তারিত এখানে দেখুন-https://bdservicerules.info/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8-2/
২০লক্ষ টাকা কাবিনের জন্য তাহলে ১৫০০০টাকা?
জি। বাড়ানো হয়েছে।
৫হাজার টাকা কাবিকে কত টাকা ফি দিতে হবে?
১.২৫% এবং কাজীর ফি ১০০-৫০০০ টাকা।
20 lakh tk kabine
a to 6600 tk howar kotha na??
hmm
Vai 2023 sal a to 1 lakh a 1400 taka kora hoisa..
হ্যাঁ। পোস্ট শেষের লিংক দেখুন। https://bdservicerules.info/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8-2/
বিয়েতে কাজীকে কত টাকা দিতে হয়?
যাতায়াত কমিশন প্রতি কি:মি: ১০ টাকা।