আজকের খবর ২০২৪

Best Laptop For Happy Freelancing । ৩০ হাজার টাকায় কি ল্যাপটপ কেনা যায়?

বাংলাদেশে কম বাজেটে ল্যাপটপ কেনা খুবই দুরুহ ব্যাপার – ফ্রিল্যান্সিং শুরু করতে আপনি হয়তো কম বাজেটে ল্যাপটপ খুজতেছেন, তাহলে এই পোস্টটি আপনার জন্যই – Best Laptop For Happy Freelancing

৩০ লক্ষ টাকায় কি ল্যাপটপ কেনা যায়? – আমি নিজের জন্য যেভাবে চিন্তা করছি ঠিক আপনার জন্য সেভাবেই পরামর্শ দিবো। আপনি যদি অনলাইনে কাজ করতে চান তবে আপনার ভালমানের ল্যাপটপ প্রয়োজন পড়বে। আপনি যদি মাত্র ৩০ হাজার টাকায় ল্যাপটপ কিনতে চান মার্কেটে গিয়ে ভিডিও এডিটিং, ইমেজিং বা ওয়েব ডিজাইন বা অনলাইনের কাজ করতে চাইলে সেই মানের ল্যাপটপ পাবেন না। আপনারকে নতুন ল্যাপটপ কিনতে হলে ৫০-৬০ হাজার টাকা প্রয়োজন পড়বে।

তাই আমি বলবো আপনি ভালভাবে কাজ করতে হলে সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ কিনবেন। ৩০ হাজার টাকা দিয়ে বিদেশী সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ নিতে পারবেন যা প্রায় ৬০-৭০ হাজার টাকার। আমি নিজেই ফ্রিল্যান্সিং জীবনের প্রথম ল্যাপটপটি সেকেন্ড হ্যান্ড নিই। এখন আমি অনলাইন আয় হতে নতুন ল্যাপটপ নয় শুধু অ্যাপল ব্র্যান্ডের ল্যাপটপও ব্যবহার করতে পারি। তাই বলবো নতুন দুর্বল ল্যাপটপ না নিয়ে পুরাতন বা সেকেন্ডহ্যান্ড স্ট্রং ল্যাপটপ নিয়ে নিন।

কোথা থেকে পুরাতন বা সেকেন্ডহ্যান্ড কিন্তু চকচকে ল্যাপটপ কেনা যাবে? আপনি অনলাইনে Computerzone.com.bd, bdstall.com, aroz.com.bd, farazitechnology.com.bd, laptopbd.net ইত্যাদি সাইট হতে ল্যাপটপ কিনতে পারবেন। ঐ সকল অফিসে গিয়ে ম্যানুয়ালী দেখে অবশ্যই নিবেন। ল্যাপটপ স্ক্র্যাচ বিহীন কিনা, কোন স্ক্রু পূর্বে খোলা হয়েছে কিনা বা ড্যামেজ আছে কিনা এগুলো চেক করে কিনবেন। ভাল হয় যদি আশে পাশের কোন সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ দোকানে গিয়ে দেখে শুনে ল্যাপটপ কিনেন।

বিক্রয় ডট.কম হতে সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ কিনলে তা স্ক্র্যাচ বা বেশি পুরাতন হয়ে থাকে / অবশ্যই ইমপোর্ট করা ইউজড ল্যাপটপ কিনবেন।

ডেল, এইচপি, লেনোবো যে কোন একটি হলেই হলো। এগুলো প্রায় সমমানের ব্র্যান্ড তাই ব্র্যান্ড নিয়ে খুব একটা টেনশন নিবেন না। সবগুলো ব্র্যান্ডই ভাল।

Best Laptop For Happy Freelancing । ৩০ লক্ষ টাকায় কি ল্যাপটপ কেনা যায়?

Caption: Choose your laptop as you like

Laptop Config bellow 30K । Laptop configuration can be like bellow details

  1. Processor: 6th Generation Intel® Core™ i7-6600U Processor (2.40 GHz, up to 3.00 GHz with Turbo Boost, 2 Cores, 4 Threads, 4 MB Cache)
  2. RAM: 8 GB DDR4-2133 MHz
  3. SSD: 256 GB SSD
  4. Display: 15.6″ (39.62 cm) FHD (1920 x 1080) Display
  5. Graphics: Intel® HD Graphics 520
  6. Operating System: Windows 10 Original
  7. Battery:3 Hours Tested

ল্যাপটপ কেনার সময় সাধারণ কি কি বিষয় খেয়াল রাখতে হয়?

বাজেট তো খেয়াল রাখবেই কিন্তু কনফিগারেশন অবশ্যই কোরআই ৫ অথবা সেভেন হতে হবে। তবে ল্যাপটপ জেনারেশন ন্যূনতম ৫ম হতে ৭ হতে হবে। হ্যাঁ লেটেস্ট ল্যাপটপ হতে ভাল হয় কিন্তু সেখানে বাজেট খুব বেশি হতে হবে। আপনি আমার দেখানো মানের ল্যাপটপ হলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ধন্যবাদ

সূত্র: ল্যাপটপ বাজার

সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ প্রাইস ২০২৩ । Used Laptop নিলে কি কি চেক করতে হবে??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *