HSC Result 2023 । এইচ.এস.সি ফল দেখার নিয়ম দেখে নিন
এইচ.এস.সি রেজাল্ট ২০২২ অনলাইন এবং অফলাইন বা মেসেজ দুটি পদ্ধতিতেই জানা যাবে-তবে নির্ধারিত সময়ের পূর্বে রেজাল্ট পাওয়া যাবে না-HSC Result Published date 2023
২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে। এই সময়ের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরিকল্পনা করছে বলে জানিয়েছে আন্তঃ সমন্বয়ক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তবে সুনির্দিষ্টভাবে কোন তারিখে ফলাফল প্রকাশ হবে, এটি নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতির ওপর। সম্প্রতি আন্তঃশিক্ষা সমন্বয়ক সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। HSC Result with Marksheet 2023 । মার্কশীটসহ এইচ.এস.সি রেজাল্ট দেখুন
২০২১ সালে এইচএসসিতে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। ২০২২ সালে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষায় অংশ নিয়েছে। ২০২২ সালে ২টি শিক্ষাপ্রতিষ্ঠান কমলেও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে ২৮টি হয়। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে প্রায় ২ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় কম অংশ নিয়েছে।
মোবাইল মেসেজ করে দ্রুত কিভাবে ফলাফল পাওয়া যাবে? আপনার যদি একটি টেলিটক সিম থাকে তবে আপনি দ্রুত ফলাফল পেতে পারেন। ওয়েবসাইটে ফলাফল প্রকাশের আগেই আপনি টেলিটক সিমের মাধ্যমে মেসেজ করে ফলাফল আগেই পেতে পারেন। এইচএসসি<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে পাঠিয়ে দিয়ে ফলাফল জানা যাবে।
এইচএসসি / ভোকেশনাল / আলিম / বিএম রেজাল্ট অনলাইনে দেখার নিয়ম কি? প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে এসএমএস ও ওয়েবসাইটের (educationboardresults.gov.bd) মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল জানা যাবে। নাম্বারসহ এইচএসসি মার্কশিট দেখাও যাবে। আপনি নাম্বারসহ এইচএসসি মার্কশিট পেতে এই লিংকে ভিজিট করুন: eboardresults.com অথবা, educationboardresults.gov.bd
এইচ.এস.সি রেজাল্ট চেক করার উপায় কি? যেভাবে আপনি HSC Result Check করবেন
রেজাল্ট চেক করার নিয়ম ২০২৩
Check HSC Result 2023 with Marksheet : educationboardresults.gov.bd
এসএমএস SMS এর মাধ্যমে HSC রেজাল্ট বের করার নিয়ম কি?
রেজাল্ট প্রকাশের সময়ের পর থেকে শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন।HSC<space> বোর্ডের প্রথম ৩টি লেটার যেমন- DHA <space> Roll <space> Year টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে। অফিসিয়াল ভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পরে তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফলাফল সরবরাহ করা হবে। প্রতি মেসেজ বা SMS চার্জ হবে ২.৫৫ টাকা।
এইচএসসি<>বোর্ড<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | সাধারণ শিক্ষা বোর্ড |
এইচএসসি<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | মাদ্রাসা শিক্ষা বোর্ড |
এইচএসসি<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে | টেকনিক্যাল শিক্ষা বোর্ড |
আমি আমার রেজাল্টের বিস্তারিত কিভাবে জানতে পারব?
সাধারণ রেজাল্ট দেখার প্রক্রিয়ার মতই। ফিরতি SMS এ আপনি আপনার সম্পূর্ণ রেজাল্ট জানতে পারবেন। উদাহরণ: ঢাকা বোর্ডের জন্য: HSC<space>dha<space>Roll<space>2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে এবং বিস্তারিত রেজাল্ট পেয়ে যাবেন। তবে অনলাইন থেকে মার্কশীট সহ ডাউনলোড করে নেয়াই ভাল।
সূত্র: দৈনিক শিক্ষা
২০২২ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবারের ফলাফলে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ দুটোতেই এগিয়ে মেয়েরা।
HSC Exam Result 2023 । আগামী ৮ ফেব্রুয়ারি তারিখ বেলা ১১:৩০ টায় এইচএসসি পরীক্ষা ফল পাওয়া যাবে