আজকের খবর ২০২৪

NCTB New Books PDF Download Class 1-5 । প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্য বই ডাউনলোড করুন

নতুন কারিকুলার দেশীয় গভেষক ও শিক্ষা বিশেষজ্ঞ কর্তৃক প্রস্তুত করা হয়েছে – দেশের বিভিন্ন অঞ্চল ও মানুষের আচরণ ও চাহিদার কথা মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে- NCTB New Books PDF Download Class 1-5

কত বছর পর নতুন শিক্ষাক্রম প্রণীত হল? শিশুর বিকাশ ও মানসম্মত শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রাক-প্রাথমিক শিক্ষার নিবিড় যোগসূত্র ও গুরুত্ব বিবেচনা করে “জাতীয় শিক্ষানীতি ২০১০”-এ পর্যায়ক্রমে ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে। তদানুযায়ী বাংলাদেশে ২০১১ সাল থেকে অন্তর্বর্তীকালীন প্যাকেজের মাধ্যমে এবং ২০১৪ সাল থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত প্রাক-প্রাথমিক শিক্ষাক্রমের ভিত্তিতে ৫+ বয়সি শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষার কার্যক্রম সারাদেশে চালু করা হয়েছে।

প্রাক-প্রাথমিকে শিক্ষার বয়স কত? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৪+ বয়সি শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে ধারাবাহিকতা বজায় রেখে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক “জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি” প্রণয়ন করা হয়েছে।

শিখন সামগ্রীতে পরিবর্তন আনা হয়েছে কি? হ্যাঁ। শিশুর অপার বিস্ময়বোধ, অসীম কৌতুহল, অফুরন্ত আনন্দ ও উদ্যমের মতো মানসিক ও মানবিক বৃত্তির সুষ্ঠু বিকাশ সাধনের মৌলিক পটভূমিতে “জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১” এর আলোকে ৪+ ও ৫+ বয়সি শিশুদের জন্য ২০২২ সালে প্রণয়ন করা হয় ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম। এই শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত ৯টি শিখনক্ষেত্র অনুযায়ী ৪+ ও ৫+ বয়সি শিশুদের জন্য বয়সভিত্তিক নির্দিষ্ট অর্জন উপযোগী যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। ৫+ প্রাক-প্রাথমিক বয়সি শিক্ষার্থীরা যেন আনন্দময় পরিবেশে নির্ধারিত যোগ্যতাসমূহ অর্জন করতে পারে, সেই লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনা ও পরামর্শে এই বয়সি শিশুদের জন্য বর্তমানে ব্যবহৃত ‘আমার বই’ সহ অন্যান্য শিখন-শেখানো সামগ্রী পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে ।

New Books for Class 1-5 । ২০২৪ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক সংগ্রহ করুন

আমার বই এর উন্নয়নের ক্ষেত্রে ৫+ বয়সি শিক্ষার্থীরা “প্রাক-প্রাথমিক শিক্ষাক্রমে” অন্তর্ভুক্ত ৯টি শিখন ক্ষেত্রের আওতাধীন যোগ্যতাসমূহ অর্জনে যেন তাদের নিজস্বতা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায় সেই বিষয়টিকে প্রধান্য দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন যোগ্যতাসমূহ অর্জনে সহায়ক সংগতিপূর্ণ চিত্র, চারুকলা ও কারুকলার কাজ, শব্দ ও বাক্যের সন্নিবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স, সামর্থ্য, মেধা ও গ্রহণ ক্ষমতা যেমন বিবেচনা করা হয়েছে তেমনই বৈচিত্র্যময় করার দিকেও লক্ষ রাখা হয়েছে। সর্বোপরি কোমলমতি শিক্ষার্থীদেরকে আগ্রহী, কৌতুহলী ও মনোযোগী করার জন্য পাঠ্যপুস্তকসহ অন্যান্য শিখন-শেখানো সামগ্রী চার রঙে আকর্ষণীয় ও টেকসই রূপে প্রকাশ করে বিনামূল্যে বিতরণ করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্খিত ইচ্ছার প্রতি বিশেষভাবে দৃষ্টি প্রদান করা হয়েছে।

প্রাকপ্রাথমিক স্তর প্রাথমিক স্তর ইবতেদায়ি স্তর
প্রাক-প্রাথমিক শিক্ষা প্রথম শ্রেণি প্রথম শ্রেণি
  দ্বিতীয় শ্রেণি দ্বিতীয় শ্রেণি
মাল্টিলিঙ্গুয়েল এডুকেশন তৃতীয় শ্রেণি তৃতীয় শ্রেণি
চাকমা চতুর্থ শ্রেণি চতুর্থ শ্রেণি
মারমা পঞ্চম শ্রেণি পঞ্চম শ্রেণি
গারো মাল্টিলিঙ্গুয়েল এডুকেশন  
সাদরি প্রথম শ্রেণি  
ত্রিপুরা দ্বিতীয় শ্রেণি  
  তৃতীয় শ্রেণি  

Caption: Info Source

নতুন কারিকুলাম ২০২৪ । প্রাক-প্রাথমিক শ্রেণীর বাংলা বিষয়ে যা পড়ানো হবে

  1. জাতীয় সংগীত
  2. আমার ছবি
  3. চারুকলা ও কারুকলার কাজ
  4. ছবি দেখি ও বলি
  5. পরিবেশ
  6. স্বাস্থ্য ও নিরাপত্তা
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. মিল-অমিলের খেলা
  9. বর্ণমালা পরিচিতি : স্বরবর্ণ
  10. বর্ণমালা পরিচিতি : ব্যঞ্জনবর্ণ
  11. প্রাক-গাণিতিক ধারণা
  12. সংখ্যার ধারণা

বাস্তব জ্ঞান অন্তর্ভূক্ত করা হয়েছে কি?

‘আমার বই’ এর উন্নয়ন ও অভিযোজনে বিভিন্ন সরকারি, বেসরকারি, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রণীত প্রাক-প্রাথমিক পর্যায়ের শিখন-শেখানো সামগ্রীর সহায়তা নেওয়া হয়েছে। এই শিখন সামগ্রী প্রণয়ন, সম্পাদনা, যৌক্তিক মূল্যায়ন এবং মুদ্রণ ও প্রকাশনার বিভিন্ন পর্যায়ে যাঁরা সহায়তা করেছেন তাঁদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি, ব্র্যাক আইইডি-ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনিসেফ, রুম টু রিড বাংলাদেশ এবং সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-কে তাদের সার্বিক সহায়তার জন্য। ‘আমার বই’ প্রকাশে কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে। পরবর্তী সংস্করণে শিখন সামগ্রীটি আরও শিশুতোষ ও ত্রুটিমুক্ত করার জন্য যে কোনো গঠনমূলক ও যুক্তিসংগত পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। পরিশেষে, যে উদ্দেশ্য নিয়ে কোমলমতি শিশুদের জন্য আমার বইটি প্রণীত হল তা যদি অর্জন হয় তবেই আমাদের সকলের প্রচেষ্টা সার্থক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *