ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা এবং সড়ক পথে কিলােমিটার ভিত্তিক পথ ভাড়া ভাতা ইত্যাদি বিষয় এ বিধিমালার অন্তর্ভূক্ত হয়েছে। ২০১৬ সালের পর আর কোন ভ্রমণ বিধিমালা জারি করা হয়। ভ্রমণ বিল তৈরিতে শুধুমাত্র ভ্রমণ বা টিএডিএ বিধিমালা ২০১৬ ছাড়া অন্যান্য ভ্রমণ বিধি অনুসরণ করিতে হয়। বদলিজনিত ভ্রমণ এবং সরকারি ভ্রমণ বিল তৈরি সম্পূর্ণ ভিন্ন হওয়ার কারণে আলাদাভাবে বিধিগুলো এ বিধিতে উপস্থাপন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকার 

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি -৩ অধিশাখা 

website: WWW.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭৩.৩৪.০০৭.১৫-৭১ তারিখঃ ২৫/০৯/২০১৬ খ্রিঃ

প্রজ্ঞাপন

পুনরাদেশ না দেয়া পর্যন্ত বেসামরিক প্রশাসনের আওতাধীন প্রজাতন্ত্রের সকল সরকারি কর্মচারীর ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা এবং সড়ক পথে কিলােমিটার ভিত্তিক পথ ভাড়া ভাতা ইত্যাদি নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করা হলােঃ

১। সরকারি কর্মচারীদের শ্রেণী বিন্যাসঃ

২। দৈনিক ভাতাঃ

৩। পথ ভাড়া ভাতা (Mileage Allowance) : ভ্রমণের দূরত্ব নির্বিশেষে সড়ক পথে ভ্রমণের জন্য নিম্নোক্ত হার প্রযােজ্য হবেঃ

৪। পথ ভাড়া (Mileage Allowance): নির্ণয়ের জন্য শ্রেণি প্রাপ্যতা:

৫। বদলিজনিত ভ্রমণ ভাতা:

(ক) বদলিজনিত ভ্রমণের ক্ষেত্রে সরকারি কর্মচারীগণ নিম্নবর্ণিত সুবিধা প্রাপ্য হবেন:

(খ) সরকারি কর্মচারীগণের বদলির সময়ে পরিবহনের জন্য নিজস্ব মালামালের (Personal Effect) পরিমাণ এবং প্যাকিং চার্জের প্রাপ্যতা নিম্নরূপ:

৬। সরকারি কর্মচারীগণ বদলিজনিত মালামাল পরিবহনের ক্ষেত্রে ব্যক্তিগত মালামাল ১ কিলােমিটার পরিবহনের জন্য প্রতি ১০০ কেজির ভাড়া বাবদ ২.০০ টাকা প্রাপ্য হবেন।

৭। গ্রেড বলতে টাইমস্কেল/সিলেকশন গ্রেডস্কেল প্রাপ্তি জনিত স্কেল/গ্রেড নয়,সংশ্লিষ্ট পদের জন্য প্রযােজ্য Substantive গ্রেড বুঝবে।

৮। এ প্রজাপন জারির পরিপ্রেক্ষিতে ইতঃপূর্বে জারীকৃত এতংক্রান্ত অন্যান্য আদেশসমূহ | অনুরূপভাবে পরিবর্তিত/সংশােধিত হয়েছে বলে গণ্য হবে।

৯। জনস্বার্থে জারীকৃত এ আদেশ জারির তারিখ হতে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

(মােহাম্মদ আবু তাহের)

অতিরিক্ত সচিব

 

TADA_sep_16.pdf । টিএ ডিএ বিধিমালা ২০১৬: ডাউনলোড

TAG: ta/da rules for central government employees 2020, daily allowance for bd, govt employees travelling allowance rules pdf in bangla, ta rules Bangladesh in Bangla, ta/da rules bd 2018, ta rules dhaka 2016, ta rules 2018, ta/da rules state government employees,

 

সরকারি চাকুরীজিবীর ভ্রমন ভাতা গেজেট-২০১৬

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *