জন্ম সনদ যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে
কোন ব্যক্তির বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন আইনের ধারা ১৮ এর উপ-ধারা (৩) এ বলা হয়েছে। উক্ত ধারায় বর্ণিত ক্ষেত্রসমূহের অতিরিক্ত নিম্নবর্নিত ক্ষেত্রসমূহে জন্ম নিবন্ধন সনদ বা উহার সত্যায়িত অনুলিপি ব্যবহার করা যাইবে, যথা:
(ক) কোন ব্যাংক হিসাব খোলা
(খ) আমদানি ও রপ্তানি লাইসেন্স প্রাপ্তির আবেদন
(গ) গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি
(ঘ) ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর প্রাপ্তি
(ঙ) ঠিকাদারী লাইসেন্স প্রাবি
(চ) বাড়ির নক্সার অনুমোদন প্রাপ্তি
(ছ) গাড়ির রেজিস্ট্রেশন প্রাপ্তি
(জ) ট্রেড লাইসেন্স প্রাপ্তি
(ঝ) টিকাদান কর্মসূচিসহ যে কোন চিকিৎসা সেবা প্রাপ্তি
(ঞ) স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নিকট হইতে যে কোন সেবা প্রাপ্তি এবং
(ট) সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত অন্য যে কোন ক্ষেত্রে।
উক্ত ক্ষেত্রে জন্ম সনদ ব্যবহার করা যাবে। আরও দেখুন: জন্ম নিবন্ধন ডিজিটাল করার ফি ২০২২