অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম ২০২৩ । জন্ম সনদ যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে

কোন ব্যক্তির বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন আইনের ধারা ১৮ এর উপ-ধারা (৩) এ বলা হয়েছে। উক্ত ধারায় বর্ণিত ক্ষেত্রসমূহের অতিরিক্ত নিম্নবর্নিত ক্ষেত্রসমূহে জন্ম নিবন্ধন সনদ বা উহার সত্যায়িত অনুলিপি ব্যবহার করা যাইবে, যথা:

(ক) কোন ব্যাংক হিসাব খোলা
(খ) আমদানি ও রপ্তানি লাইসেন্স প্রাপ্তির আবেদন
(গ) গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি
(ঘ) ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর প্রাপ্তি
(ঙ) ঠিকাদারী লাইসেন্স প্রাবি
(চ) বাড়ির নক্সার অনুমোদন প্রাপ্তি
(ছ) গাড়ির রেজিস্ট্রেশন প্রাপ্তি
(জ) ট্রেড লাইসেন্স প্রাপ্তি
(ঝ) টিকাদান কর্মসূচিসহ যে কোন চিকিৎসা সেবা প্রাপ্তি
(ঞ) স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নিকট হইতে যে কোন সেবা প্রাপ্তি এবং
(ট) সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত অন্য যে কোন ক্ষেত্রে।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps । জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায় না

উক্ত ক্ষেত্রে জন্ম সনদ ব্যবহার করা যাবে। আরও দেখুন: জন্ম নিবন্ধন ডিজিটাল করার ফি ২০২৩

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার নিয়ম

  • প্রথমে আপনি everify.bdris.gov.bd এই লিংকে ভিজিট করে আপনার জন্ম নিবন্ধন দিন এবং জন্ম তারিখ এন্ট্রি করুন।
  • জন্ম তারিখ এন্ট্রির ক্ষেত্রে বছর-মাস-দিন এভাবে ইনপুট দিন।
  • জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ সঠিক ভাবে ইনপুর দেয়ার পর আপনি নিচের ক্যাপচা এন্ট্রি করবেন।
  • ক্যাপচা এন্ট্রি বলতে সংখ্যাগুলোর যোগফল লিখতে হবে।
  • অতপর Search এ ক্লিক করলেই সংশ্লিষ্ট জন্ম সনদ নম্বরের বিপরীতে সমস্ত তথ্য দেখাবে।
  • যদি কোন তথ্য না দেখায় তবে বুঝতে হবে জন্ম নিবন্ধনটি অনলাইন হয়নি নয়তোবা জন্ম নিবন্ধন সনদটি ভূয়া।

ঘরে বসেই জন্ম সনদ ডাউনলোড করা যায় কি?

না। তবে বিবরণী ডাউনলোড করা যায় এবং সেটি দিয়ে কাজ চলে। সেজন্য আপনার প্রয়োজন পড়বে। জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে আপনি জন্ম নিবন্ধন অনলাইন কপি সংগ্রহ বা প্রিন্ট করতে পারবেন। অনলাইন কপি দিয়েই আপনি স্কুলের ফরম পূরণ করতে পারেন। সংযোজনী হিসেবে এটি ব্যবহারও করতে পারবেন। পরবর্তীতে এটি ইউপি বা পৌরসভায় জমা দিয়ে জন্ম সনদ গ্রহণ করতে পারবেন। জন্ম সনদ পুন:মুদ্রনের আবেদনও আপনি অনলাইনেই করতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড । জন্ম নিবন্ধন যাচাই -bdris.gov.bd login

One thought on “অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম ২০২৩ । জন্ম সনদ যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *