ভোটার তথ্য সেবা

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোন তথ্য পেয়ে যান নিমেষেই। এখন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি’র জন্য আবেদন ও তথ্য সংশোধন করতে পারেন অনলাইনেই। নতুন ভোটার হতে করণীয় প্রথমে https://services.nidw.gov.bd এ গিয়ে আবেদন করতে হবে। আবেদনফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ অত্রাফিসে জমাপ্রদান। এর পর ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণের মাধ্যমে নিবন্ধণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।