দলিল নমুনা ফরম ২০২৩ । সাব-রেজিস্ট্রি অফিসের দলিল PDF or Word Format সংগ্রহ করুন
বাংলাদেশের জমির কাজগুলো ভেন্ডার দিয়েই করানো হয়। তবে অতীতে জমির দলিল গুলো এমনভাবে লিখা হতো যে, যেমন খুশি তেমন লেখ পদ্ধতিতে। বর্তমানে বাংলাদেশ সরকার দলিলের ধরন মোতাবেক ফরম্যাট নির্ধারণ করে দিয়েছেন। সরকারি দলিল ফরম্যাট অনুযায়ী সমস্ত তথ্য দিতে হবে। এখন কার কারচুপি বা ওলটাপালটা দলিল করা সম্ভব না। জমির দলিলের ধরণ দেখে আপনি নিজেও দলিল লিখে ফেলতে পারবেন। নিচের দেওয়ার ফরম্যাট অনুযায়ী শুধু প্রয়োজনীয় তথ্য ইনপুট দিলেই হবে। সংশোধনযোগ্য MS Word Format Or PDF দেয়া আছে যার মাধ্যমে আপনি দলিল লেখার ফাঁকি বা ভুল ভ্রান্তি ধরতে পারবেন। Word or PDF ডাউনলোড করতে ক্লিক করুন।
সকল প্রকার দলিল (ফরম্যাট) ২০২৩
উপরের লিংক গুলো ক্লিক করলেই MS word ফরম্যাটে ফাইল গুলো ডাউনলোড হয়ে যাবে। আপনি এটি আপনার কম্পিউটারে সংশোধন করতে পারেন। আপনার জমির তথ্য ইনপুট করে দলিল তৈরি করতে পারেন। একজন ভেন্ডার বা দলিল লেখকের সহায়তার আপনি জমির রেজিস্ট্রি কাজ সম্পন্ন করতে পারেন।
অনেক ভালো ইনফরমেশন পাইছি।
এম এস ওয়াড ফাইল কিভাবে ডাউনলোড করতে হয়??????
এই লিংক হতেই ডাউনলোড করা যাবে। আপনি কম্পিউটার হতে ট্রাই করুন।
this is my favaret
একটি ট্রস্ট দলিলের নমুনা প্রয়োজন
ডাউনলোড হয়না। খুব সুন্দর ও দরকারী। প্লিজ হেল্প। enambabu83@gmail.com
কোনটি লাগবে?
সব