আজকের খবর ২০২৪

প্রতিদিন ২৫ টাকা ক্যাশব্যাক!

বিকাশ বর্তমানে সব থেকে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং জগতে বর্তমানে বাদশারমত রাজ করে বেড়াচ্ছে এই বিকাশ কোম্পানি। বিকাশ এ অ্যাড মানি করলেই প্রতিদিন ২৫ টাকা ক্যাশব্যাক!

এই ঈদের ছুটিতে যেকোনো প্রয়োজনে ব্যাংক ও কার্ড থেকে অ্যাড মানি করুন নিমিষেই, সাথে প্রতিদিন ২৫টাকা ক্যাশব্যাক! কার্ড থেকে ৯৯৯ টাকা ও ব্যাংক থেকে ১,৩৫০ টাকা অ্যাড মানি করলেই যথাক্রমে ১৫ টাকা ও ১০ টাকা ক্যাশব্যাক!

বিকাশ অফারের মেয়াদ ২০২২

৩ থেকে ৯ মে, ২০২২ পর্যন্ত।

বিকাশ অফারের বিস্তারিত

যাদের ক্ষেত্রে প্রযোজ্য

মেয়াদ

অফারের বিস্তারিত

ক্যাশব্যাক লিমিট

সকল বিকাশ গ্রাহক

৩ থেকে ৯ মে, ২০২২ পর্যন্ত

বিকাশ অ্যাপের মাধ্যমে ৯৯৯ টাকা অ্যাড মানি করলে পাচ্ছেন ১৫ টাকা ক্যাশব্যাক। (যে বিকাশ অ্যাপ থেকে অ্যাড মানি করা হবে, সে একাউন্টে ক্যাশব্যাক প্রদান করা হবে।)

প্রতিদিন ১বার

বিকাশ অ্যাপের মাধ্যমে ১,৩৫০ টাকা অ্যাড মানি করলে পাচ্ছেন ১০ টাকা ক্যাশব্যাক। (যে বিকাশ একাউন্টে অ্যাড মানি করা হবে, সে একাউন্টে ক্যাশব্যাক প্রদান করা হবে।)

  • ক্যাম্পেইন চলাকালীন ক্যাশব্যাক লিমিট:
  • কার্ড টু বিকাশ: প্রতিদিন ১৫ টাকা করে সর্বোচ্চ ১০৫ টাকা
  • ব্যাংক টু বিকাশ: প্রতিদিন ১০ টাকা করে সর্বোচ্চ ৭০ টাকা

বিকাশ অফার গ্রহণের ক্ষেত্রে শর্তাবলি

  • অফারটি উপভোগ করতে একবারেই নির্দিষ্ট এমাউন্টের টাকা শর্তাবলিতে উল্লিখিত উপায়ে লেনদেন করতে হবে।
  • লেনদেন সম্পন্ন হওয়ার পরবর্তী কার্যদিবসে গ্রাহকের একাউন্টে ক্যাশব্যাক প্রেরণ করা হবে।
  • লেনদেন সম্পন্ন হওয়ার পর ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস সচল থাকতে হবে।
  • কোনো অজানা কারণ বা সিস্টেম ইস্যুতে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে বিকাশ ক্যাম্পেইন শেষ হওয়ার ৭ দিন পর ১বার ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর অন্তর্ভুক্ত বিবেচিত হবেন না।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের সময়কাল কিংবা শর্তাবলির পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাশব্যাক সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • সফল লেনদেন সাপেক্ষে গ্রাহককে পরবর্তীতে এসএমএসের মাধ্যমে অবগত করা হতে পারে।

আরও জানতে ভিজিট করুন: https://www.bkash.com/bn/eid_addmoney 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *