আজকের খবর ২০২৫

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১৫,৫২৭ জন।

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন-ঢাকা, ১২ মাঘ (২৬ জানুয়ারি) : স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৫২৭ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৬৪ শতাংশ। এ সময় ৪৯ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন। এ পর্যন্ত ২৮ হাজার ২৭৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন।

সূত্র: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *