এস.এসসি ও এইচ.এসসি

২০২২ সালের এসএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ । কোন কোন জেলায় সনদ বিতরণ করা হবে?

বেশ কয়েকটি জেলায় এসএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ করা হবে – ২০২২ সালের এসএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ

এসএসসি সার্টিফিকেট কি? – সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এস. এস. সি. ইংরেজীতে SSC লেখা হয়। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলো বাংলাদেশের দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য প্রযোজ্য একটি গণপরীক্ষা। মাদ্রাসার ছাত্রদের জন্য প্রদানকৃত সমমানের সনদকে বলা হয় দাখিল পরীক্ষা। পরীক্ষায় পাশকৃত ছাত্র ছাত্রীই কেবল সনদ পায়।

এস এস সি পরিক্ষার সার্টিফিকেট দিয়ে কোন ধরনের সরকারি চাকরিগুলোতে এপ্লাই করা যায়? ডিফেন্স এর জব গুলো করতে পারেন। এছাড়াও অফিস সহায়ক এর জব বিভিন্ন মন্ত্রণালয়ের জবও এসএসসি পাশের সার্টিফিকেট দিয়ে করা যায়। পিয়ন বা অফিস সহায়ক পদগুলোতে এখন অনার্স মাস্টর্স পাশ করা মানুষও চাকরি করছে। তাই এসএসসি পাশে ছোট খাট ৪র্থ শ্রেণীর চাকুরি করা যায়।

জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড সংশোধনেও এসএসসি পাশের সার্টিফিকেট কাজে লাগে। নতুন ভোটার হতে প্রধানত বোর্ড পরিক্ষার সার্টিফিকেট, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ ও মিতা মাতার NID Card এর ফটোকপি প্রয়োজন। ঠিকানা প্রমানের জন্য ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ বিল কিংবা গ্যাস বিলের কপি অথবা কর পরিশোধের রসিদ লাগবে।

এসএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ ২০২৩ / গত বছর যারা পাশ করেছে তাদের মূল সনদ বিতরণের ঘোষণা প্রদান করা হয়েছে

বোর্ড বা পাবলিক পরীক্ষায় প্রথম পাশের সার্টিফিকেটই এসএসসি পাশ।

Caption: info source

SSC Certificate Distribution । কোন জেলায় এসএসসি মূল সনদ বিতরণ করা হবে?

  1. মানিকগঞ্জ
  2. কিশোরগঞ্জ
  3. নারায়নগঞ্জ
  4. গোপালগঞ্জ
  5. মুন্সিগঞ্জ
  6. মাদারীপুর
  7. রাজবাড়ী
  8. নরসিংদী
  9. টাংগাইল
  10. শরীয়তপুর
  11. ফরিদপুর
  12. ঢাকা জেলা
  13. গাজীপুর

প্রতিনিধির মাধ্যমে মূল সনদ সংগ্রহ করা যাবে কি?

আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মূল সনদপত্র গ্রহন করার জন্য কতজন ছাত্র/ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণসহ নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকার পত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ সনদপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ/প্রধান শিক্ষক/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজের বা প্রেরিত প্রতিনিধির বেলায় অর্থাৎ উভয় ক্ষেত্রেই গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের কপিসহ (সরকারী স্কুল ও কলেজ ব্যতীত) মূল সনদপত্র গ্রহণের জন্য আবেদনের উপর গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় মূল সনদপত্র প্রদান করা সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *