আজকের খবর ২০২৪

৫০% জনবল নিয়ে চলবে অফিস!

সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হােয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন;

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মন্ত্রিপরিষদ বিভাগ

মাঠ প্রশাসন সমন্বয় শাখা

www.cabinet.gov.bd

স্মারক ০৪.০০.০০০০.৫১৪,১৬.০০১.২১.১৪২ তারিখঃ ১ জানুয়ারি ২০২২

বিষয়ঃ করােনা ভাইরাসজনিত রােগ (কোভিড-১৯)-এর বিস্তার রােধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরােপ।

সূত্র : ১) মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নম্বর: ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.১৩১, তারিখ: ১০.০১.২০২২

২) মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নম্বর: ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.১৪১, তারিখ: ২১.০১.২০২২

করােনা ভাইরাসজনিত রােগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় সূত্রস্থ স্মারকের অনুবৃত্তিক্রমে আগামী ২৪ জানুয়ারি ২০২২ থেকে ০৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত নিম্নবর্ণিত শর্তাবলি সংযুক্ত করে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরােপ করা হলােঃ

১.১। সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হােয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন;

১.২। বাংলাদেশ সুপ্রীম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়ােজনীয় নির্দেশনা জারি করবে;

১.৩। ব্যাংক/বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়ােজনীয় নির্দেশনা প্রদান করবে।

২। উল্লিখিত বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

(মােঃ সাইফুল ইসলাম)

সিনিয়র সহকারী সচিব

ফোনঃ ২২৩৩৮১১০৭ 

৫০% জনবল নিয়ে চলবে অফিস: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *