জন্ম মৃত্যু নিবন্ধন

জন্ম নিবন্ধন সম্পর্কিত সমস্ত তথ্য এখানে পাবেন কিভাবে bdris.gov.bd এই ওয়েবসাইট ব্যবহার করে জন্ম নিবন্ধন আবেদন করা যায় এবং সংশোধন করা যায় তা আপনি এখানেই পাবেন।

জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম লেখানোই জন্ম নিবন্ধন। একটি শিশুর জন্ম নিজ দেশকে, বিশ্বকে আইনগতভাবে জানান দেয়ার একমাত্র পথ জন্মের পর জন্মনিবন্ধন করা। নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করতে এটি হচ্ছে প্রথম আইনগত ধাপ। জন্ম নিবন্ধন প্রতিটি শিশুসহ বয়স্কদেরও একটি অধিকার। এটি নাগরিক অধিকারের পর্যায়ে পড়ে।