সূচীপত্র
অনলাইনে আবেদন করলে ঘরে বসেই ফি পরিশোধ করা যায় – মাত্র ১ দিন বিআরটিএতে টেস্ট এবং আঙ্গুলের ছাপ ও ছবি তুলতে যেতে হবে – ডাকযোগে স্মার্ট কার্ড পাওয়া যাবে বাসায় বসেই।
আবেদনও অনলাইনে করতে হবে?- লার্ণার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য দু’টি আবেদনের পরিবর্তে অনলাইন বেজড একটি কম্বাইনড ফরম ১৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে বিআরটিএ সার্ভিস পাের্টালে (BSP) চালু হবে। এক্ষেত্রে আবেদনকারীকে ৩/৪ বারের পরিবর্তে শুধুমাত্র ০১ (এক) বার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা প্রদান ও বায়াে-এনরােলমেন্টের জন্য আসতে হবে। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন ২০২২ । E Learner Driving License Smart Card Only Apply
ড্রাইভিং লাইসেন্স ফি – লার্নার ড্রাইভিং লাইসেন্স ফী– (ক) ০১ (এক) ক্যাটাগরি-৩৪৫/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরণের মোটরযান)। (খ) ০২ (দুই) ক্যাটাগরি-৫১৮/-টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরণের মোটরযান)।
স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফী- (ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ২৪২৭/-টাকা (০৫ বছরের নবায়ন ফীসহ) (খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ৪১৫২/-টাকা (১০ বছরের নবায়ন ফীসহ)। ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স ২০২৩ । ড্রাইভিং লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া সহজীকরণ ও প্রিন্টেড কার্ড গ্রাহকদের বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী- (ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- টাকা। (খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ৪১৫২/- টাকা। (গ) পেশাদার ও অপেশাদার উভয় ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পার হলে প্রতি বছরের জন্য ৩৪৫/- টাকা হরে জরিমানা প্রদান করতে হবে। ড্রাইভিং লাইসেন্স এর প্রতিলিপি ফী- (ক) হাই সিকিউরিউটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৮৭৫/-টাকা।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করতে হবে / যেহেতু অনলাইনেই আবেদন করা যায় এবং ফিও বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যায়।
এক নজড়ে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন ধরনের ফি দেখে নিন।
Caption: BRTA Driving License Fees
বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স ফি বা খরচ কত টাকা । ভ্যাট সহ অপেশাদার লাইসেন্স পেতে ৪১৫২/- টাকা গুনতে হবে
বাস্তবে তো ফি অনেক বেশি নেয় করণীয় কি?
হ্যাঁ। আপনি যদি দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স করে তবে ৭-৮ হাজার পর্যন্ত ফি বা অর্থ গুণতে হয়। তাই কোন দালাল বা ব্যক্তির মাধ্যমে আবেদন না করে আপনি প্রয়োজনীয় কাগজপত্র ও ফি পরিশোধ করে অনলাইনেই আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজীকরণে মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। পরীক্ষা বা টেস্ট দিতে এবং আঙ্গুলের ছাপ ও ছবি তুলতে মাত্র একদিন বিআরটিএ অফিসে গিয়ে সকল কাজ সেড়ে আসবেন। বাসায় চলে আসবে আপনার স্মার্ট কার্ড!
New Driving License Fee । ড্রাইভিং লাইসেন্স নতুন ফি পুন:নির্ধারণ ২০২৩