গত ৫ নভেম্বর ২০২২ তারিখ হইতে সরকারি অফিস টাইম ১ ঘন্টা কমানো হয়েছিল- নতুন প্রজ্ঞাপন জারি মাধ্যমে এখন ১ ঘন্টা বাড়িয়ে ৯-৫ অফিস সময়সূচী ঘোষনা করা হয়েছে–সরকারি অফিস ৯-৫ টা প্রজ্ঞাপন জারি ২০২৪

কত তারিখ হতে ৯-৫টা অফিস চলবে? আগামী ১৯ জুন ২০২৪ তারিখ হতে দেশের সকল সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানের অফিস সময়সূচি (সকাল ৯:০০ ঘটিকা হইতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত) নির্ধারণ করা হয়েছে। গত  ১৫ নভেম্বর ২০২২ তারিখ হইতে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি জারি করা হয়েছিল। বিদ্যুৎ সাশ্রয়ে মূলত বাংলাদেশের সরকারি অফিস সমূহের অফিস টাইম পরিবর্তন করা হয়েছিল। এখন সরকার সেটি স্বাভাবিক টাইমে ফিরিয়ে নিয়ে আসলো।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও কি ৯-৪টা অফিস করতো? হ্যাঁ। গত ০১ নভেম্বর ২০২২ সরকার আগামী ১৫ নভেম্বর ২০২২ তারিখ হইতে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ৯-৪ টাকা নির্ধারণ করেছিল। পুনরাদেশ জারি হওয়া পর্যন্ত নতুন আদেশ অর্থাৎ ৯-৫ অফিস টাইম আদেশ বলবৎ থাকবে।

জরুরি পরিষেবা কি? জরুরি পরিষেবাসমূহ নূতন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকিবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করিবে। জরুরি পরিষেবা বলতে আইনশৃঙ্খলা, কৃষি উপকরণ (সা, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্য শস্য ও খাদ্য দ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস / জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (স্থল বন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি, বেসরকারি) গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পন্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস সমূহ বিষয়কে বুঝায়।

সরকারি অফিস টাইম মানেই ৯-৫টা অফিস / ১ ঘন্টা বৃদ্ধি নয় বরং স্বাভাবিক টাইমে ফিরল 

সরকারি অফিস টাইম বলতে ৯-৫টা বুঝায়। জরুরি পরিষেবা বা ২৪ ঘন্টা পরিচালিত হয় এমন সরকারি সেবার ক্ষেত্রে রোস্টার ডিউটি মোতাবেক কার্যক্রম চলে। এক্ষেত্রে ৯-৫টা ৮ ঘন্টা বিষয়টি না বিবেচনায় নিয়ে ৬.৫ ঘন্টা হারে ৬ দিনও ডিউটি করতে হয়।

Caption: Govt. Time table order

বিদ্যুৎ সাশ্রয়ে আমাদের করণীয় ২০২৪ । বিদ্যুৎ সাশ্রয়ে নাগরিকের করণীয় জেনে রাখুন

  1. টিউব লাইটে ভালোমানের ইলেকট্রনিক্স ব্যালেস্ট ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে;
  2. ফ্যানের ইলেকট্রনিক্স রেগুলেটর হলে বিদ্যুৎ বিলের খরচ বেঁচে যাবে;
  3. বিভিন্ন পয়েন্টে অযথা চার্জার লাগিয়ে রাখলেও কিছু বিদ্যুৎ খরচ হয়;
  4. প্রয়োজন ব্যতীত ওভেন, ফ্যান, পিসি ইত্যাদি বন্ধ করে রাখুন;
  5. বিদ্যুৎ সংযোগ খারাপ থাকলে বিদ্যুৎ খরচ বেশি হয়, প্রয়োজনে সেটি মেরামত করুন;
  6. এনার্জি সেভার বাল্ব ব্যবহার শুরু করুন; ওয়াশিং মেশিনে অনেক বিদ্যুৎ খরচ হয়, তাই এটা ব্যবহার থেকে বিরত থাকুন;
  7. ড্রায়ারে বা ফ্যান ছেড়ে কাপড় শুকানোর বদলে বারান্দা বা ছাদে মেলে দিন;
  8. রেফ্রিজারেটরের কয়েল পরিষ্কার রাখুন; কাপড় ইস্ত্রি কম করুন;
  9. এসি ছেড়ে ঘুমাবেন না, কারণ ফ্যানের চেয়ে এসিতে বিদ্যুৎ অপচয় হয় বেশি;
  10. গরমের সময় অফিসে কোট টাই ব্লেজারের পরিবর্তে হালকা পোশাক ব্যবহার করুন, এতে এসির পরিবর্তে ফ্যান ব্যবহারে বিদ্যুতের অপচয় বন্ধ হবে;
  11. পানি গরম করতে গিজার বা হিটার ব্যবহার কমিয়ে দিন; ঘর থেকে বের হওয়ার সময় লাইট ফ্যানের সুইচ বন্ধ করে দেওয়া অভ্যাস করুন;
  12. রাইস কুকার, মাইক্রোওয়েভ, কারি কুকার ইত্যাদি একেবারেই বাধ্য না হলে ব্যবহার করবেন না;
  13. ইলেক্ট্রনিং ব্যালাস্ট ডিম লাইট ব্যবহার করুন; লাইট না জ্বালিয়ে ঘরের জানালা-দরজা খুলে রাখুন দিনের বেলায়;
  14. বিভিন্ন উৎসব কিংবা অনুষ্ঠানে আলোকসজ্জা কমানোর ব্যবস্থা করুন;
  15. বিভিন্ন প্রতিষ্ঠানে অযথা বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা বন্ধ করতে হবে।

সরকারি অফিস সূচীর বাহিরে কাজ করলে অধিকার বা টিফিন ভাতা?

হ্যাঁ। নির্ধারিত কর্তব্য ৬ ঘন্টা ৩০ মিনিট/৮ ঘন্টা পালনের পর অতিরিক্ত যে সময়কাল দায়িত্ব পালন করা হয় তাই অধিকাল হিসাবে গন্য হইবে। সাধারণত কাজের বলিয়ম হঠাৎ বেশি হলে বা গতানুগতিক কাজের চেয়ে বেশি পরিমান কাজের চাপ থাকলে বাড়তি বা নিয়মিত কর্মঘন্টার বাহিরে কাজ করিয়ে নিতে হয়। নির্ধারিত সময়ে কাজ বা প্রজেক্ট শেষ করতেই মূলত অধিকাল দায়িত্ব পালন করানো হয়।

https://bdservicerules.info/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%82%e0%a6%9a%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *