হজ্জ করার চিন্তা আনার সাথে সাথে খরচের ব্যাপারটিও মাথায় রাখতে হবে – প্রয়োজনীয় ব্যয় সম্পর্কে ধারণা রেখে অর্থের যোগান করতে হবে – Hajj package 2023

হজ্জ কবে হবে? – ১৪৪৪ হিজরি সনের ৯ জিলহজ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৩ খ্রিষ্টাব্দের ২৭ জুন) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সরকারি ব্যবস্থাপনায় এবং হজ এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমন করা যাবে। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ ২০২৩ ঘোষণা করা হয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ – হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজে বর্ণিত ব্যয়ের খাত (ক্রমিক নম্বর ১.১, ১.২, ১.৩, ১.৫, ১.৭, ১.৮, ১.১০, ১.১১) গ্রহণ করে এজেন্সিসমূহ স্ব-স্ব হজ প্যাকেজ প্রস্তুত করবে। সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজের ক্রমিক নম্বর ১.৬ এ বর্ণিত মিনা এলাকার তাঁবুর ক্যাটাগরি ‘ডি’ গ্রহণ করা হলে: (ক) “ক্যাটাগরি ডি” এর সার্ভিস চার্জ বাবদ ৪৭৯৫.০০ সৌ.রি.×২৮.৩৯ = 136130.05 টাকা; ক্যাটাগরি ‘সি’ গ্রহণ করা হলে (খ) “ক্যাটাগরি “সি” এর সার্ভিস চার্জ বাবদ ৫৬৫৮.০০ সৌ.রি.×২৮.৩৯ = ১৬০৬৩০.৬২ টাকা; ক্যাটাগরি ‘বি’ গ্রহণ করা হলে (গ) “ক্যাটাগরি “বি” এর সার্ভিস চার্জ বাবদ ৭৯১২.০০ সৌ.রি.×২৮.৩৯ = 224621.৬৮ টাকা; এবং ক্যাটাগরি ‘এ’ গ্রহণ করা হলে (ঘ) “ক্যাটাগরি “এ” এর সার্ভিস চার্জ বাবদ ১0247.65 সৌ.রি.×28.39 = 290930.৭৮ টাকা গ্রহণ করা যাবে।

সৌদি রিয়াল কত ধরে হিসাব করা হয়েছে? প্রতি সৌদি রিয়াল ২৮.৩৯ টাকা হারে ধরা হয়েছে। প্রযোজ্যক্ষেত্রে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত। প্রতি হজযাত্রীর জন্য সৌদি হজ মন্ত্রণালয়ের অনুকূলে প্রদত্ত ৫০ সৌদি রিয়াল এবং জেনারেল কার সিন্ডিকেট এর অনুকূলে ১৮ সৌদি রিয়াল মোট ৬৮ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ ১৫৬৪ (এক হাজার পাঁচশত চৌষট্টি) টাকা সংশ্লিষ্ট এজেন্সি মোট হজযাত্রীর সংখ্যার অনুপাতে সমপরিমাণ টাকার পে-অর্ডার গ্যারান্টি হিসেবে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর জমা দিবেন। হজ কার্যক্রম শেষে জমাকৃত অর্থের পে-অর্ডার ফেরত পাবেন। এজেন্সি ৪৪ জন (কম/বেশি) হজযাত্রীর জন্য একজন করে গাইড নিযুক্ত করবে।

পাসপোর্টের মেয়াদ কত তারিখ পর্যন্ত থাকতে হবে? পাসপোর্ট : হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রী হজ অফিস, আশকোনা, ঢাকায় পাসপোর্ট জমা প্রদান না করলে তাঁর ভিসা বা টিকিট সংক্রান্ত দায়-দায়িত্ব কর্তৃপক্ষ গ্রহণ করবে না। হজ ফ্লাইট: হজযাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে জেদ্দা/মদিনা গমনাগমন করবেন। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ফ্লাইটভিত্তিক ট্রাভেল প্যাকেজ (যাঁরা একই হজ ফ্লাইটে গমন করবেন এবং একই মোয়াল্লেমের অধীনে মক্কার বাড়ি হতে মুভমেন্ট করবেন) তৈরী করা হবে। হজযাত্রার তারিখ ও সময় নির্ধারণপূর্বক সৌদি ই-হজ সিস্টেমে সকল তথ্য অগ্রিম প্রদান করে ভিসা করতে হয় বিধায় সকল হজযাত্রীকে নির্ধারিত ট্রাভেল প্যাকেজে হজে গমন ও প্রত্যাগমন করতে হবে। মক্কা, মদিনা ও মিনার আবাসন: মক্কা ও মদিনায় ভাড়া করা বাড়ি/হোটেলের কক্ষ নম্বর দিয়ে সৌদি ই-হজ সিস্টেমে ভিসা লজমেন্ট করতে হয় বিধায় বরাদ্দকৃত বাড়ি/হোটেলের কক্ষ পরিবর্তন করার কোন সুযোগ নেই। মিনার তাঁবুতে প্রত্যেক হাজীর জন্য সৌদি সরকার কর্তৃক নির্দিষ্ট পরিমাণ স্থান বরাদ্দ থাকবে। মিনা ও আরাফায় প্রদত্ত সুযোগ-সুবিধা সকল হাজীর জন্য একই রকম হবে।

সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের জন্য হজ প্যাকেজ 2023 / সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ 2023

প্যাকেজ ঘোষণার পর কোন কারণে হজের খরচ বৃদ্ধি পেলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে। কোন অর্থ উদ্বৃত্ত থাকলে তা হজযাত্রীকে ফেরত দেয়া হবে।

Hajj package 2023 । ওমরা হজ করতে কত টাকা লাগে?

হজ প্যাকেজ ২০২৩ ও নির্দেশনা PDF ডাউনলোড করুন

লাগেজ: (১) ট্রলিব্যাগ দৈর্ঘ্য ৬৫ সে.মি. প্রস্থ ৪৫ সেমি এবং উচ্চতা ২৫ সেমি, (২) হাত ব্যাগ দৈর্ঘ্য ৪৫ সেমি, প্রস্থ ৩৫ সেমি. এবং উচ্চতা ২০ সেমি। ট্রলিব্যাগে হজযাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, মোয়াল্লেম নম্বর, হজ এজেন্সির নাম, বাংলাদেশের মোবাইল নম্বর এবং সৌদি আরবে সংশ্লিষ্ট হজ এজেন্সির প্রতিনিধির মোবাইল নম্বর ইংরেজিতে লিখতে হবে। অন্যথায় লাগেজ হারানো গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কুরবানী: প্রত্যেক হজযাত্রীকে কুরবানি বাবদ আনুমানিক ১০০০.০০ সৌদি রিয়াল সঙ্গে নিতে হবে।

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাপ্য সুবিধা ও শর্তসমূহ ২০২৩ । বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাপ্য সুবিধা

  1. হজ ভিসা
  2. সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকেট
  3. মক্কা-আল-মোকাররমায় পবিত্র মসজিদুল হারাম এর বাহিরের চত্ত্বর হতে সর্বোচ্চ ২০০০ মিটার ও মদিনা আল মনোয়ারায় পবিত্র মসজিদে নববী থেকে সর্বোচ্চ ১০০০ মিটারের মধ্যে আবাসন
  4. হজযাত্রীগণ সৌদি আরবে কমপক্ষে ৩০ দিন তবে ৪২ দিনের বেশি অবস্থান করতে পারবেন না।
  5. মদিনায় অবস্থান সৌদি বাড়ি ভাড়ার ভিত্তিতে সর্বোচ্চ ৮ দিন হতে পারে
  6. কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত হবে
  7. ৪-৬ জনের জন্য ১টি সংযুক্ত/কমন গোসলখানা/টয়লেট এর ব্যবস্থা থাকবে
  8. হোটেল/বাড়ির কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটর এর ব্যবস্থা থাকবে
  9. প্রতি হাজীর জন্য মিনার তাঁবুতে ম্যাট্রেস, চাদর, কম্বল ও বালিশ এর ব্যবস্থা থাকবে
  10. আরাফায় অবস্থানের জন্য তাঁবুর ব্যবস্থা থাকবে
  11. মুজদালিফায় নিজ ব্যবস্থাপনায় অবস্থান করতে হবে
  12. মিনায় এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন করা হবে
  13. সৌদি সরকারের নিকট থেকে প্রাপ্তি সাপেক্ষে মিনা-আরাফা-মুজদালিফা-জামারায় বাস সুবিধা থাকবে
  14. মক্কা, মদিনা, মিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে
  15. নিয়মিত সেবন করতে হয় এরূপ ঔষধ ও চিকিৎসা সামগ্রী (ব্লাড সুগার টেস্টের স্ট্রিপ, নিডিল, ইনসুলিন, ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ) অবশ্যই (কমপক্ষে ৪৫ দিনের জন্য) সঙ্গে নিতে হবে। চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ এরূপ ঔষধ ও চিকিৎসা সামগ্রী মেইন লাগেজে বহন করতে হবে।
  16. হজ ফ্লাইটের পূর্বে হজ ক্যাম্প (ঢাকা আশকোনা) ডরমিটরিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা থাকবে (হজক্যাম্প ক্যাফেটেরিয়াতে নিজ খরচে খাবার ব্যবস্থা থাকবে)
  17. হজযাত্রী ও গাইডদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে
  18. হজযাত্রীকে হজ ও ওমরাহ নির্দেশিকা, আইডি কার্ড, লাগেজ ট্যাগ ইত্যাদি সরবরাহ করা হবে
  19. হজ ক্যাম্প ঢাকায় হজযাত্রীর বোর্ডিং পাস ও সিকিউরিটি চেক-ইন এবং বাংলাদেশ অংশের ইমিগ্রেশন সম্পন্ন হবে
  20. হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় মক্কা রোড সার্ভিস এর অধীনে হজযাত্রীদের সৌদি আরবের প্রি-এরাইভ্যাল ইমিগ্রেশন সম্পন্ন হবে।
  21. মক্কা ও মদিনায় হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে কাউন্সেলর (হজ)/সহকারী মৌসুমী হজ অফিসারের নিকট ৩০০ (তিনশত) সৌদি রিয়াল জামানত হিসেবে জমা রেখে হজ মিশন হতে হুইল চেয়ার সংগ্রহ করা যাবে। হুইল চেয়ার নিজস্ব ব্যবস্থাপনায় ব্যবহার করতে হবে। ব্যবহারের পর হুইল চেয়ার ফেরত প্রদানকালে জামানত হিসেবে প্রদত্ত ৩০০ (তিনশত) সৌদি রিয়াল ফেরত প্রদান করা হবে।
  22. সাহায্যকারী হিসেবে হজকর্মী প্রয়োজন হলে প্রতিদিন ১১০-১২০ সৌদি রিয়াল মজুরীতে কাউন্সেলর (হজ)/সহকারী মৌসুমী হজ অফিসার এর মাধ্যমে গ্রহণ করা যাবে।
  23. হজযাত্রীকে কুরবানি বাবদ আনুমানিক ১০০০.০০ সৌদি রিয়াল পৃথকভাবে সঙ্গে নিতে হবে। (২৪) মিনা-আরাফাহ- মুযদালিফায় হুইল চেয়ার ও সাহায্যকারী জন্য ৩৫০০ সৌদি রিয়াল মোয়াল্লেম অফিসে জমা প্রদান করতে হবে (অফেরতযোগ্য)।
  24. দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হজযাত্রীকে ৫ লিটার জমজম পানি সরবরাহ করা হবে।
  25. প্যাকেজ ঘোষণার পর কোন কারণে হজের খরচ বৃদ্ধি পেলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে। কোন অর্থ উদ্বৃত্ত থাকলে তা হজযাত্রীকে ফেরত দেয়া হবে।

হজ্জের প্রাক-নিবন্ধন খরচ কত?

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন – আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্যাকেজ মূল্য পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে (২) হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় 2023 খ্রি. (১৪৪৪ হিজরি) সনে হজের নিবন্ধনের জন্য প্রাক- নিবন্ধনকালে জমাকৃত ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) টাকার মধ্যে প্রাক-নিবন্ধন প্রসেস ফি বাবদ ১,০০০.০০ (এক হাজার) টাকা কর্তনের পর অবশিষ্ট ২৯,০০০.০০ (উনত্রিশ হাজার) টাকা নিবন্ধনের সময় প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে। (৩) নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া যাবে। (৪) নিবন্ধনের অর্থ প্রাপ্তি নিশ্চিত সাপেক্ষে হজযাত্রীকে পিলগ্রিম আইডি (PID) প্রদান করা হবে।

মহিলা ও শিশুসহ হজে গমনেচ্ছু ব্যক্তিগণ “মাহারামসহ একই সঙ্গে হজে যাওয়ার জন্য নিবন্ধন ফরম (ফরম-২)” পূরণ করে নিবন্ধন ভাউচার গ্রহণ করবেন (৬) নিবন্ধন ভাউচারে উল্লিখিত হজযাত্রীগণের সকলকে একই গ্রুপের সদস্য হিসেবে একসঙ্গে হজে গমন করতে হবে। ফরম-২ http://www.hajj.gov.bd/bn/forms/ এর “ফরমসমূহ” সেকশন হতে ডাউনলোড করা যাবে। গ্রুপের কোন সদস্য পৃথক ফ্লাইটে সফর করতে চাইলে তাকে আলাদাভাবে নিবন্ধন করতে হবে। যে সব প্রাক-নিবন্ধিত হজযাত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজ মূল্যের অর্থ জমা প্রদান করবেন না, তাঁরা হজে গমনে ইচ্ছুক নয় বলে গণ্য হবেন। ৩.১ নিবন্ধন বাতিল প্রক্রিয়া: সরকারি ব্যবস্থাপনায় হজে গমনের জন্য ২০২৩ সনের নিবন্ধন সম্পন্ন করে প্যাকেজ মূল্য পরিশোধের পর হজে যেতে ইচ্ছুক না হলে এবং নিবন্ধন বাবদ প্রদত্ত অর্থ ফেরত নিতে ইচ্ছুক হলে online refund system এ পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর আবেদন করবেন, এক্ষেত্রে আবেদনকারী ইতোমধ্যে ব্যয়িত অর্থ ব্যতিত অবশিষ্ট অর্থ ফেরত পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *