ভূমি আইন ২০২৪

মায়ের সম্পত্তি বন্টন ২০২৪ । মুসলিম আইনে মায়ের জমি বা সম্পদ মেয়েরা কি বেশি পাবে?

আমাদের সমাজে বহুল প্রচলিত একটি ধারণা রয়েছে যে, মায়ের সম্পত্তিতে মেয়েরা বেশী অংশ পাবে। আবার কোন সমাজে প্রচলিত রয়েছে যে, মায়ের সম্পত্তি ছেলে ও মেয়ের মধ্যে সমান ভাবে বন্টন হবে।

এবিষয়ে সঠিক বন্টন পদ্ধতি কি? কিভাবে বন্টন হবে? কে বেশি পাবে- চলুন বিস্তারিত জানি।

উক্ত বিষয়ের জবাবে যাওয়ার আগে সম্পত্তি কিভাবে বন্টন হয় তা আলোচনা করছি।

সম্পত্তির মালিক আপনি যেভাবেই হোন না কেন অর্থাৎ ক্রয় সূত্রে, ওয়ারিশ সূত্রে, হেবা সূত্রে, বিনিময় সূত্রে, ওছিয়ত সূত্রে ইত্যাদি যেভাবেই মালিক হোন না কেন, আপনার জীবদ্দশায় আপনার সম্পত্তির মালিক আপনি নিজেই। আর তাই আপনার সম্পত্তি আপনি যেকোন ভাবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ প্রয়োজন হলে দান করতে পারবেন, বিক্রি করতে পারবেন বা অন্য কিছু। আর এক্ষেত্রে কারো কিছু বলার থাকবে না এমনকি আপনার ওয়ারিশান বা উত্তরাধিকারগণও কিছু বলতে পারবেন না। কারণ প্রচলিত আইন অনুযায়ী কোন মানুষ মারা যাওয়ার পরই কেবল তার উত্তরাধিকার বা ওয়ারিশ সৃষ্টি হয়।

এবার আসুন মূল প্রসঙ্গে। অর্থাৎ মায়ের সম্পত্তি কিভাবে বন্টন হবে?

মনে রাখতে হবে, মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বাবা-মাকে আলাদা করা হয় না। বরং, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মৃত ব্যক্তি ধরেই সম্পত্তি বন্টন করা হয়। সহজ ভাবে বললে, মৃত ব্যক্তি বাবা হলেও যেভাবে সম্পত্তি বন্টন করা হবে, মৃত ব্যক্তি মা হলেও একই ভাবে সম্পত্তি বন্টন করা হবে।

অর্থাৎ আমাদের সমাজের প্রচলিত বিষয় গুলো সঠিক নয়।

এবার আসুন জানি কিভাবে বন্টন হবে।

মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তবে তার স্বামী পাবে এক চতুর্থাংশ (১/৪) আর মৃত ব্যক্তির সন্তান সন্ততি বা পুত্রের সন্তান সন্ততি বা তার নিম্নে কেউ না থাকে, তবে স্বামী পবে সম্পত্তির অর্ধেক (১/২) অংশ।

এই সম্পত্তি স্বামীকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি ছেলে ও মেয়ের মধ্যে ২ঃ১ অনুপাতে বাটোয়ারা বা বন্টন হবে। অথাৎ ছেলেরা পাবে ডাবল আর মেয়েরা ছেলের অর্ধেক পরিমাণ পাবে। যদি মেয়ে না থাকে তবে বাকী সম্পূর্ণ অংশ ছেলেই পাবে।

আরও স্পষ্ট করে বললে, মেয়েরা ৩ নিয়মে মৃত ব্যক্তির (বাবা হোক আর মা হোক) সম্পদ প্রাপ্য হবেন।

  1. যদি একজন মেয়ে হয় তবে দুইভাগের একভাগ (১/২) অংশ প্রাপ্য হবেন অর্থাৎ বাকী সম্পত্তির অর্ধেক মেয়ে পাবেন।
  2. যদি একাধিক মেয়ে হয় তবে সকলে তিন ভাগের দুই ভাগ (২/৩) অংশ প্রাপ্য হবেন।
  3. যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে উভয়ই থাকে তবে ছেলে যে পরিমাণ প্রাপ্য হবেন মেয়ে তার অর্ধেক প্রাপ্য হবেন।

কাজেই ‘মায়ের সম্পত্তি মেয়েরা বেশী পাবে’ এই ধারণাটি আমাদের সমাজের একটি প্রচলিত ভুল।

মায়ের সম্পত্তি বন্টন ২০২৪ । মুসলিম আইনে মায়ের জমি বা সম্পদ মেয়েরা কি বেশি পাবে?

4 thoughts on “মায়ের সম্পত্তি বন্টন ২০২৪ । মুসলিম আইনে মায়ের জমি বা সম্পদ মেয়েরা কি বেশি পাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *