ভূমি আইন ২০২৪

Land Measurement Process 2024 । আয়তকার জমির/পুকুরের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি কি?

একটি জমি পরিমাপ করে সরেজমিনে গিয়ে ক্ষেত্র ফল নির্ণয় করা খুব একটা সহজ কাজ নয়। যদি আমরা তাত্তিক পদ্ধতিগুলো জানি কিন্তু তা বাস্তাবে প্রয়োগ করে কিভাবে বের করতে হয় সে বিষয়গুলোই মূলত জানবো। আসুন আমরা জমির ক্ষেত্রে নির্ণয় করা শিখে নিই।

আয়তাকার জমি ক্ষেত্রে নির্ণয় পদ্ধতি ২০২২

আয়তাকার একটি পুকুরের দৈর্ঘ্য ১০০ ফুট ও প্রস্থ ৬০ ফুট। এর ভিতরের চারদিকে ১৫ ফুট একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত হবে।

সমাধান:

ক্ষেত্র ফল নির্ণয় ২০২২

পাড়যুক্ত পুকুরের পাড়ের ক্ষেত্রে ফল নির্ণয় পদ্ধতি

সমস্যা : আয়তকার একটি পুকুরের দৈর্ঘ্য ১৬০ গজ, প্রস্থ ১০০ গজ। এর চারদিকে ১৫ গজ প্রস্থ একটি পাড় আছে। পাড়ের ক্ষেত্রফল কত হবে।

জমির ক্ষেত্রে ফল নির্ণয় ২০২২

পারিবারিক সম্পত্তি বন্টন পদ্ধতি

সমস্যা : দবির শেখের পারিবারিক একটি পুকুর আছে। যার দৈর্ঘ্য ২৮০ লিং প্রস্থ ২০০ লিং এবং এর ভিতরে ১৫ লিংক চওড়া একটি পাড় আছে। তার মৃত্যুর পর জলকর অংশ এজমালী রেখে তার ওয়ারিশ আনা যথাক্রমে আনােয়ারকে ৮ আনা আবুলকে ৪ আনা ও জামালকে ৪ আনা হিস্যায় বণ্টন করে পাড়ের খুটি চিহ্নিত করুন।

অসম জমির ক্ষেত্রেফল নির্ণয় ২০২২

সম্পত্তি এজমালী রেখে বন্টন পদ্ধতি

সমস্যা : একটি পােনা পুকুরের দৈর্ঘ্য ২৬০ গজ প্রস্থ ১২০ গজ এবং এর ভিতরে ৫ গজ চওড়া একটি পাড় আছে। জলকর অংশ এজমালী রেখে উক্ত পাড়কে হাসেম ৭ আনা, কাসেম ৫ আনা, আবুলকে ৪ আনা হিসাবে বণ্টন করে দিন।

জমির পরিমাপ নির্ণয়

জমি পরিমাপের সূত্রঃ প্রথমে জমিখণ্ডের দৈর্ঘ্য ও প্রস্ত কত ফুট তা বের করুন। জমির চার দিকের মাপ সমান না হলে দৈর্ঘ্য ও প্রস্তের গড় বের করুন। এরপর দৈর্ঘের সাথে প্রস্তের গুনফলকে ৪৩৫.৬ দ্বারা ভাগ করুন। এতে যা বের হবে, সেটাই জমির পরিমাণ (শতাংশে)।

আয়তকার জমির/পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করার নিয়ম ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *