বাংলাদেশ সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনগুলোর উপর প্রত্যয় পেনশন স্কিম জুলাই/২০২৪ হতে কার্যকর করেছে-প্রচলিত Vs সর্বজনীন পেনশন ২০২৪

মাসিক বেতন হতে টাকা কাটা হবে? হ্যাঁ। প্রত্যয় পেনশন স্কীমে আবশ্যিকভাবে এনরোল বাধ্যতামূলক করা হয়েছে। কর্মকর্তা/কর্মচারীদের বেতন হতে কোন টাকা কাটা হতো না কিন্তু প্রত্যয় স্কীমে মূল বেতনের ১০% বা ২০০০, ৩০০০, ৫০০০, ১০০০০ যেটি কম সেটি কর্তন করতে হবে। মূল বেতন হতে কর্তনকৃত টাকার সমপরিমাণ অর্থ সরকার জমা করবে। ৮ বা ৮.৫% হারে সুদাসল বাড়তে থাকবে এবং জমাকতৃ অর্থ অবসরান্তে মাসিক পেনশন হিসেবে ফেরত প্রদান করা হবে।

প্রত্যয় পেনশন স্কীম কবে থেকে চালু? মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিগত ১৭ আগস্ট ২০২৩ সর্বজনীন পেনশন স্কিমের শুভ উদ্বোধন ঘোষণার পর প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে চারটি পেনশন স্কিম চালু হয়। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের ১৪(২) ধারা অনুযায়ী বিগত ১৩ মার্চ ২০২৪ তারিখে জারীকৃত এস.আর.ও নং ৪৭-আইন/২০২৪ এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং এদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহের চাকরিতে যে সকল কর্মকর্তা বা কর্মচারী, (তারা যে নামেই অভিহিত হোক না কেন) ১ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করবেন তাদেরকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সরকারি সিদ্ধান্ত গ্রহন করা হয়। এস. আর.ও নং ৪৮-আইন/২০২৪ তারিখ ১৩ মার্চ ২০২৪ খ্রি. এর মাধ্যমে জারীকৃত বিধিমালায় “প্রত্যয়” স্কিমের রূপরেখা ঘোষণা করা হয়েছে।

পেনশন কি অটো চালু হবে নাকি উৎকোচ দিয়ে চালু করতে হবে? সর্বজনীন পেনশনের “প্রত্যয়” স্কিমে প্রদত্ত মাসিক জমার বিপরীতে কর রেয়াত পাওয়া যাবে ও মাসিক পেনশন আয়কর মুক্ত থাকবে। পেনশনে থাকাকালীন ৭৫ (পঁচাত্তর) বছর পূর্ণ হওয়ার পূর্বে পেনশনার মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি অবশিষ্ট সময়কালের (মূল পেনশনারের বয়স ৭৫ বছর পর্যন্ত) জন্য মাসিক পেনশন প্রাপ্য হবেন। “প্রত্যয়” স্কিমে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানে কর্মী এবং প্রতিষ্ঠানের জন্য ধার্যকৃত মাসিক চাঁদা প্রতিষ্ঠান কর্তৃক একত্রে পেনশন কর্তৃপক্ষের নির্ধারিত ব্যাংক একাউন্টে জমা করতে হবে। পেনশন প্রাপ্তির ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে পেনশনারের ব্যাংক এ্যাকাউন্টে মাসিক পেনশনের টাকা জমা হবে। পেনশন প্রাপ্তির ক্ষেত্রে কোন ভোগান্তি পোহাতে হবে না।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাসিক পেনশন ও এককালীন প্রাপ্তির সুবিধা বিদ্যমান ছিল । নতুন পেনশন স্কীম ও পুরাতন পেনশন স্কীমের মধ্যে বেশ তফাৎ রয়েছে

প্রচলিত পেনশন স্কীমে অনেক সুযোগ সুবিধা ছিল সরকার অর্থ সাশ্রয় করতে নতুন পেনশন স্কীম চালু করছে যা নব নিয়োগ প্রাপ্তদের জন্য প্রযোজ্য হইবে। পুরাতন কর্মকর্তা/ কর্মচারীদের জন্য তা প্রযোজ্য হইবে না। পূর্বের ন্যায় কর্মরত কর্মচারীগন পেনশন পাইবে। সমস্যাটা আসবে নতুনদের ক্ষেত্রে কর্মরতদের ক্ষেত্রে প্রচলিত নিয়েমে পেনশন প্রযোজ্য হইবে।

প্রচলিত Vs সর্বজনীন পেনশন ২০২৪ । সর্বজনীন পেনশনে ক্ষতি বা লসটা কোথায় জানেন

Caption: Difference between Traditional Pension vs Prottoy Pension Scheme

চাঁদা প্রদানের মোট সময়কাল (বছরে) ও মাসিক চাঁদার হার ২০২৪ । বেসিক ১৮০০০ টাকা হলে ১০% অর্থাৎ ১৮০০ টাকা বা ২০০০ টাকা সর্বনিম্ন কর্তন করতে হবে

  1. ৪২ বছর ২০০০ করে কর্তন করলে ৬৮,৯৩১ টাকা মাসিক পেনশন পাওয়া যাবে।
  2. 80 বছর ২০০০ করে কর্তন করলে ৫৮,৪০০ টাকা মাসিক পেনশন পাওয়া যাবে।
  3. ৩৫ বছর ২০০০ করে কর্তন করলে ৩৮,৩৭৪ টাকা মাসিক পেনশন পাওয়া যাবে।
  4. ৩০ বছর ২০০০ করে কর্তন করলে ২৪,৯৩২ টাকা মাসিক পেনশন পাওয়া যাবে।
  5. ২৫ বছর ২০০০ করে কর্তন করলে ১৫,৯১০ টাকা মাসিক পেনশন পাওয়া যাবে।
  6. ২০ বছর ২০০০ করে কর্তন করলে ৯,৮৫৪ টাকা মাসিক পেনশন পাওয়া যাবে।
  7. ১৫ বছর ২০০০ করে কর্তন করলে ৫,৭৮৯ টাকা মাসিক পেনশন পাওয়া যাবে।
  8. ১০ বছর ২০০০ করে কর্তন করলে ৩,০৬০ টাকা মাসিক পেনশন পাওয়া যাবে।

প্রত্যয় পেনশন স্কীমে কি আজীবন পেনশন পাওয়া যাবে?

হ্যাঁ। চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে জমাকৃত সমুদয় অর্থ মুনাফাসহ তার নমিনি বা নমিনিগণকে এককালীন ফেরত দেয়া হবে। রাষ্ট্রায়ত্ত, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত বা সমজাতীয় প্রতিষ্ঠানে ১ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ বা তৎপরবর্তী সময়ে নতুন নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী বাধ্যতামূলকভাবে “প্রত্যয়” স্কিমে অন্তর্ভুক্ত হবেন। উল্লিখিত প্রতিষ্ঠানসমূহে ০১-০৭-২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ বা তৎপরবর্তীতে নতুন কর্মচারী হিসেবে যোগদানকারীদের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবসর সংক্রান্ত বিধি-বিধান প্রযোজ্য হবে না। পেনশনারগণ আজীবন অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করবেন। উল্লিখিত প্রতিষ্ঠানসমূহে বর্তমানে কর্মরত যাদের চাকুরি ১ জুলাই ২০২৪ খ্রি. তারিখে ন্যূনতম ১০ (দশ) বছর অবশিষ্ট আছে তারা স্বেচ্ছায় “প্রত্যয়” স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর প্রাপ্ত মূল বেতনের ১০% বা সর্বোচ্চ ৫০০০ (পাঁচ হাজার) টাকা এর মধ্যে যা কম তা কর্মকর্তা বা কর্মচারীর বেতন হতে কর্তন করা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান করবে।

prottoy pension scheme

প্রত্যয় সর্বজনীন স্কিম ২০২৪ । স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ বেতন থেকে কত কাটলে কত পেনশন পাবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *