সূচীপত্র
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) এর টিউশন ফি নীতিমালা- ২০২৪
ফি কি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি নির্ধারণ করবে? এই নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সকল এম.পি.ও. ভুক্ত ও নন-এম.পি.ও. শিক্ষা প্রতিষ্ঠান (যথা: স্কুল, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক স্তর)-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনুচ্ছেদ ২.৫ এ উল্লিখিত কমিটি কর্তৃক মাসিক বেতন/টিউশন ফি নির্ধারিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান, ধরন, অভিভাবকগনের সামাজিক ও আর্থিক অবস্থা বিবেচনায় রেখে মাসিক বেতন/টিউশন ফি এর পরিমাণ নির্ধারিত হবে।
টিউশন ফি কি শহর ও গ্রাম ভেদে ভিন্ন হয়ে থাকে? হ্যাঁ। মাসিক বেতন/টিউশন ফি ব্যতিত অন্যান্য খাতে নীতিমালার তফসিল (ক/খ/প/ঘ) অনুসরণ করতে হবে। সিটি কর্পোরেশন এলাকা মহানগর এলাকা হিসেবে বিবেচিত হবে এবং মহানগর কমিটি মহানগর এলাকার জন্য টিউশন ফি নির্ধারণ করবে। অন্যান্য এলাকা (যথা-জেলা সদর, পৌর এলাকা, উপজেলা) জেলা কমিটির আওতাভূক্ত এলাকা হিসেবে বিবেচিত হবে এবং জেলা কমিটি তার আওতাধীন এলাকার জন্য টিউশন ফি নির্ধারন করবে।
প্রাতিষ্ঠানিক কমিটি কত তারিখের মধ্যে নতুন ফি নির্ধারণ করবে? কমিটি আওতাভুক্ত এলাকার এমপিও/নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের মাসিক বেতন/টিউশন ফি নির্ধারণ করবে। প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য প্রতিষ্ঠানভিত্তিক টিউশন ফি/মাসিক বেতন নির্ধারণ করবে। দরিদ্র অসহায় শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে ফুল ফ্রি/হাফ ফ্রি’র ব্যবস্থা করবে। নির্ধারিত মাসিক বেতন/টিউশন ফি আদায়ের বিষয় জেলা শিক্ষা অফিসার/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিটর করবে এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে অবহিত করবে।
ইচ্ছা মাফিক নির্ধারণ করা যাবে না / ফি জেলা শিক্ষা অফিসার মনিটরিং করবে
সদস্য সচিব কর্তৃক টিউশন ফি নির্ধারণের খসড়া প্রস্তাব কমিটির সভায় উপস্থাপিত হবে। কমিটির সভায় গৃহীত চুড়ান্ত প্রস্তাব কমিটির সকল সদস্য কর্তৃক স্বাক্ষরিত হবে। ২.১১ নির্ধারিত বেতন/টিউশন ফি সংক্রান্ত তথ্য আবশ্যিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে। ২.১২ কমিটির সদস্য সচিব কর্তৃক নিম্নোক্ত ছকে বেতন/টিউশন ফি বিবরণী প্রস্তুত করতে হবে।
Caption: Full pdf download Link
এমপিও প্রতিষ্ঠানের ফি ২০২৪ । মফস্বলে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণীর মাসিক ফি
- মুদ্রণ/ছাপা ৩০ টাকা।
- মুদ্রণ/ছাপা ২০০ টাকা।
- টিফিন ১০০ টাকা।
- ম্যাগাজিন ৭৫ টাকা।
- ড়্রীড়া ১০০ টাকা।
- সাংস্কৃতিক/বিতর্ক ৭৫ টাকা।
- বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ৭৫ টাকা।
- বিভিন্ন ক্লাব গঠন ২৫ টাকা।
- লাইব্রেরি ২০ টাকা।
- কল্যাণ/দারিদ্র তহবিল ৫০ টাকা।
- আইসিটি ২৪০ টাকা।
- বাগান ও পরিচর্যা ৫ টাকা।
- ল্যাবরেটরি ২০ টাকা।
- কমনরুম ৫ টাকা।
- পরিচয়পত্র ৫০ টাকা।
- ইত্যাদি বিভিন্ন ব্যয় রয়েছে।
আদায়কৃত অর্থে নথি কত বছর সংরক্ষণ করতে হবে?
অর্থ আদায় ও অর্থ ব্যয় নিরীক্ষাযোগ্য বলে গন্য হবে। হিসাব সংরক্ষণের সাধারণ নীতিমালা ও পদ্ধতি অনুসরণপূর্বক পৃথক পৃথক খাতভিত্তিক হিসাব রেজিষ্টারে সংরক্ষণ করতে হবে। প্রতি পঞ্জিকা বর্ষে দুই বার (জুন ও ডিসেম্বর) ক্যাশ বহি ও ব্যাংক বিবরণী সমন্বয় (Reconciliation) করতে হবে। সকল প্রকার হিসাবের সফটকপি এবং হার্ডকপি নূন্যতম ২০ (বিশ) বছর সংরক্ষণ করতে হবে এবং দায়িত্ব হস্তান্তরকালে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দায়িত্ব গ্রহণকারী শিক্ষককে লিখিতভাবে বুঝিয়ে দিতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩১ জুলাই ২০২৩ তারিখ ৩৭.০০.০০০০.72.44.05.22.161 স্মারকে জারিকৃত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত নীতিমালা-২০১৩’ প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব সংরক্ষনে অনুসরণীয় হবে। শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে আয়-ব্যয়ের নতুন খাত সংযোজন/বিয়োজন/পরিবর্তন করতে পারবে।