ভূমি আইন ২০২৫

Asset Distribution Process Bangladesh । জমি ফারায়েজ বা সম্পদ বন্টন পদ্ধতি কি?

কোন মুসলমানের মৃত্যুর সাথে সাথেই তার সম্পত্তির স্বত্ব ওয়ারিশদের উপর বর্তায়। মৃতের রেখে যাওয়া মােট সম্পত্তিকে পূর্বে সনাতন পদ্ধতিতে ১৬ আনা বা ১ ধরে বন্টন করা হতাে, আধুনিক কালে ১০০০ ধরে বন্টন করা হয়-Asset Distribution Process Bangladesh

সমপর্যায়ের নারী পুরুষের অর্ধেক পাবে। অর্থাৎ প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পাবে (ব্যতিক্রম-পিতা, মাতা)। নিকটবর্তীর কারণে দূরবর্তী সমইত্ত পাবে না। যেমন- পিতা বেঁচে থাকলে দাদা পাবে না । মৃত্যুকালে যার দ্বারা সম্পর্কযুক্ত তিনি বেঁচে থাকলে পূর্ববর্তী সম্পর্কযুক্ত ব্যক্তি পাবে না। যেমন- পিতা থাকলে ভাই পাবে না।

বন্টাংশ ২০২২

অংশ বৃদ্ধি পাবে না।) 

(১১) স্বামী/স্ত্রী বেঁচে থাকলে স্বামী বা স্ত্রী অংশ দেয়ার পর যা অবশিষ্ট থাকবে মাতা তার ১৬৭ অংশ পাবে।

(১২) পুত্র বা পিতার বর্তমানে ভাই/বােন ওয়ারিশ হয়।

(১৩) পিতা, পুত্র, কন্যা বা ভাই, বােন না থাকলে দূরবর্তী আত্মীয়গণ সম্পত্তি পাবে। 

(১৪) মৃত ব্যক্তি নিঃসন্তান হলে পিতা ৬৬৭ মাতা ৩৩ অংশ পাবে। 

(১৫) পিতা, মাতা ও সন্তান না থাকলে বােন থাকলে সে ৫০০ অংশ পাবে, বােন একাধিক হলে একত্রে ৬৬৭ অংশ, ভাই ও বােন থাকলে, ভাই বােনের দ্বিগুণ পাবে। 

(১৬) নিঃসন্তান বােনের সম্পত্তি ভাই পাবে।

(১৭) প্রাথমিক উত্তরাধিকারী ৫ জন যথা: (ক) সন্তান (খ) পিতা (গ) মাতা (ঘ) স্বামী এবং (ঙ) স্ত্রী এরা কখনাে বঞ্চিত হবে না।

(১৮) গর্ভস্থ সন্তান জীবিত গণ্যে উত্তরাধিকারী হবে। তাই গর্ভের সন্তানকে পুত্র গণ্য করে বা তার জন্মের পর সম্পদ বন্টন করতে হবে।

(১৯) প্রাপ্য সম্পত্তির আনুপাতিক হারে মৃতের দেনা (যদি থাকে) ওয়ারিশদের পরিশােধ করতে হবে ।

(২০) নপুংসক সন্তানকে মেয়ে গণ্যে সম্পদ বন্টন করতে হবে ।

(২১) যার সম্পত্তি বন্টিত হচ্ছে তার মৃত্যুর পূর্বে তার কোন পুত্র/কন্যা মারা গেলে মৃত পুত্র/কন্যার কোন সন্তান বর্তমান থাকলে সে সন্তান ঐ পরিমাণ স্পত্তি পাবে যা তার/তাদের পিতা/মাতা জীবিত থাকলে পেত। (৪ ধারা মুঃ পাঃ আঃ ৬১)

(২২) মৃতের পুত্র, পিতা, পৌত্র, জীবিতকালে বােন সম্পত্তি পাবে না।

(২৩) সহােদর ভাই বৈমাত্রেয় ভাইদের আগে ওয়ারিশ হবে।

(২৪) বৈপিত্রেয় ভাই একজন হলে ১৬৭ অংশ, একাধিক হলে একত্রে ৩৩৩ অংশ পাবে।

(২৫) মৃত ব্যক্তির পুত্র/কন্যা, পৌর বা দাদা বর্তমান থাকলে বৈপিত্রেয়/ বৈমাত্রেয় ভাই/বােন কোন সম্পত্তি পাবে না।

(২৬) কোন উত্তরাধিকারী সম্পত্তি থেকে বঞ্চিত হবে যদি (ক) যার সম্পত্তি তাকে হত্যা করে, অথবা (খ) ভিন্ন ধর্ম গ্রহণ করে।

(২৭) কন্যা, পিতার সম্পত্তির ন্যায় মার সম্পত্তিতে অংশ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *