সূচীপত্র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের স্নাতক (অনার্স) ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত প্রমোশন নীতি অনুযায়ী পরবর্তী বর্ষে উন্নীত হওয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
সম্প্রতি প্রকাশিত একটি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এক শিক্ষার্থী ‘ওয়েস্টার্ন পলিটিক্যাল থট’ (Western Political Thought) নামক বিষয়ে ‘Fail’ গ্রেড পাওয়া সত্ত্বেও সামগ্রিকভাবে ‘Promoted’ (প্রোমোটেড) হয়েছেন।
ফলাফল বিশ্লেষণ:
শিক্ষার্থীর গ্রেড শিট অনুযায়ী, তিনি মোট ৬টি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার প্রাপ্ত গ্রেডগুলো হলো:
হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ: B-
পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড অর্গানাইজেশনস: C
ওয়েস্টার্ন পলিটিক্যাল থট: Fail
মেজর ফরেন গভর্নমেন্টস (UK, USA & France): C+
ইন্ট্রোডাকশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন: C
ইন্ট্রোডিউসিং সোসিওলজি: C+
কেন তিনি প্রমোশন পেলেন?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রমোশন নীতিমালা অনুযায়ী, ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টি তত্ত্বীয় (Theoretical) বিষয়ে পাস করতে হয় (ডি বা তার বেশি গ্রেড পেতে হয়) এবং নির্ধারিত ন্যূনতম জিপিএ থাকতে হয়। যেহেতু এই শিক্ষার্থী ৫টি বিষয়ে পাস করেছেন এবং শুধুমাত্র একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাই তাকে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়া হয়েছে।
শর্তাবলী:
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, এই শিক্ষার্থী ২য় বর্ষে ক্লাস করার অনুমতি পেলেও, তাকে পরবর্তী সময়ে অনুষ্ঠিতব্য ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে ওই অকৃতকার্য (Fail) বিষয়ে পাস করতে হবে। অন্যথায়, তার স্নাতক ডিগ্রি পূর্ণাঙ্গ হিসেবে গণ্য হবে না।
উল্লেখ্য, এবারের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় সারা দেশে গড়ে পাশের হার ৮৭.০৪ শতাংশ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাদের বিস্তারিত ফলাফল সংগ্রহ করতে পারছেন।

মানোন্নয়ন (Improvement পরীক্ষার নিয়ম কি?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী, গ্রেড উন্নয়ন বা মানোন্নয়ন (Improvement) পরীক্ষার প্রধান নিয়মগুলো নিচে সহজভাবে দেওয়া হলো:
১. কোন গ্রেডে ইম্প্রুভমেন্ট দেওয়া যায়?
F গ্রেড (অকৃতকার্য): কোনো বিষয়ে অকৃতকার্য হলে (F গ্রেড পেলে) সেই বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। পাস না করা পর্যন্ত অনার্স ডিগ্রি পাওয়া যাবে না।
C বা D গ্রেড: যদি কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে C অথবা D গ্রেড পায়, তবে সে চাইলে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো করতে পারবে।
অন্যান্য গ্রেড: যদি কেউ C+ বা তার বেশি (যেমন: B, B+, A-) পায়, তবে সে আর মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না।
২. কতবার পরীক্ষা দেওয়া যায়?
C বা D গ্রেডের ক্ষেত্রে: এই গ্রেডগুলোর মানোন্নয়ন করার সুযোগ মাত্র একবার পাওয়া যায়। অর্থাৎ, পরবর্তী বছরের পরীক্ষার্থীদের সাথে একবারই অংশ নেওয়া যাবে।
F গ্রেডের ক্ষেত্রে: অকৃতকার্য হওয়া বিষয়ে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা পর্যন্ত (সাধারণত ৭ বছর) একাধিকবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে।
৩. সর্বোচ্চ কতটি বিষয়ে ইম্প্রুভমেন্ট দেওয়া যায়?
১ম বর্ষের ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ ২টি বিষয়ে (C বা D গ্রেড প্রাপ্ত) মানোন্নয়ন পরীক্ষা দেওয়া যায়। তবে F গ্রেড পাওয়া সব কটি বিষয়েই পরীক্ষা দিতে হবে।
৪. রেজাল্ট গণনার নিয়ম
মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়ার পর যদি আগের চেয়ে ভালো গ্রেড আসে, তবে সেই নতুন গ্রেডই মূল রেজাল্টে যোগ হবে।
কিন্তু যদি মানোন্নয়ন পরীক্ষা দিয়ে গ্রেড আগের চেয়ে খারাপ হয় বা শিক্ষার্থী অকৃতকার্য হয়, তবে সাধারণত আগের গ্রেডটিই বহাল থাকে (তবে এটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বর্ষের সার্কুলারের ওপর নির্ভর করে)।
৫. পরবর্তী বর্ষে প্রমোশন ও পরীক্ষা
আপনি যদি ১ম বর্ষে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েও প্রমোশন পান, তবে ২য় বর্ষে উঠে নিয়মিত ক্লাস করতে পারবেন। কিন্তু ২য় বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম পূরণের সময় আপনাকে ১ম বর্ষের ওই অকৃতকার্য বা মানোন্নয়ন বিষয়ের ফরম পূরণ করে পরীক্ষা দিতে হবে।
পরামর্শ: আপনার আপলোড করা ফলাফলে একটি বিষয়ে ‘Fail’ আছে। নিয়ম অনুযায়ী, আপনাকে অবশ্যই পরবর্তী বছরের পরীক্ষার সময় এই বিষয়ের ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে হবে।
ফলাফল দেখবো কিভাবে?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফলাফল দেখার ৩টি সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো:
১. ওয়েবসাইটের মাধ্যমে (সবচেয়ে জনপ্রিয়)
সবচেয়ে বিস্তারিত ফলাফল (মার্কশিটসহ) দেখতে চাইলে এটি সেরা উপায়:
প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রেজাল্ট পোর্টালে যান: www.nu.ac.bd/results
বামের মেনু থেকে Honours এ ক্লিক করে 1st Year সিলেক্ট করুন।
আপনার Registration No এবং পরীক্ষার বছর (2024) লিখুন।
স্ক্রিনে প্রদর্শিত Captcha Code টি সঠিকভাবে বক্সে টাইপ করুন।
সবশেষে Search Result বাটনে ক্লিক করলেই আপনার ফলাফল চলে আসবে।
২. SMS এর মাধ্যমে (দ্রুত চেক করতে)
ইন্টারনেট না থাকলেও আপনি যেকোনো মোবাইল থেকে মেসেজ পাঠিয়ে ফলাফল জানতে পারবেন:
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন:
NU <space> H1 <space> Registration No(উদাহরণ: NU H1 1234567890)মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে।
ফিরতি মেসেজে আপনার ফলাফল চলে আসবে। (চার্জ প্রযোজ্য)
৩. অ্যাপের মাধ্যমে
গুগল প্লে-স্টোরে “NU Result” লিখে সার্চ দিলে কিছু থার্ড-পার্টি অ্যাপ পাওয়া যায়, যেগুলো সরাসরি বিশ্ববিদ্যালয়ের সার্ভারের সাথে যুক্ত। সেখান থেকেও রোল/রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সহজে ফলাফল দেখা যায়।
একটি জরুরি টিপস: ফলাফল প্রকাশের পরপরই সার্ভারে অনেক চাপ থাকে, তাই ওয়েবসাইট লোড হতে দেরি হতে পারে। সেক্ষেত্রে কিছুক্ষণ পর চেষ্টা করা অথবা SMS পদ্ধতি ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে।
