২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্পূরক বিজ্ঞপ্তি।

পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ বিভিন্ন সমস্যার কারণে ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করতে পারেননি সে সকল কলেজ তাদের ফরম পূরণ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন (যেমন সােনালী সেবা জমা করতে পারেননি / পে-স্লিপ ডাউনলােড করতে পারেননি / নিশ্চায়ন করতে পারেননি ইত্যাদি)। বিঃ দ্রঃ পরবর্তীতে বিলম্ব ফিসহ ফরমপূরণের কোন সুযােগ নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর

www.nu.ac.bd অথবা  www.nubd.info/honours

স্মারক নং-জাতীঃবিঃ/পনি/অনার্স পার্ট-৩/বিজ্ঞপ্তি/০২(অংশ-২)/২০২০/২০২১/ ১৫১৬ তারিখ: ২৮/১১/২০২১

২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্পূরক বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার ফরম পূরণ ও জমাদানের তারিখ নিম্নোক্তভাবে বর্ধিত করা হলাে:

NU hons 3rd year form fillup

স্মারক নং-জাতীঃবিঃ/পনি/অনার্স পার্ট-৩/বিজ্ঞপ্তি/০২(অংশ-২)/২০২০/২০২১/১৫০৪, তারিখ ০৭/০৯/২০২১ প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ বিভিন্ন সমস্যার কারণে ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করতে পারেননি সে সকল কলেজ তাদের ফরম পূরণ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন (যেমন সােনালী সেবা জমা করতে পারেননি / পে-স্লিপ ডাউনলােড করতে পারেননি / নিশ্চায়ন করতে পারেননি ইত্যাদি)। বিঃ দ্রঃ পরবর্তীতে বিলম্ব ফিসহ ফরমপূরণের কোন সুযােগ নেই।

(বদরুজ্জামান)

পরীক্ষা নিয়ন্ত্রক

জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

ফোনঃ ০২-৯২৯১০১৭, ফ্যাক্সঃ ০২-৯২৯১০৪৪

২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্পূরক বিজ্ঞপ্তি: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *