ভূমি আইন ২০২৫

অর্পিত সম্পত্তি অবমুক্তি বিধিমালা ২০১২

আবেদনপত্র জেলা কমিটির সদস্য সচিব গ্রহণপূর্বক নম্বর প্রদান করিয়া ফরম-৪ এ উল্লিখিত রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করিবেন এবং শুনানীর জন্য অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে একটি তারিখ নির্ধারণ করিয়া আবেদনপত্রর দ্বিতীয় অংশে নম্বর ও শুনানীর তারিখ উল্লেখপূর্বক আবেদনকারীকে উক্ত আবেদন গ্রহণের তারিখেই অবহিত করিবেন এবং শুনানীর জন্য সংশ্লিষ্ট পক্ষগণকে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে নােটিশ প্রদান করিবেন।

 

অর্পিত সম্পত্তি অবমুক্তি বিধিমালা, ২০১২ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রণালয়, আইন অধিশাখা- ৪

প্রজ্ঞাপন

তারিখ ১১ বৈশাখ, ১৪১৯ বঙ্গাব্দ/ ২৪ এপ্রিল, ২০১২ খ্রিস্টাব্দ।

এস, আর, ও, নং-১০৭ আইন/২০১২। অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১ (২০০১ সনের ১৬নং আইন) এর ধারা ৩০ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিমরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথা :

১। সংক্ষিপ্ত শিরােনাম : এই বিধিমালা অর্পিত সম্পত্তি অবমুক্তি বিধিমালা, ২০১২ নামে অভিহিত হইবে।

২। সংজ্ঞা : বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই বিধিমালায়-

(ক) আইন’ অর্থ অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, ২০০১ (২০০১ সনের ১৬ নং আইন);

(খ) ফরম’ অর্থ এই বিধিমালার সহিত সংযযাজিত কোন ফরম; (গ) জেলা কমিটি” অর্থ আইনের ধারা ৯খ এর অধীন জেলা কমিটি; (ঘ) কেন্দ্রীয় কমিটি” অর্থ আইনের ধারা ৯গ এর অধীন গঠিত কেন্দ্রীয় কমিটি। ৩। অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য আবেদন :

(১) আইনের ধারা ৯ক এর বিধান মােতাবেক ‘খ’ তফসিলে বর্ণিত অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য আবেদনকারীকে জেলা কমিটির সভাপতি বরাবর অপর পক্ষকে প্রদানের জন্য ফরম-৩ এ নােটিশের কপি, উপ-বিধি (২) এ উল্লিখিত কাগজপত্র, নােটিশের জন্য নির্ধারিত কোর্ট ফিসহ, ফরম-১ এ ৩ (তিন) প্রস্থে আবেদন করিতে হইবে। (২) উপ-বিধি (১) এর অধীন দাখিলকৃত আবেদন পত্রের সহিত নিমবর্ণিত কাগজপত্র দাখিল করিতে হইবে, যথা :

(ক) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (যদি থাকে);

(খ) আবেদনকারীর অনুকূলে রেজিষ্ট্রিকৃত হস্তান্তর দলিলের সইমুহুরি নকল বা সত্যায়িত অনুলিপি এবং প্রযােজ্যক্ষেত্রে সুংশ্লিষ্ট বায়া দলিল বা অনুলিপি;

(গ) দাবীকৃত সম্পত্তির এস, এ. বা আর, এস, বা মহানগর জরিপে (প্রযােজ্য ক্ষেত্রে) প্রকাশিত খতিয়ানের সইমুহুরি নকল বা অনুলিপি;

(ঘ) আবেদনকারীর অনুকূলে মঞ্জুরীকৃত নামজারী এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা (যদি থাকে);

(ঙ) প্রযােজ্য ক্ষেত্রে ১৯৭২ সনের মহামান্য রাষ্ট্রপতির ৯৬/৭২ ও ৯৮/৭২ নম্বর দেশ অনুযায়ী, দাখিলকৃত বিবরণীতে আবেদনকৃত সম্পত্তির অন্তর্ভুক্তি সংক্রান্ত তথ্যাদি (যদি থাকে);

(চ) বিজ্ঞ আদালত কর্তৃক কোন ডিক্রি বা রায় থাকিলে তাহার সইমুহুরি নকল বা অনুলিপি;

(ছ) গেজেটে প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত মালিক বা তাহার বৈধ উত্তরাধিকারী কর্তৃক হস্তান্তরের মেয়াদকাল ১০/১/১৯৬৪-১৬/২/১৯৬৯ খ্রি. তারিখ পর্যন্ত হইলে East Pakistan Disturbed Persons Rehabilitation Ordinance, 1964 (Ord. 1 of 1964) এর section 4 অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত হস্তান্তরের পূর্বানুমতি পত্র;

(জ) ভারত হইতে প্রকৃত বাস্তুচ্যুতদের বিনিময় কেইসের ক্ষেত্রে বিনিময়ের সত্যতা নিরূপণ সংক্রান্ত তথ্যাদি, যথা :

(অ) বিনিময়ে তারিখ; 

(আ) প্রত্যয়নকৃত আম মােক্তার নামা; 

(ই) ভারতে প্রদত্ত সম্পত্তির বিবরণী; 

(ঈ) নিয়মিতকরণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিলের তারিখ; 

(উ) জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট;

(ঊ) বিনিময়ের অনুকূলে রেজিস্ট্রিকৃত দলিল বা স্থায়ী বন্দোবস্ত দলিল থাকিলে সেইক্ষেত্রে মূল দলিল বা সইমহুরি নকল এবং নির্ধারিত প্রদত্ত কর্তৃপক্ষের সার্টিফিকেটের অনুলিপি। 

(৩) উপ-বিধি (১) এর অধীন আবেদনপত্র জেলা কমিটির সদস্য সচিব গ্রহণপূর্বক নম্বর প্রদান করিয়া ফরম-৪ এ উল্লিখিত রেজিষ্ট্রারে লিপিবদ্ধ করিবেন এবং শুনানীর জন্য অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে একটি তারিখ নির্ধারণ করিয়া আবেদনপত্রর দ্বিতীয় অংশে নম্বর ও শুনানীর তারিখ উল্লেখপূর্বক আবেদনকারীকে উক্ত আবেদন গ্রহণের তারিখেই অবহিত করিবেন এবং শুনানীর জন্য সংশ্লিষ্ট পক্ষগণকে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে নােটিশ প্রদান করিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *