সূচীপত্র
প্রতি টন রডের বর্তমান দাম কত? – বাংলাদেশে প্রতি কেজি রড কিনতে কত টাকা ব্যয় হয়েছে– রডের দাম ২০২৫
রডের বর্তমান বাজার দর ২০২৫ – রডের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিশেষ করে গত এক বছরের ভেতরের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে জনগণের তা নাগালের বাইরে চলে গেছে। তারপরও যাদের বাড়ি করার সামর্থ্য আছে এবং অন্যান্য স্থাপনার ক্ষেত্রে বাজেট নির্ধারণ করা হয়ে গিয়েছে তারা বিভিন্ন চড়ামূল্যে রড কিনছেন। বর্তমান সময়ে KSRM রড কোম্পানির রডের প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯,০০০ টাকা। যা কেজি প্রতি ৮৯,০০০ / ১০০০ = ৮৯ টাকা।
প্রতি কেজি রডের দাম কত? বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের দাম ৩১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি তো পেয়েছেই সাথে রড সিমেন্ট অর্থাৎ নির্মাণ সামগ্রীর দামও অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এমএস রড বর্তমানে বাজারে ৮০-৯৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এই তো কয়েক মাস আগেও এই রডের দাম ছিল ৯০-৯২ হাজার টাকার মত। যদি বর্তমান দাম হিসেবে কেজি প্রতি রডের দাম বের করি তাহলে দাঁড়ায় ৯৭,০০০ / ১০০০ = ৯৭ টাকা। (প্রতি কেজি)।
পাইকারী ব্যবসায়ীদের সাথে কথা বলা জানা গেছে যে, বিএসআরএম (BSRM) ব্র্যান্ডের রড বিক্রি হচ্ছে ৮৯,৫০০ টাকা দরে এবং কেএসআর রড বিক্রি হচ্ছে ৯০,০০০ টাকা দরে। একই সাথে একেএস রড প্রতি টন বিক্রি হচ্ছে ৯০০০০ টাকা দরে। তাই বলাই যায়, ডলারের দাম যদি না কমে অথবা আমাদের দেশে যদি তেলের দাম না কমানো হয় তবে রড সিমেন্টের দাম সাহসাই কমছে না। বাজার ভেদে দাম কম বেশি হতে পারে।
এম.এস রডের বর্তমান বাজার দর ২০২৫ / টিসিবি বনাম চলতি বাজার দরে বেশ ফারাক রয়েছে। প্রতি টন রডের দাম
বাংলাদেশে বর্তমানে রডের দাম কত? এমন প্রশ্নের মুখে পড়তে হয় যাদের তারা কিন্তু সর্বনিম্ন ও সর্বোচ্চ দর দেখে নিতে পারেন।
টিসিবি’র ওয়েবসাইট থেকেই বাজার দর দেখে নিন । টিসিবি রেট ২০২৫
আজ রডের দাম ২০২৫ । চলুন কয়েকটি ব্র্যান্ডের রডের দাম জেনে নিই
- Bsrm steel price = 89,500 tk
- Csrm steel price = 83,000 tk
- Jsrm steel price = 83,500 tk
- Msw steel price = 82,500 tk
- Zsrm steel price = 83,000 tk
- Aks steel price = 87,000 tk
- Gph Ispat price = 86,000 tk
- Psrm steel price = 82,500 tk
- Rahim steel price = 83,000 tk
- Ksrm steel price = 86,000 tk
- Rani steel price = 83,500 tk
- Hm steel price = 84,500 tk
- Golden ispat price = 85,500 tk
- Anwar Ispat price = 84,500 tk
- Dhaka steel price = 83,000 tk
রডের দাম ভবিষ্যতে কমার সম্ভাবনা ঠিক কত টুকু?
রডের দাম কমবে – যদি রাশিয়া থেকে তেল আমদানি করা যায় অথবা দেশে তেলের দাম কমানো হয় তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমার সাথে সাথে রডের দামও কমে যাবে। তবে বাংলাদেশের ইতিহাস যা বলে তা হলো এ দেশে যে জিনিসের দাম একবার বেড়ে যায় তা আর কখনও কমে না। তবে বৈশ্বিক এ পরিস্থিতির পরিবর্তন হলে অবশ্যই রডের দাম কমবে। ধন্যবাদ
১২ মিলি (ব্যাস) একটি রডের ওজন ১০.৬৫ কেজি (প্রায়)। একটি রড সাধারণত প্রায় ৩৯ ফুট লম্বা হয়ে থাকে এবং মোটামুটি ভালো মানের রডের দাম ৮০ হাজার টাকা থেকে ৮৫ হাজার টাকা পড়বে সময় ও ব্রান্ড বিবেচনা করে আপনাকে কখনো ৯৭ লক্ষ পে করতে হতে পারে। বাজারে রডের দাম খুব বেশি উঠানামা করে।
২০২৫ সালের সিমেন্টের দাম ব্র্যান্ড ও স্থানভেদে ভিন্ন হতে পারে। সাধারণত, একটি ৫০ কেজি সিমেন্টের ব্যাগ ৪৬৫ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। কিছু জনপ্রিয় সিমেন্ট ব্র্যান্ডের মধ্যে বসুন্ধরা সিমেন্ট, আকিজ সিমেন্ট, ইস্টার্ন সিমেন্ট এবং আমান অ্যাডভান্স সিমেন্ট উল্লেখযোগ্য। সাদা সিমেন্টের দাম সাধারণত প্রতি কেজি ৫০-৮০ টাকা হয়ে থাকে, তবে ব্র্যান্ডেড সাদা সিমেন্টের দাম প্রতি কেজি ১৫০ টাকা পর্যন্ত হতে পারে। সিমেন্টের দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে, যেমন – সিমেন্টের ব্র্যান্ড, গুণগত মান, এবং বাজারের চাহিদা ও সরবরাহ।
সিমেন্ট দাম ২০২৫
১। ফ্রেশ সিমেন্ট = ৪৯০ টাকা
২। আনোয়ার সিমেন্ট = ৫১০ টাকা
৩। ক্রাউন সিমেন্ট = ৫১৫ টাকা
৪। প্রিমিয়ার সিমেন্ট = ৪৯৫ টাকা
৫। শাহ স্পেশাল সিমেন্ট = ৫০৫ টাকা
৬। স্কেন সিমেন্ট = ৫২০ টাকা
৭। ইঞ্চি সিমেন্ট = ৫১৫টাকা
৮। আমান সিমেন্ট = ৪৭০ টাকা
৯। হোলসিম সিমেন্ট = ৫২০ টাকা
১০। মীর সিমেন্ট = ৪৯০ টাকা
১১। বসুন্ধরা সিমেন্ট = ৪৯০ টাকা
১২। বেঙ্গল সিমেন্ট = ৪৮৫ টাকা
১৩। আকিজ সিমেন্ট = ৫০৫ টাকা
ভাই আজকের BSRM এর রডের মূল্য কতো টাকা??
এখনও BSRM ROD PRICE । বিএসআরএম ব্র্যান্ডের রড বিক্রি হচ্ছে ১,০০,৫০০-১,০১,০০০ টাকার মধ্যেই আছে।
আজকে, বিএসআরএম রডের দাম কতো? আরও পায় কারী মূল্যে লট কুথায় থেকে, কিনতে পারবো।
90-95k