পাসপোর্ট করতে কি কি লাগে- পাসপোর্ট করতে প্রাপ্তবয়স্ক হলে ভোটার আইডি কার্ড,পাসপোর্ট এপ্লিকেশন কপি,ফি প্রধানের কপি,নাগরিক সনদ (নতুন পাসপোর্ট এর ক্ষেত্রে), পুরাতন পাসপোর্ট থাকলে মূল ও ফটো কপি লাগবে। আপনি অফলাইন এবং অনলাইন দুটি পদ্ধতিতেই ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

অপ্রাপ্তবয়স্ক বলতে আমরা সাধারণত ১৮ বছরের কম বয়সী ব্যক্তিকে বুঝি। কিন্তু পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ১৫ বছরের কম বছর বয়সীদের ব্যক্তিকে শিশু বা অপ্রাপ্ত বয়স্ক হিসেবে বিবেচনা করা হয়। পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক বা শিশু সকলের আবেদন প্রক্রিয়া ও ফি একই অর্থাৎ কোন পার্থক্য নেই। তবে শিশু বা অপ্রাপ্ত বয়স্ক দের ক্ষেত্রে বয়সভেদে প্রয়োজনীয় কাগজপত্রের কিছুটা ভিন্নতা রয়েছে। এর কারণ হলো বাংলাদেশে পাসপোর্ট করার সাধারণ নিয়ম অনুযায়ী ই পাসপোর্টের আবেদনের জন্য আবেদকারী ব্যক্তির NID বা জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। তবে দেখা যায়, ১৮ বছর হওয়ার পরও অনেকেই NID বা জাতীয় পরিচয় পত্র হাতে পায় না। আর এ কারনে ১৮ থেকে ২০ বছর বয়সীরা এনআইডি কার্ড না থাকলেও ই পাসপোর্টের আবেদন করতে পারবেন তবে তাদের জন্ম নিবন্ধন সনদ লাগবে। Saudi Arabia visa check online Bangladesh । সৌদি আরব ভিসা চেক করার নিয়ম ২০২৩

আমাদের অনেকের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং একাডেমিক সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্সে Md/ Md. /মোঃ শব্দটি সংক্ষিপ্ত ভাবে লিখার প্রচলন আছে। তবে আগের দিনের MRP পাসপোর্টে ডট (.) লিখার উপায় ছিলোনা। অন্যদিকে একটা সময় ছিলো যখন মধ্যে প্রাচ্যের ভিসার জন্য সুবিধা পেতে মোহাম্মদ/ Mohammad শব্দটি পূর্ণ ভাবে লিখতে হতো। আবার দালালদের মাধ্যমে পাসপোর্ট করার সময় তাদের অজ্ঞতার কারনে অন্যান্য কাগজপত্রে যাই থাকুক না কেন পাসপোর্টে মোহাম্মদ/ Mohammad শব্দটি পূর্ণ ভাবে লিখেছেন। ফলে আপনার কাগজপত্রে দুই ধরনের বানান থাকার কারনে পরবর্তীতে সমস্যায় পড়ছেন। ই পাসপোর্ট ফরম ডাউনলোড pdf । ই পাসপোর্ট ফি কত ২০২৩

ই পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র / ই পাসপোর্ট আবেদনের জন্য যে সকল কাগজপত্র সাথে আনতে হবে

অতি জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে (নতুন ইস্যু) নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে। (ক) দেশের অভ্যন্তরে অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে। (খ) দেশের অভ্যন্তরে জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে। (গ) দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।

ত সার্চগুলি ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ, ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট, ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২২, বাংলাদেশে পাসপোর্ট করতে কি কি লাগে, ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২১, ই পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২২,

Caption: E passport Fee 

E passport fee Bangladesh । পাসপোর্ট ফি কত টাকা?

  1. Passport with 48 pages and 5 years validity > Regular delivery within 21 days: TK 4,025
  2. Express delivery within 10 days: TK 6,325> Super Express delivery within 2 days: TK 8,625
  3. Passport with 48 pages and 10 years validity- Regular delivery within 21 days: TK 5,750
  4. Express delivery within 10 days: TK 8,050
  5. Super Express delivery within 2 days: TK 10,350
  6. Passport with 64 pages and 5 years validity – Regular delivery within 21 days: TK 6,325
  7. Express delivery within 10 days: TK 8,625
  8. Super Express delivery within 2 days: TK 12,075
  9. Passport with 64 pages and 10 years validity – Regular delivery within 21 days: TK 8,050
  10. Express delivery within 10 days: TK 10,350
  11. Super Express delivery within 2 days: TK 13,800

ই পাসপোর্ট করতে কি কি লাগে?

নতুন ই-পাসপোর্ট করতে হলে কিছু কাগজ সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। সেগুলো হলো-এনআইডি অথবা স্মার্ট কার্ডের ফটো কপি, পরিচয়পত্রের মূল কপি অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দেখাতে হবে। ১৮ বছরের কমবয়সীদের জন্য জন্ম-নিবন্ধন সার্টিফিকেট, বাবা-মায়ের ছবি ও এনআইডি’র কপি জমা দিতে হয়।

ই পাসপোর্ট ফরম ডাউনলোড pdf । ই পাসপোর্ট ফি কত ২০২২