সূচীপত্র
১ম পর্বে খেলা শেষ তাই এখন দ্বিতীয় পর্বের বা নক আউট পর্বের খেলা শুরু হবে– আজ শনিবার ০৩/১২/২০২২ তারিখ রাত ৯টা হতেই দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু – ফিফা বিশ্বকাপ দ্বিতীয় রাউন্ডের সময়সূচি ২০২২
এ পর্বে বিজেতা কিভাবে নির্ধারিত হইবে? – নক আউট পর্বে অর্থাৎ এ পর্বে দ্বিতীয় কোনো সুযোগ নেই দলগুলোর সামনে। হারলেই বাদ পড়বে দলটি ফলে দ্বিতীয় কোন সুযোগ নেই যা ডু অর ডাই পর্ব হিসেবে পরিচিত। খেলায় সিদ্ধান্ত নিতে নকআউটে যোগ হচ্ছে অতিরিক্ত ৩০ মিনিট ও পেনাল্টি শুট আউট অর্থাৎ নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের মধ্যে জয়ী নির্ধারণ না হলে ম্যাচ গড়াবে অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় এবং সেখানেও সমাধান না এলে পেনাল্টি শুট আউটে শেষ হবে ম্যাচ।
গ্রুপ চ্যাম্পিয়ন – ৩২টি দলের মধ্যে ৮টি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড বা নক আউট পর্বে উঠল। চলুন দেখে নিই যে, কোন কোন দল গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে গেল- নেদারল্যান্ডস, বি গ্রুপে ইংল্যান্ড, সি গ্রুপে আর্জেন্টিনা, ডি গ্রুপে ফ্রান্স, ই গ্রুপে জাপান, মরক্কো এফ গ্রুপে, জি গ্রুপে ব্রাজিল এবং এইচ গ্রুপে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে গেল।
কোন দল কার বিপক্ষে খেলাবে? নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়, পোল্যান্ডকে মোকাবিলা করবে ফ্রান্স, ইংল্যান্ড বনাম সেনেগাল, ফেভারিট ব্রাজিল লড়বে কোরিয়ার বিপক্ষে, জাপান বনাম ক্রোয়েশিয়া, মরক্কো বনাম স্পেন এবং পর্তুগাল বনাম সুইজারল্যান্ড মুখোমুখি বাঁচা-মরার লড়াইয়ে নামবে।
নক আউট পর্বের খেলা বাংলাদেশ সময় রাত নয়টা এবং রাত ১ টায় শুরু হবে। খেলা টিভিতে দেখা যাবে এবং মোবাইলেও আইপি টিভিতে দেখতে পারবেন।
সুপার রাউন্ড বা নক আউট পর্বে খেলার ফিক্সারটি ডাউনলোড করে মোবাইলে রেখে দিন।
Caption: World Cup Football Schedule Bangladesh Time
কাতা ফুটবল খেলার কিছু নতুন নিয়ম কানুন জানেন কি? চলুন জেনে নেয়া যাক
- কাতার বিশ্বকাপে অফসাইড শনাক্ত কঠোর নিয়মে- অফসাইডের নির্দিষ্ট নিয়ম আছে ফিফার। তারপরও এবারের বিশ্বকাপে প্রযুক্তির সহায়তায় অফসাইড ধরা হবে। প্রতিটি স্টেডিয়ামের ছাদের নিচের অংশে ১২টি ট্র্যাকিং ক্যামেরা স্থাপন করা হয়েছে।
- খেলা চলাকালীন খেলোয়াড় পরিবর্তনের নিয়ম – কাতার বিশ্বকাপে পাঁচজন ফুটবলার পরিবর্তন করা গেলেও সেটি করতে হবে তিনবারের মধ্যে। বিরতির সময় বাদ দিয়ে তিনবারের মধ্যে পাঁচজন ফুটবলার পরিবর্তন করা যাবে। পেনাল্টি শুটআউটের আগে মূল একাদশে পরিবর্তন বা গোলরক্ষক পরিবর্তন করতে পারবে।
- বিশ্বকাপ ফুটবলে পেনাল্টির নিয়ম কি?-ফিফা বিশ্বকাপে এ নিয়ম থাকাতে অবাক হওয়ার কিছু নেই। পেনাল্টি কিকে নিয়ম বলছে, পেনাল্টি কিকের আগে গোলরক্ষকের একটি পা অবশ্যই লাইনে থাকতে হবে।
- মোট কতজন খেলোয়ার থাকবে? বিশ্বকাপ দলে অন্তত ২৩ জন থাকবে। তবে সর্বোচ্চ ২৬ জন ফুটবলার রাখা হয়েছে। ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি বসতে পারবেন না। এর মধ্যে ১৫ জন বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তার মধ্যে একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে।
অনলাইনে খেলা দেখতে এবং স্কোর জানতে কোন সাইটগুলো ব্যবহার করা ভালো?
আপনার যদি মোবাইল ডাটা বা ব্রডব্যান্ড ইন্টারনেট থাকে তবে আপনি টফি ব্যবহার করে খেলা উপভোগ করতে পারবেন। খেলা উপভোগ করতে ক্লিক করুন –toffeelive.com. খেলার স্কোর ও এনালাইসিজ জানতে ভিজিট করুন goal.com গোল ডট কম ওয়েবসাইট হতে লাইভ স্কোর জানতে পারবেন এছাড়াও কে কে খেলাছে এবং কোন দল কেমন খেলছে তা আপনি জানতে পারবেন। দলের খোলোয়ারদের বল দখল, পারফর্মমেন্স ইত্যাদি তথ্য জানতে পারবেন তাৎক্ষনিক। অন্যের মুখের কথায় নয়, আপনার দল কেমন খেলে হেরেছে বা জিতেছে তা আপনি গোল ডট কম হতে দেখে নিশ্চিত হউন।
ফিফা বিশ্বকাপ ২০২২ দ্বিতীয় রাউন্ড । কাতার বিশ্বকাপ কোন কোন দল ২য় রাউন্ডে খেলবে