সূচীপত্র
আসন্ন রমজানের প্রথম দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম চালু রাখা বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত জানিয়েছে– রোজাকালীন বিদ্যালয়ের ছুটি ২০২৪
রোজার প্রথম ১০ দিন কি স্কুল খোলা থাকবে? – হ্যাঁ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপরি আংশিক সংশোধনপূর্বক আসন্ন রমজানের প্রথম দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশে রোজার মাসে কেন স্কুল বন্ধ রাখা হয়? মাহে রমজান ইবাদতের বসন্তকাল হিসেবে খ্যাত। এ দেশের ৯২ ভাগ মানুষ মুসলমান। তারা এ মাসে রোজা ছাড়াও নানা ইবাদতে নিজেদের শামিল রাখে। নিত্যদিনের কাজকর্ম অফিস-আদালত, কৃষিকাজ, শিল্প-কারখানায় উৎপাদন, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি করেও তারা ইবাদতের জন্য স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় ব্যয় করে। এ মাসের ইবাদতের ফল অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি। মাহে রমজানে পূর্ববর্তী ১১ মাসের যাপিতজীবনে আসে আমূল পরিবর্তন। ধর্মীয় আবহ, পরিবেশ, রীতি, খাদ্যগ্রহণ প্রথা, আচরণ, অনুসরণ প্রায় সর্বত্র ঘটে পরিবর্তন। এরই ধারাবাহিকতায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এ মাসে বন্ধ থাকে। দীর্ঘ এক মাসের অবকাশে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা, ধর্মচর্চা ও ধর্মানুশীলনের একটা সুযোগ পায়।
মুসলিম দেশগুলো কি রোজায় স্কুল বন্ধ রাখে? হ্যাঁ। রোজাদারদের জন্য সাহরি ও ইফতারের ব্যবস্থা করতে এবং রোজার নিয়ম মেনে চলতে স্কুল বন্ধ থাকলে সুবিধা হয়। রোজা রাখার ফলে শারীরিক দুর্বলতা, ক্লান্তি, এবং পানিশূন্যতা দেখা দিতে পারে। স্কুল বন্ধ থাকলে শিক্ষার্থীরা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে এবং রোজার নিয়ম মেনে চলতে পারে। রোজার সময় শিক্ষার্থীদের মনোযোগ পড়াশোনার দিকে কম থাকে। স্কুল বন্ধ থাকলে তারা ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগ দিতে পারে।
মাধ্যমিক স্কুল কত রোজা পর্যন্ত চলবে? / রোজায় অর্ধেক মাস পর্যন্ত স্কুল খোলা থাকবে
রোজা হলো ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ। সুবহে সাদেক (ভোরের আলো ফোটার পর) থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, পাপাচার,
Caption: mopme.gov.bd
মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস সূচি ২০২৪ । স্কুল বন্ধ থাকলে রোজা রাখা সহজ হয়
- এক শিফট বিদ্যালয়ের ক্লাস সূচি: সময়: ৯:০০ টা থেকে ২:০০ টা (সপ্তাহে ৫ দিন) বিরতি: ১১:০০ টা থেকে ১১:৩০ টা
- দুই শিফট বিদ্যালয়ের ক্লাস সূচি: প্রথম শিফট: সকাল ৭:০০ টা থেকে ১২:০০ টা (সপ্তাহে ৫ দিন) বিরতি: ৯:০০ টা থেকে ৯:৩০ টা দ্বিতীয় শিফট: ১২:৩০ টা থেকে ৫:৩০ টা (সপ্তাহে ৫ দিন) বিরতি: ২:৩০ টা থেকে ৩:০০ টা
শিক্ষকদের জন্য কেন স্কুল বন্ধ থাকে?
শিক্ষকদেরও রোজার নিয়ম মেনে চলার জন্য স্কুল বন্ধ থাকলে সুবিধা হয়। রোজার সময় শিক্ষকদের শারীরিক দুর্বলতা ও ক্লান্তির কারণে পড়াশোনার মান কমে যেতে পারে। স্কুল বন্ধ থাকলে শিক্ষকরা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে এবং পড়াশোনার জন্য প্রস্তুতি নিতে পারে। রমজান মাস সাধারণত গরমের সময় হয়। স্কুল বন্ধ থাকলে শিক্ষার্থীরা গরমের হাত থেকে রেহাই পায়। রমজান মাসে বিদ্যুৎ চাহিদা বেড়ে যায়। স্কুল বন্ধ থাকলে বিদ্যুৎ সংকট কিছুটা কমে। তবে, ২০২৪ সালে রোজার প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। আর মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলবে রোজার প্রথম ১৫ দিন।