রিটার্ণ দাখিলের নিয়ম । সঞ্চয়পত্রে বিনিয়োগে প্রতিবছর আয়কর দেয়া লাগবে কি?

সঞ্চয়পত্রে আমরা অনেকেই বিনিয়োগ করে থাকি। সাধারনত ১ লক্ষ টাকার উপর সঞ্চয়পত্র ক্রয়ের সময় E-Tin সার্টিফিকেট জমা দিতে হয়। আর এজন্যই আমাদের মনে প্রশ্ন আসে- সঞ্চয়পত্রে বিনিয়োগে প্রতিবছর আয়কর দেয়া লাগবে কি? নাকি প্রতি বছর আয়কর রিটার্ন জমা দিলেই হবে?

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পড়ুন- সঞ্চয়পত্রে আমরা অনেকেই বিনিয়োগ করে থাকি। সাধারনত ১ লক্ষ টাকার উপর সঞ্চয়পত্র ক্রয়ের সময় E-Tin সার্টিফিকেট জমা দিতে হয়। আর এজন্যই আমাদের মনে প্রশ্ন আসে- সঞ্চয়পত্রে বিনিয়োগে প্রতিবছর আয়কর দেয়া লাগবে কি? নাকি প্রতি বছর আয়কর রিটার্ন জমা দিলেই হবে?

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পড়ুন।

ধরা যাক আপনি একজন গৃহিনী, সঞ্চয়পত্রে আপনার ১০ লক্ষ টাকার বিনিয়োগ রয়েছে যা থেকে আপনি কিছু আয় করে থাকেন। এর বাইরে আপনার আর কোন আয় নেই। এখন আপনার প্রশ্ন জাগে যে, আপনার যেহেতু Tin Certificate রয়েছে তাই আপনাকে আয়কর দিতে হবে কিনা অথবা আয়কর রিটার্ন দাখিল করতে হবে কিনা?

হ্যাঁ, আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে আপনার অন্য কোন খাত থেকে বাড়তি আয় না থাকলে আলাদা করে আর কোন আয়কর দিতে হবে না। বিষয় টাকে বুঝিয়ে বলছি।

যেহেতু সরকার জানেন না যে, কোন ব্যক্তির কোন কোন খাত থেকে আয় রয়েছে তাই প্রতিবছর ৩০ নভেম্বর Self Assessment পদ্ধতিতে নিজের আয়কর রিটার্ন দাখিল করতে হয়। অন্যদিকে করসীমা অতিক্রম করলেই বাড়তি আয়ের উপর আয়কর দিতে হবে। যেহেতু সঞ্চয়পত্রে বিনিয়োগে থেকে যে আয় হয় তা থেকে সরকার ১০% Source Tax বা উৎসে কর কর্তন করে রাখে। অর্থাৎ সঞ্চয়পত্র থেকে আয় হওয়ার সাথে সাথেই সরকার আপনার থেকে কর কেটে নিচ্ছে। অন্যদিকে Source Tax হলো একটি চূড়ান্ত কর, সুতরাং ওই আয়ের উপর আর কোন আয়কর দিতে হবেনা।

তবে আপনার যদি অন্য কোন উৎস থেকে কোন আয় থাকে যেমনঃ বাড়ি ভাড়া থেকে আয়, কৃষি আয় ইত্যাদি তবে তা আয়কর রিটার্নে দেখাতে হবে এবং একইসাথে আয়কর সীমা অতিক্রম করলে শুধুমাত্র সেক্ষেত্রেই আয়কর দিতে হবে।

সুতরাং বোঝা গেলো যে, শুধুমাত্র সঞ্চয়পত্রে বিনিয়োগে থাকলে তার উপর নতুন করে আয়কর দিতে হবে না তবে প্রতিবছর নির্দিষ্ট সময় (৩০ নভেম্বরের) মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

ধরা যাক আপনি একজন গৃহিনী, সঞ্চয়পত্রে আপনার ১০ লক্ষ টাকার বিনিয়োগ রয়েছে যা থেকে আপনি কিছু আয় করে থাকেন। এর বাইরে আপনার আর কোন আয় নেই। এখন আপনার প্রশ্ন জাগে যে, আপনার যেহেতু Tin Certificate রয়েছে তাই আপনাকে আয়কর দিতে হবে কিনা অথবা আয়কর রিটার্ন দাখিল করতে হবে কিনা?

হ্যাঁ, আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে আপনার অন্য কোন খাত থেকে বাড়তি আয় না থাকলে আলাদা করে আর কোন আয়কর দিতে হবে না। বিষয় টাকে বুঝিয়ে বলছি।

যেহেতু সরকার জানেন না যে, কোন ব্যক্তির কোন কোন খাত থেকে আয় রয়েছে তাই প্রতিবছর ৩০ নভেম্বর Self Assessment পদ্ধতিতে নিজের আয়কর রিটার্ন দাখিল করতে হয়। অন্যদিকে করসীমা অতিক্রম করলেই বাড়তি আয়ের উপর আয়কর দিতে হবে। যেহেতু সঞ্চয়পত্রে বিনিয়োগে থেকে যে আয় হয় তা থেকে সরকার ১০% Source Tax বা উৎসে কর কর্তন করে রাখে। অর্থাৎ সঞ্চয়পত্র থেকে আয় হওয়ার সাথে সাথেই সরকার আপনার থেকে কর কেটে নিচ্ছে। অন্যদিকে Source Tax হলো একটি চূড়ান্ত কর, সুতরাং ওই আয়ের উপর আর কোন আয়কর দিতে হবেনা।

তবে আপনার যদি অন্য কোন উৎস থেকে কোন আয় থাকে যেমনঃ বাড়ি ভাড়া থেকে আয়, কৃষি আয় ইত্যাদি তবে তা আয়কর রিটার্নে দেখাতে হবে এবং একইসাথে আয়কর সীমা অতিক্রম করলে শুধুমাত্র সেক্ষেত্রেই আয়কর দিতে হবে।

সুতরাং বোঝা গেলো যে, শুধুমাত্র সঞ্চয়পত্রে বিনিয়োগে থাকলে তার উপর নতুন করে আয়কর দিতে হবে না তবে প্রতিবছর নির্দিষ্ট সময় (৩০ নভেম্বরের) মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *