সূচীপত্র
সরকারি ব্যয়ে ৪টি কারিগরি প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে – জনশক্তি উন্নয়নের কাজ করছে সরকার – সরকারি খরচে টেকনিক্যাল কোর্সে ফ্রি প্রশিক্ষণ ২০২২
ফ্রি প্রশিক্ষণ ২০২২– অর্থ মন্ত্রনালয়, অর্থ বিভাগের অর্থায়নে পরিচালিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, নিম্নে বর্ণিত কোর্স সমূহে সম্পূর্ন সরকারি খরচে শধুমাত্র বেকার যুব পুরুষ ও মহিলা, অনগ্রসর, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, উপজাতি এবং প্রতিবন্ধিদের কর্মসংস্থানের লক্ষ্যে SKILLS FOR EMPLOYMENT INVEST- MENT PROGRAM (SEIP), Tranche-3 এর আওতায় ০৪ মাস মেয়াদী জানুয়ারী – এপ্রিল/২০২৩ খ্রিঃ সেশনে ভর্তি কার্যক্রম চলছে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে।
আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে? ০১। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্রের প্রশংসাপত্র / মূল সনদপত্র এর সত্যায়িত ০১ কপি। ২। পাসপোর্ট আকারের ০৪ কপি সত্যায়িত ছবি। ৩। জাতীয় পরিচয়পত্র/ অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ০১ (এক) কপি জমা দিতে হবে।
৪। নাগরিকত্বের সনদপত্র এর সত্যায়িত ০১ কপি। ৫। চূড়ান্ত ভর্তি যোগ্য প্রার্থীদের স্থানীয় মেয়র/চেয়ারম্যান কর্তৃক অভিভাবকের বাৎসরিক আয় সম্পর্কিত প্রত্যয়ন পত্রের মূল কপি জমা দিতে হবে। ৬। অসম্পূর্ন আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে। কোর্স শেষে সনদ ও চাকুরী সুযোগ আছে। ৭। চূড়ান্ত ভর্তি যোগ্য প্রার্থীকে অব্যশই দেশে বা দেশের বাইরে চাকুরী করিতে আগ্রহী হতে হবে। ID প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের NTVQF Level সনদ অর্জন ও চাকুরী সুযোগ আছে। D. বিস্তারিত তথ্যের জন্য কেন্দ্রের প্রশিক্ষণ শাখায় ও তথ্য কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে।
প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ / প্রকার ফি প্রদান করতে হবে না।
আপনার জেলার টিটিসিতে যোগাযোগ করুন। প্রতিটি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকে।
Caption: www.thakurgaon.gov.bd
সরকারি খরচে টেকনিক্যাল কোর্সে ফ্রি প্রশিক্ষণ ২০২২ । শর্তাবলী বা টার্মস এন্ড কন্ডিশন
- যে সকল প্রার্থীর বয়স ২০ বছর অথবা ২০ বছরের বেশী তাদের জাতীয় পরিচয় পত্র (NID) বাধ্যতামূলক।
- প্রতিদিন নিজ নিজ নামের পাশে স্বাক্ষর করে হাজিরা প্রদান করতে হবে ।
- প্রশিক্ষণার্থীগণকে প্রতিমাসে ক্লাসে ৯০% উপস্থিতি থাকলে বাজেট প্রাপ্তী সাপেক্ষে SEIP কর্তৃক নির্ধারিত দৈনিক ১০০ টাকা যাতায়াত ভাতা প্রদান করা হবে।
- বয়সসীমা ৩১/১২/২০২২ ইং তারিখে ১৮-৪৫ বছর হতে হবে।
ভর্তি হওয়ার শেষ তারিখ কত?
আবেদন ফরম উত্তোলন / বিতরণ শুরু : ২০/১১/২০২২ খ্রিঃ থেকে ১৮/১২/২০২২ খ্রিঃ পর্যন্ত। আবেদন জমা দেয়ার শেষ তারিখ : ১৯/১২/২০২২ খ্রিঃ বিকাল ২.০০ ঘটিকা পর্যন্ত। ভর্তি পরীক্ষা: রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, সুইং মেশিন অপারেশন, ২৬/১২/২০২২খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায়। ভর্তি পরীক্ষাঃ আই টি সাপোর্ট, ইলেকট্রিক্যাল, ২৭/১২/২০২২ খ্রিঃ, সকাল ১০.০০ ঘটিকায়। ফলাফল প্রকাশঃ ২৭/১২/২০১২ খ্রিঃ ( Website www.thakurgaon.gov.bd.com facebook: thakurgaon Tic ফলাফল পাওয়া যাবে ) ভর্তি : ২৭/১২/২০২২ হইতে ২৮/১২/২০২২ খ্রিঃ, এবং অপেক্ষামান ভর্তি ঃ ২৯/১২/২০২২ খ্রিঃ। ক্লাস শুরুঃ ০১/০১/২০২৩ খ্রিঃ।
প্রশিক্ষণ সময় : সকাল ১১.০০ ঘটিকা হইতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত।