জাতীয় বিশ্ববিদ্যালয়

Hons 3rd Year Form fill up Notice 2025 । স্নাতক তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সর্বশেষ তারিখ কত?

সূচীপত্র

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ-জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফরম পূরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ এবং জমাদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।– Hons 3rd Year Form fill up Notice 2025

বিভিন্ন কলেজের অধ্যক্ষ মহোদয়ের সুপারিশকৃত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে অনার্স ১ম বর্ষ ও ২য় বর্ষে Promoted কিন্তু অনার্স ৩য় বর্ষের এক বা একাধিক কোর্সে (F) গ্রেড রয়েছে এবং অনার্স ৪র্থ বর্ষে অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে এক বা একাধিক কোর্সে (F) গ্রেড রয়েছে সে সকল শিক্ষার্থীরা অনার্স ৩য় বর্ষের এক বা একাধিক কোর্সে ফরম পূরণ বাবদ ২,০০০/- (দুই হাজার) টাকা এবং জরিমানা বাবদ ৩,০০০/- (তিন হাজার) টাকা সর্বমোট ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা ফি প্রদান করে শুধুমাত্র ২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরমপূরণের সুযোগ পাবে। কোন শিক্ষার্থী ফরম পুরণ করতে ব্যর্থ হলে, পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলে কোন অবস্থাতেই পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করতে পারবে না। 

জাতীয় বিশ্ববিদ্যালয় কি? জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি পাবলিক কলেজিয়েট বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯২ সালে সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় গাজীপুরে অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে অনেক কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ২,২৫৭টি কলেজ রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০২৫ সালের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ০৪ মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবেন। আঞ্চলিক কেন্দ্রে জমা দেয়ার প্রয়োজন নাই।

বিঃ দ্রঃ স্মারক নং-জাতীঃবিঃ/পনি/অনার্স পার্ট-৩/বিজ্ঞপ্তি/০২(অংশ-২)/২০২৩/২০২৫/১৮৯৯, তারিখ ঃ ০৫/০১/২০২৫ খ্রিঃ এ প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে ।

Caption: Nu edu bd

এনইউ বিষয় ২০২৫ । জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে?

  1. কলা অনুষদ (Faculty of Arts):

    বাংলা (Bangla)
    ইংরেজি (English)
    ইতিহাস (History)
    দর্শন (Philosophy)
    ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (Islamic History and Culture)
    আরবি (Arabic)
    সংস্কৃত (Sanskrit)
    সমাজবিজ্ঞান অনুষদ (Faculty of Social Sciences):

  2. অর্থনীতি (Economics)
    রাষ্ট্রবিজ্ঞান (Political Science)
    সমাজবিজ্ঞান (Sociology)
    সমাজকর্ম (Social Work)
    নৃবিজ্ঞান (Anthropology)
    ভূগোল ও পরিবেশ (Geography and Environment)
    বিজ্ঞান অনুষদ (Faculty of Science):

  3. পদার্থবিজ্ঞান (Physics)
    রসায়ন (Chemistry)
    গণিত (Mathematics)
    উদ্ভিদবিজ্ঞান (Botany)
    প্রাণিবিজ্ঞান (Zoology)
    পরিসংখ্যান (Statistics)
    কম্পিউটার বিজ্ঞান (Computer Science)
    ব্যবসায় শিক্ষা অনুষদ (Faculty of Business Studies):

  4. হিসাববিজ্ঞান (Accounting)
    ব্যবস্থাপনা (Management)
    ফিনান্স ও ব্যাংকিং (Finance and Banking)
    মার্কেটিং (Marketing)
    এছাড়াও, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও অনেক বিষয় রয়েছে, যেমন – আইন, শিক্ষা, কৃষি, প্রকৌশল ইত্যাদি।

কাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া উচিৎ নয়?

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় এবং অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়। এখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ রয়েছে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া হয়তো সবচেয়ে ভালো সিদ্ধান্ত নাও হতে পারে। নিচে কিছু বিষয় আলোচনা করা হলো:

১. যারা গবেষণা বা বিশেষায়িত শিক্ষা পেতে চান:

যদি আপনার লক্ষ্য হয় উচ্চতর গবেষণা বা বিশেষায়িত শিক্ষা, যেমন – পিএইচডি বা পোস্ট ডক্টরাল গবেষণা, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো আপনার জন্য সেরা বিকল্প নাও হতে পারে। সাধারণত, এই ধরনের শিক্ষার্থীরা স্বনামধন্য গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে, যেখানে গবেষণার সুযোগ এবং অত্যাধুনিক সরঞ্জাম বেশি থাকে।

২. যারা দ্রুত শিক্ষা জীবন শেষ করতে চান:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জট একটি সাধারণ সমস্যা। এর কারণে অনেক সময় শিক্ষার্থীদের শিক্ষা জীবন দীর্ঘ হয়ে যায়। যদি আপনি সময়মতো পড়াশোনা শেষ করতে চান, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে।

৩. যাদের হাতে পর্যাপ্ত সময় নেই:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক কলেজ রয়েছে, এবং এসব কলেজের মান ভিন্ন হতে পারে। অনেক সময় শিক্ষার্থীদের ক্লাস করার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকে না। যদি আপনার হাতে যথেষ্ট সময় না থাকে এবং আপনি নিয়মিত ক্লাস করতে না পারেন, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া আপনার জন্য কঠিন হতে পারে।

৪. যারা হাতে-কলমে কাজ শিখতে চান:

কিছু কিছু বিষয়ে, যেমন – প্রকৌশল বা কারিগরি শিক্ষা, হাতে-কলমে কাজ শেখাটা খুবই জরুরি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কলেজে এই ধরনের শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নাও থাকতে পারে।

এসব কারণে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে আপনার নিজের লক্ষ্য, সুযোগ-সুবিধা এবং আগ্রহের বিষয়গুলো বিবেচনা করা উচিত। আপনার যদি গবেষণা, দ্রুত শিক্ষা জীবন শেষ করা, পর্যাপ্ত সময় এবং হাতে-কলমে কাজ শেখার সুযোগের প্রয়োজন হয়, তাহলে বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠান বিবেচনা করতে পারেন।

বিবরণসময়সীমা
অনলাইনে আবেদন ফরম পূরণ ও শেষ তারিখ২৫/১০/২০২৫ থেকে ১৭/১১/২০২৫
শিক্ষার্থী কর্তৃক আবেদন ফরম জমাদান শেষ তারিখ১৮/১১/২০২৫ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত
টাকা জমা দেওয়ার শেষ তারিখ২০/১১/২০২৫ থেকে ২১/১১/২০২৫ বিকেল ৪:০০ টা পর্যন্ত
বিবরণী ফরম এবং আনুষঙ্গিক কাগজপত্র কলেজে জমাদানের শেষ তারিখ২২/১১/২০২৫ থেকে ২৩/১১/২০২৫

 

পরীক্ষার ফি-এর বিবরণ

 

ক্রমিকপরীক্ষার ফি এর বিবরণটাকা
০২তত্ত্বীয় (প্রতি পূর্ণ কোর্স)- বিশ্ববিদ্যালয় জমা৫০০/-
০৩তত্ত্বীয় (প্রতি অর্ধ কোর্স)- বিশ্ববিদ্যালয় জমা৩০০/-
০৪ইনকোর্স/ব্যবহারিক (প্রতি পরীক্ষার্থী)- বিশ্ববিদ্যালয় জমা৩০০/-
০৬কেন্দ্র ফি তত্ত্বীয় (প্রতি পরীক্ষার্থী) শুধুমাত্র যারা পূর্ণ কোর্সে অংশগ্রহণ৪৫০/-
০৭কেন্দ্র ফি ব্যবহারিক (প্রতি পরীক্ষার্থী)১৫০/-
০৮(অনিয়মিত/গ্রেড উন্নয়ন/মানোন্নয়ন পরীক্ষার্থীর জন্য কোর্স প্রতি ফি এর অতিরিক্ত) প্রতি পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় জমা১০০০/-
০৯২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এক বা একাধিক কোর্স (F) গ্রেড প্রাপ্ত (অকৃতকার্য) শিক্ষার্থীদের সারচার্জ ফি১০০০/-
১০Conditional Promoted (C-Promoted) পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষায় অংশ গ্রহণের জন্য নির্ধারিত ফি এর অতিরিক্ত১০০০/-

শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (cms.nu.ac.bd এবং www.nubd.info/honours) এবং সংশ্লিষ্ট কলেজের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *