সূচীপত্র
বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু ক্যাডার ১৪ টি সাধারণ ও ১২ টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৬ টি ক্যাডার রয়েছে এবং পদসংখ্যাও সীমিত– ক্যাডারে যারা স্থান না পায় তাদেরই কেবল নন ক্যাডার পদে নিয়োগ দেয়া হয় –41Th BCS Non Cadre Result 2023
৯ম গ্রেড মানেই কি ক্যাডার পদ? না। ৪১তম বি.সি.এস পরীক্ষা-২০১৯ এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২২ নভেম্বর ২০২৩ তারিখের ৮০.০০.০০০০.২০২.৬৪.০৩১.২৩(অংশ)-১৭১ নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের পছন্দক্রম অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত “নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩” অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডারভুক্ত [৯ম থেকে ১২তম গ্রেড] শূন্য পদে নিয়োগের জন্য নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী ৩,১৬৪ জন প্রার্থীকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে (Provisionally) সুপারিশ করা হয়েছে।
কোন নিয়োগ বিধিমালা অনুযায়ী নন ক্যাডারে নিয়োগ দেয়া হয়? নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩ এর বিধান অনুযায়ী এ সুপারিশ করা হয়। সুপারিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম এবং সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির শর্ত অনুসরণ করা হয়েছে। প্রার্থীকে নিয়োগ দেওয়ার পূর্বে তাদের মতামত বা ইচ্ছা জানা হয়।
নন ক্যাডারে নিয়োগ দেওয়ার সময় কি কি যাচাই করা হয়? প্রার্থীর আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি এবং আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত অংগীকারনামার ভিত্তিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক এই শর্তে প্রার্থীদের অনুকূলে সুপারিশ করা হয় যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডকুমেন্টসের সত্যতা যাচাই, প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা, বুকের মাপ এবং ওজন সম্পর্কিত তথ্য এবং সুপারিশের পূর্ববর্তী জীবন-বৃত্তান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যাচাইয়ের পর নিশ্চিত হয়ে সুপারিশ প্রাপ্তদের নিয়োগ প্রদান করতে হবে।
BPSC নন ক্যাডার পরীক্ষা । www.bpsc.gov.bd non cadre result । নন ক্যাডার পরীক্ষার ফলাফল
বিসিএস প্রিলিমিনারি,রিটেন,ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সার্কুলারে থাকা নির্দিষ্ট সংখ্যক পদে যারা নিয়োগ পান তাদের বলা হয় ক্যাডার । প্রিলিমিনারি,রিটেন,ভাইভা তে উত্তীর্ণ হয়েও যারা পদ পান না তাদের বলা হয় নন-ক্যাডার।
Caption: 41Th BCS Non Cadre Result 2023
নন ক্যাডার বিসিএস পদ । যে সকল পদে নন-ক্যাডার বিসিএস নিয়োগ দেয়া হয়।
- ৯ম গ্রেড, খাদ্য মন্ত্রণালয়, পদের নাম : গবেষণা কর্মকর্তা।
- পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিকল্পনা বিভাগ, পদের নাম : গবেষণা কর্মকর্তা।
- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তর, পদের নাম : সাব-রেজিস্ট্রার
- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তর, পদের নাম : সহকারী প্রোগ্রামার
- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তর, পদের নাম : সহকারী পরিচালক
- অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনাল, পদের নাম : সহকারী রেজিস্ট্রার
- ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্ৰ, পদের নাম : প্রকাশনা কর্মকর্তা
প্রার্থীর তথ্যে যদি গরমিল পাওয়া যায়?
যেকোন সময় সাময়িকভাবে সুপারিশকৃত কোন প্রার্থীর যোগ্যতার শর্তের অপূর্ণতা থাকলে, দুর্নীতি, জালিয়াতি, অসত্য তথ্য প্রদান বা অন্য কোন ক্ষেত্রে যেমন যাচিত সনদ/প্রত্যয়ন/কাগজপত্রাদি যথাযথ না থাকলে বা কোন গুরুতর (Substantive) ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল করা হবে। চাকরিতে নিয়োগের পরও বর্ণিত ক্ষেত্রসমূহে কোন অনিয়ম প্ৰকাশ বা প্রমাণ হলে প্রার্থীকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও প্রার্থীর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
প্রার্থীর নিয়োগকারী কর্তৃপক্ষ কি কর্ম কমিশন?
হ্যাঁ। প্রকাশিত ফলাফলে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ করে। এই সুপারিশ প্রার্থীর নন-ক্যাডার পদে চাকরি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করবে না বা অধিকার জন্মাবে না। কমিশনের নিকট হতে সুপারিশ প্রাপ্তির পর নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত সুপারিশের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে পারবে।