সূচীপত্র
ভূমি অফিসে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীগণের মাসিক বেতন ভাতাদি কেমন তা জানতে অনেকেরই আগ্রহ থাকে – এসিল্যান্ড অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাদি দেখুন।
সহকারী কমিশনার ভূমি এর বেতন ভাতাদি কত? বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে ৯ম গ্রেডে সহকারী কমিশনার পদে নিয়োেগ প্রদান করা হয়। মূল বেতন ২২০০০ এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি যোগ হয়ে মোট বেতন নির্ধারিত হয়। যদি মূল বেতন ২২ হাজার টাকা হয় তবে উপজেলায় বাসা ভাড়া ৪০% হারে ৮৮০০ টাকা। চিকিৎসা ভাতা ১৫০০ টাকা। তাহলে মোট বেতন দাঁড়ায় ২২০০০+৮৮০০+১৫০০ = ৩২৩০০ টাকা। সন্তান থাকলে শিক্ষা ভাতা ১০০০ টাকা দুই সন্তানের জন্য প্রযোজ্য। তবে সিনিয়র ভূমি কমিশনার এর বেতন বৃদ্ধি পেয়ে মূল বেতন ৪১০০০ টাকা পর্যন্ত হয়। পরবর্তীতে সহকারী ভূমি কমিশনার হতে উপসচিব, সচিব ইত্যাদি পদে পদোন্নতি হয়।
সহকারী পেশকারের গ্রেড কত? এসি ল্যান্ড অফিস বা উপজেলা ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (প্রাক্তন তহশিলদার) পদ নয়, এটা হচ্ছে ইউনিয়ন ভূমি অফিসের পদ৷ এদের পদবী ছিল ১৬ তম। সম্প্রতি এদের পদবী পরিবর্তন সহ গ্রেড ১১ করেছে। এসি ল্যান্ডের অধীনে পদগুলো হলো ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী সার্টিফিকেট পেশকার/সহকারী সহ সমমানের পদ ( গ্রেড ১৬)।
প্রতি বছর বার্ষিক বেতন বৃদ্ধির হার কেমন? বেতন কাঠামোতে বলা হয়, সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি ৫ শতাংশ হবে। তবে মূল্যস্ফীতি ৫ শতাংশের বেশি হলে বেতন বৃদ্ধির হারও সে অনুযায়ী হবে। যদিও চলতি বছর সরকার মূল্যস্ফিতির উপর ভিত্তি করে নতুন কার্যকর করার চিন্তা করছে।
ভূমি অফিসের কিছু পদের পদনাম পরিবর্তন করা হয়েছে / মন্ত্রণালয়ের নিয়োগ বিধি মাঠ প্রশাসনে কার্যকর হওয়ার কারণে পদনাম পরিবর্তন হলেও বেতন গ্রেড পরিবর্তন করা হয়নি
মাঠ পর্যায়ে পদ পদবি পরিবর্তনের ফলে তাদের বেতন ভাতার কোন পরিবর্তন হবে না। অর্থ মন্ত্রণালয় কোন আর্থিক সুবিধা প্রদান করবে না বলে পরিস্কার করে দিয়েছে। অর্থাৎ গ্রেড যেমন পরিবর্তন হচ্ছে না ঠিক তেমনি বেতন ভাতাদির কোন হ্রাস বৃদ্ধি হচ্ছে না। এ আদেশ জারির ফলে কর্মচারীগণ আর্থিক ভাবে বেনিফিট হবে না।
ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ সহকারী কর্মকর্তা নিয়োগ বিধিমালা-২০২১
ভূমি অফিসের বিভিন্ন পদের গ্রেড । গ্রেড জানা থাকলে বেতন স্কেল, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য যোগ করে মোট বেতন বের করা যাবে
- এসি ল্যান্ড বা সহকারী কমিশনার ভূমি ৯ম গ্রেড।
- ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (প্রাক্তন তহশীলদার) ১১তম গ্রেড।
- ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা (প্রাক্তন সহকারী তহশীলদার) ১২তম গ্রেড।
- ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী সার্টিফিকেট পেশকার/সহকারী সহ সমমানের পদ ১৬ তম গ্রেড।
- সুপার বা হেড এসিস্ট্যান্ট ১৪তম গ্রেড।
- সার্ভেয়ার ১৪তম গ্রেড।
- কানুনগো ১০ম গ্রেড।
- কম্পিউটার অপারেটর ১৪ তম গ্রেড।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা অফিস সহকারী ১৬তম গ্রেড।
- রেকর্ড কীপার ১৬তম গ্রেড।
- গাড়ি চালক ১৬ গ্রেড।
- অফিস সহায়ক বা পিয়ন ২০তম গ্রেড।
একজন এসিল্যান্ডের কাজ কি?
তিনি কালেক্টর বা ডিসি এর প্রতিনিধি হিসেবে বিভিন্নআইনের অধীনে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়ন কর আদায়ের কাজ করে থাকেন। আপনার ভূমি সংক্রান্ত অধিকাংশ সমস্যার সমাধানের এখতিয়ার বা authority এসি (ল্যান্ড) এর রয়েছে। তিনি উপজেলানির্বাহী অফিসার, এডিসি (রেভিন্যু) এবং সর্বোপরি ডিসি বা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থেকে কাজ করেন। ভূমি বা জমির পর্চা বা খতিয়ান সংশোধন ও দলিল রেজিস্টার ইত্যাদি কাজ করে থাকেন।
জাতীয় বেতন স্কেলে বেতন ভাতাদি । বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ভিত্তিক মোট বেতন দেখুন