বিআরটিএ তথ্য

Best Motorcycle Chain cleaning System । মোটর সাইকেলের চেইন পরিষ্কার এবং লুব করার উপায় ২০২৩

আজকে আমরা শিখবো মোটর সাইকেলের চেইনের রক্ষনাবেক্ষন অর্থাৎ চেইন কিভাবে লুব এবং পরিক্ষার করতে হয়। একজন নতুন বাইক রাইডারের তার নিজের বাইকের যে সকল মেইনটেনেন্স নিজে নিজে শিখে নেওয়া উচিত তার মধ্যে মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল (অনেকে মবিল বলে থাকেন, বস্তুত মবিল একটি ইঞ্জিন অয়েল প্রস্ততকারক কোম্পানি) পরিবর্তন করা এবং সেই সাথে মোটরসাইকেলের চেইন কীভাবে পরিষ্কার করতে হয় তা শিখে নেওয়া জরুরি।

সাধারণত উচ্চ সিসির বাইকে চেইন কভার থাকেনা। বাংলাদেশে দেখা যায় ১৫০ বা ১৬৫ সিসির বাইকে চেইন কভার নেই। চেইন কভার না থাকার কারনে যে সকল সুবিধা পাওয়া যায় তা হল চেইন ছিঁড়ে গেলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং প্রয়োজন মত চেইন লুব করা যায় যা বাইকের পারফরম্যান্স বৃদ্ধি করে। আর চেইন কভার না থাকার অসুবিধা হল চেইন দ্রুত ময়লা হয়ে যায়।

আপনি খুব সহজে অর্থাৎ কেবলমাত্র ১৫ মিনিটে আপনার মোটরসাইকেলের চেইন, স্প্রোকেট উভয়ের পারফরম্যান্সকে বৃদ্ধি করতে পারেন। আমাদের মনে রাখতে হবে ইঞ্জিন হতে চেইন বাইকের পিছনের চাকায় শক্তি সরবরাহ করে। যথাযথ তদারকি ও রক্ষনাবেক্ষন করা না হলে এটা ছিঁড়ে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে।

কত দিন/ কিলোমিটার পর পর পরিস্কার করতে হয়

এজন্য আপনার বাইকের ইউজার ম্যানুয়্যাল দেখুন। সাধারণত ৫০০-৭০০ কিলোমিটার বা ২/৩ মাস পরপর পরিস্কার করা ভাল তবে এটা নির্ভর করে আপনি কোন পরিবেশে বাইক রাইড করছেন। পরিবেশ নোংরা হলে অথবা বৃষ্টির মধ্যে বাইক চালালে চেইন দ্রুত ময়লা হয়।

পরিস্কার করতে যা যা লাগেবে

  • পরিস্কার কাপড়
  • চেইন পরিস্কার করার ব্রাশ যা বাজারে ১০০ টাকার মধ্যে পাবেন। না থাকলে পুরনো দাতেঁর ব্রাশ ব্যবহার করতে পারেন।
  • পরিস্কার করার জন্য Motul Chain Cleaner/ WD 40 অথবা কেরোসিন।
  • লুব করার জন্য Motul Chain Lube অথবা গিয়ার অয়েল।
  • সার্জিক্যাল গ্লাভস (এটা আপনার হাত নোংরা হওয়া থেকে রক্ষা করবে)।

মতুল চেইন ক্লিনার এবং লুব (১৫০ মিলি) এর প্রতিটির দাম ৪০০-৪৫০ টাকা করে যা আপনি ২/৪ বার ব্যবহার করতে পারবেন। Motul Chain Cleaner/ Lube ভাল ফল দিলেও এর দাম অত্যাধিক। সেক্ষেত্রে কেরোসিন এবং গিয়ার অয়েল ব্যবহার করায় ভাল। বস্তুত চেইন ক্লিনার এর মূল উপাদান কেরোসিন অন্যদিকে গিয়ার অয়েল ব্যবহার করলে চেইন তুলনামূলক ময়লা কম হয়। দাম ১ লিটার মাত্র ২৫০ টাকার মত।

এখন আমরা দেখে নেই কিভাবে পরিস্কার এবং লুব করবো

স্টেপ ১: বাইক ডাবল স্ট্যান্ড এ রাখুন যা পরিস্কার এবং লুব করতে সাহায্য করবে

স্টেপ ২: বাইকের চেইন এবং Spoket পরিক্ষা করুন

স্টেপ ৩: বাইক ১ম গিয়ারে রেখে কেরোসিন/ Motul Chain Cleaner/ WD 40 করুন। খেয়াল রাখবেন যাতে কেরোসিন সমস্ত এবং সব দিক থেকে চেইন এবং Spoket এ লাগে। এর পর ৫ মিনিট অপেক্ষা করুন। Motul Chain Cleaner/ WD 40 এর দাম ৪০০ টাকা। মূলত এ সবের মূল উপাদান কেরোসিন। তাই কেরোসিন ব্যবহার করলেই খরচ কম হবে এবং পারফরম্যান্স প্রায় একই।

স্টেপ ৪: ব্রাশ/ চেইনের ব্রাশ ব্যবহার করে চেইন পরিস্কার করুন। পরিস্কার করার সময় ভুলেও ইঞ্জিন চালু রাখবেন না। মনে রাখবেন এতে হাতের আংগুল হারানোর ভয় আছে। এমন ভাবে পরিস্কার করবেন যাতে চেইন এবং Spoket কোন ময়লা না থাকে। পরিস্কার কাপড় ব্যবহার করে সব ময়লা মুছে ফেলুন।

স্টেপ ৫: এবার লুব করার পালা। প্রথমে চেইন একটু গরম করে নিতে হবে। এজন্য বাইক ৫ মিনিট রাইড করুন/ ডাবল স্ট্যান্ড এ রেখে ১ম গিয়ারে চালু করেও কাজ টা করতে পারেন। এরপর ভাল করে Motul Chain Lube অথবা গিয়ার অয়েল প্রয়োগ করুন।

আপনার যদি কোনও অতিরিক্ত কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের জানাতে পারেন। আমরা আপনার মোটরসাইকেলের সাথে সম্পর্কিত অন্য কোনও অনুসন্ধানে সহায়তা করতে পেরে খুশি হব। যদি লেখা পড়ে বুঝতে সমস্যা হয় তবে ভিডিও দেখে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *