ভূমি আইন ২০২৫

Bhumipedia Land Gov bd । ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য এখন আপনার হাতের কাছেই পাবেন

ভূমি সংক্রান্ত আইন, অধ্যাদেশ, রাষ্ট্রপতির আদেশ, বিধিমালা, প্রবিধান, নীতিমালা, নির্দেশিকা, পরিপত্র, প্রজ্ঞাপন, অফিস আদেশ, সমঝোতা স্মারক, ম্যানুয়াল, গেজেট এর তথ্য ভান্ডার- ভূমি পিডিয়া ই-বুক

ভূমিপিডিয়া কি? – ভূমি পিডিয়া অনেকটা উইকিপিডিয়ার মতই। এখানে আপনি ভূমি সংক্রান্ত বিভিন্ন ধরনের PDF বই, আদেশ, পরিপত্র ও বিধান পাবেন। যা একত্র করে সরকার আপলোড করেছে-তাই তথ্য এবং বইগুলো অথেনটিক এবং নিশ্চিন্তে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন।

নামজারি করার নিয়ম কি? অনুগ্রহপূর্বক আপনি নামজারির কাজটি অনলাইনে এ সম্পন্ন করতে পারবেন যার মাধ্যমে আপনি নামজারির খতিয়ানটি পেতে পারবেন। নামজারি আবেদনের বিষয়ে জানতে https://mutation.land.gov.bd/ এই ওয়েবসাইটটি তে প্রবেশ করুন এবং আবেদন অপশনটি সঠিকভাবে তথ্য দিয়ে পূরন করে আবেদন করবেন।

খতিয়ান সংশোধন কিভাবে করতে হয়? The State Acquisition and Tenancy Act, 1950 এর ৪৩ ধারা মতে, এবং প্রজাস্বত্ব বিধিমালা, ১৯৫৫ এর বিধি ২৩ এর উপবিধি (৩) অনুযায়ী চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের করনিক ভুল (Clerical Mistake) সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা যিনি বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড হিসেবে কাজ করেন তিনিই সংশোধন করতে পারেন। সহকারী কমিশনার (ভূমি) আবেদনের প্রেক্ষিতে বা প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর ২২ বিধির উপবিধি (১) অনুযায়ী খতিয়ানে দৃষ্ট করণিক ভুল সংশোধনের জন্য প্রতিবেদন প্রাপ্তির পর পূর্ববর্তী জরিপের কাগজপত্র, প্রাথমিক খাজনা বিবরণী, কালেক্টরের দপ্তরে সংরক্ষিত খতিয়ানের কপি এবং ২ নং রেজিস্ট্রার পর্যালোচনা ক্রমে এবং তিনি যে ধরনের অনুসন্ধান প্রয়োজন মনে করেন, তা করে এরূপ করণিক ভুল সংশোধনের নির্দেশ দেবেন। কালেক্টর কর্তৃক বা ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা কর্তৃক সংরক্ষিত খতিয়ান এবং ২ নম্বর রেজিস্ট্রার অনুযায়ী সংশোধন করার নির্দেশ প্রদান করত সংশোধনলিপির কপি সংশ্লিষ্ট পক্ষকে প্রদান করবেন।

আপনি অনলাইন হতে পিডিএফগুলো ডাউনলোড করে মোবাইল বা কম্পিউটারে পড়তে পারবেন-এবং রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন

কৃত্তিম বুদ্ধিমত্তা বিশিষ্ট চ্যাটবটটি উন্নয়ন প্রক্রিয়াধীন। জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর সন্তোষজনক না হলে মার্জনীয় এবং প্রয়োজনে ১৬১২২ নাম্বারে কল করুন।

Bhumipedia Land Gov bd । ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য এখন আপনার হতের কাছেই পাবেন

Caption: Check Now

নাগরিক কর্নারে ই-বুক । ১০০টিরও বেশি ইবুক-গেজেট-বিধি ও আইন PDF রয়েছে

  1. চূড়ান্তভাবে মুদ্রিত ও প্রকাশিত খতিয়ানের (Record of Rights) করণিক ভুল (Clerical Mistake), প্রতারণামূলক লিখন (Fraudulent Entry) এবং যথার্থ ভুল (Bona fide Mistake) সংশোধন সংক্রান্ত।
  2. Chittagong Hill Tracts (Land Acquisition ) Regulation, 1958-এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন
  3. Land Acquisition Regulation 1958 Amendment 28_Feb_2018
  4. স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭
  5. উপজেলা ভূমি অফিস কর্তৃক নামজারি সেবা প্রদান সংক্রান্ত ।
  6. পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন,২০১৬
  7. উন্নয়ন প্রকল্পে জলমহাল প্রাপ্তির আবেদন দাখিল ও ইজারা মূল্য পরিশোধ পদ্ধতি।
  8. ভূমি সংস্কার আইন ২০১৪ প্রণয়নের লক্ষ্যে মতামত প্রেরণ
  9. ভূমি প্রশাসন ম্যানুয়াল
  10. জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩
  11. অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ
  12. অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত
  13. প্রশিক্ষণ ম্যানুয়াল
  14. সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ এর অনুচ্ছেদ ৩৫
  15. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন, ২০১১
  16. বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০
  17. সরকারি জলমহাল ব্যবস্হাপনা নীতি, ২০০৯
  18. পদ্মা বহুমুখী সেতু প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন, ২০০৯
  19. অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১
  20. মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ,উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০
  21. যমুনা বহুমুখী সেতু প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন, ১৯৯৫
  22. ভূমি আপীল বোর্ড আইন, ১৯৮৯
  23. ভূমি সংস্কার বোর্ড আইন, ১৯৮৯
  24. অস্থাবর সম্পত্তি হুকুমদখল আইন, ১৯৮৮
  25. ভূমি-খতিয়ান (পার্বত্য চট্টগ্রাম) অধ্যাদেশ, ১৯৮৪
  26. The Foreign Voluntary Organisations (Acquisition of Immovable Property) Regulation Ordinance, 1983
  27. The Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982
  28. The Land Development Tax Ordinance, 1976
  29. The Alienation of Land (Distressed Circumstances) (Restoration) Ordinance, 1976
  30. The Bangladesh Government Hats and Bazars (Management) (Repeal) Ordinance, 1975
  31. THE STATE ACQUISITION AND TENANCY (SEVENTH AMEND- MENT) ORDER, 1972
  32. The Bangladesh (Resumption of Easement. Lands) Order, 1972
  33. THE STATE ACQUISITION AND TENANCY (AMENDMENT) ORDER, 1972
  34. MINISTRY OF LAW AND PARLIAMENTARY AFFAIRS
  35. BANGLADESH (VESTING OF PROPERTY AND ASSETS) ORDER, 1972
  36. The Bangladesh Abandoned Property (Control, Management and Disposal) Order, 1972
  37. GOVERNMENT OF THE PEOPLE’S REPUBLIC OF BANGLADESH MINISTRY OF LAW AND PARLIAMENTARY AFFAIRS
  38. The Bangladesh (Collection of Taxes) order,1971
  39. EAST BENGAL TENANCY RULES, 1954.
  40. রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ 

ভূমি সংক্রান্ত বই কোথায় পাওয়া যাবে?

আপনি bhumipedia.land.gov.bd/ebook লিংকে গিয়ে বই পেতে পারেন। অনুগ্রহ করে ভূমি সংক্রান্ত বিষয় সমূহ যেমন খতিয়ান, পর্চা, নামজারি, মিউটেশন, খাজনা, মৌজা বিষয়গুলো থেকে প্রশ্ন করুন। আপনার সার্বিক সহায়তার জন্য আমার তথ্যভাণ্ডারকে প্রতিনিয়ত আরও সমৃদ্ধ করা হচ্ছে। এছাড়া ঢাকা নীল ক্ষেত সহ বিভিন্ন লাইব্রেরি হতে ভূমি সংক্রান্ত বই কিনতে পারবেন। রকমারি ডটকম হতেও আপনি ভূমি সংক্রান্ত অসংখ্য বই কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *