ট্রিকস এন্ড টিপস

বিদ্যুৎ বিলের হিসাব ২০২৪ । আবাসিক বিদ্যুৎ বিলের হিসাব ইউনিটের বিল ধাপে ধাপে?

সূচীপত্র

আপনার বিদ্যুৎ বিল কমাতে চান  তবে মাসিক বিদ্যুৎ ব্যবহার সম্ভাব্য নিম্নতম ধাপে সীমিত রাখুন- বিদ্যুৎ বিল বকেয়ার কারনে সংযোগ বিচ্ছিন্ন করা হইলে পুনরায় সংযোগ গ্রহনের জন্য এলটি ১ ফেজ গ্রাহকের ক্ষেত্রে ৬০০/- টাকা, এলটি ৩ ফেজ গ্রাহকের জন্য ১৬০০/- টাকা, এমটি ও এইচটি গ্রাহকের জন্য ১০,০০০/- টাকা প্রযোজ্য হইবে-বিদ্যুৎ বিলের হিসাব ২০২৪

বিল বেশি পরিশোধ হলে কি পরে সমন্বয় করা যায়? হ্যাঁ।–গ্রাহক মাসিক, দ্বিমাসিক বা ত্রৈমাসিক যে কোন ভিত্তিতেই বিল পাইয়া পরিশোধ করিয়া থাকুন এবং তিনি পরবর্তী বিল যদি আনুমানিক নির্দিষ্ট তারিখের মধ্যে না পাইয়া থাকেন তবে অবশ্যই তাহা সাথে সাথে পরিসকে অবহিত করিবেন। বিদ্যুৎ বিল পাইবার সাথে সাথে বিদ্যুৎ বিলে উল্লেখিত রিডিং মিটারের সাথে মিলিয়ে দেখুন। কোন তারতম্য হইলে পরিসকে অবহিত করুন। যদি কোন বৈদ্যুতিক বিল গ্রাহকের নিকট ত্রুটিপূর্ণ কিংবা মিটার রিডিং এর সহিত এর সামঞ্জস্যহীন বলিয়া মনে হয়, তাহা হইলে পরিশোধের তারিখের পূর্বে গ্রাহক অবশ্যই পরিসকে তাহা অবহিত করিবেন। যদি গ্রাহক নির্দিষ্ট তারিখের পূর্বে পবিসের সহিত যোগাযোগে ব্যর্থ হন বা গ্রাহকের জন্য তাহাতে প্রতিকূল অবস্থা থাকে তাহা হইলে গ্রাহক অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে বিল পরিশোধ করিয়া দিবেন। তবে পরিশোধের পরও গ্রাহক তাহা পবিসকে জানাইতে পারিবেন এবং এক্ষেত্রে গ্রাহকের অভিযোগের সত্যতা প্রমাণিত হইলে পরবর্তী মাসের বিলে/বিলগুলিতে অতিরিক্ত টাকা (যদি পরিশোধিত হইয়া থাকে) সমন্বয় করা হইবে।

বিদ্যুৎ মিটারের ক্ষতি বা অপব্যবহার করলে কি পল্লী বিদ্যুৎ মামলা দিতে পারবেন? হ্যাঁ। বৈদ্যুতিক আইন এবং পবিস প্রচলিত বিধি অনুযায়ী গ্রাহকের গৃহে স্থাপিত বৈদ্যুতিক মিটারের রক্ষক গ্রাহক নিজেই। কাজেই মিটারের কোন ত্রুটি দেখিলে বা প্রাকৃতিক বিপর্যয়ে মিটার ক্ষতিগ্রস্থ হইলে গ্রাহক সাথে সাথে তাহা পবিসকে অবহিত করিবেন। অন্যথায় ইহা ধরিয়া নেওয়া হইবে যে গ্রাহক জ্ঞাতসারে এবং নিজ ইচ্ছানুযায়ী বৈদ্যুতিক মিটারের ক্ষতিসাধন করিয়াছেন। উল্লেখ্য বৈদ্যুতিক মিটারের কোন প্রকার ক্ষতি সাধন করা, মিটার ‘ডায়াল’ উল্টা ঘুরানো প্রভৃতি দণ্ডণীয় অপরাধ । এইসব ক্ষেত্রে গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নকরণ, জরিমানা আদায় ছাড়াও পবিস ফৌজদারী আদালতের আশ্রয় গ্রহণ করিতে পারেন।

কখন মিটার কেটে নেয়া হবে? ইচ্ছানুযায়ী গ্রাহক পবিসের সম্পত্তি বা সাজ-সরঞ্জামের ক্ষতি সাধন করিলে সদস্য পদ বাতিল হইতে পারে অথবা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করিলে সদস্য পদ বাতিল হইতে পারে। এছাড়াও  মিটার বা সাজ-সরঞ্জাম উল্টা ঘুরানোর চেষ্টা করিলে। ঘ) বিল তৈরীর ৯০ দিনের মধ্যে বিল পরিশোধ না করিলে সদস্য পদ বাতিল হইতে পারে। সমিতির কর্মকর্তা ও কর্মচারীগণ দাপ্তরিক কাজে নিয়োজিত থাকাকালীন সময়ে পবিসের গ্রাহক সদস্য অথবা তাহার প্রতিনিধি কর্তৃক ভয়ভীতি প্রদর্শন অথবা শারীরিক নির্যাতন করিলে মিটার কেটে নেয়া হয়।  কোন বিলে কোন আর্থিক অসংগতি পরিলক্ষিত হইলে তাহা পরবর্তী বিলের/বিলগুলির সহিত সমন্বয় সাধন করা হয়। গ্রাহকের বিলিং-এর সুবিধার্থে মিটার রিডিং প্রভৃতি কাজে পবিসের প্রতিনিধিকে আইনানুগ সকল সহযোগিতা করিতে গ্রাহক সদস্য পবিসের নিকট অঙ্গীকারবদ্ধ।

মিটার, ট্রান্সফরমার, লাইন নষ্ট হইলে/করিলে, সংশ্লিষ্ট গ্রাহক বিনষ্ট সরঞ্জামের মূল্য ও জরিমানা পরিশোধ করিবেন। / বিদ্যুৎ সম্পর্কিত বিবিধ সেবার জন্য চার্জ/ফি এর উপর সকল ক্ষেত্রে সরকারী নিয়মানুযায়ী ভ্যাট প্রযোজ্য হবে।

বিলম্ব মাসুল কত শতাংশ নেয়া হয়? কোন বিলে কোন আর্থিক অসংগতি পরিলক্ষিত হইলে তাহা পরবর্তী বিলের/বিলগুলির সহিত সমন্বয় সাধন করা হয়।বাড়ী, বাণিজ্যিক, সেচ ও রাস্তার বাতির ক্ষেত্রে বিল তৈরীর তারিখ হইতে ২০ (বিশ) দিনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করিতে হইবে। উক্ত বিল ২০ (বিশ) দিনের মধ্যে পরিশোধ করিতে অপারগ হইলে বিলের শতকরা ৫ ভাগ অতিরিক্ত বিলের টাকার সঙ্গে পরিশোধ করিতে হইবে। বিল তৈরীর ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বিল পরিশোধে ব্যর্থ হইলে পরের দিন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নকরণযোগ্য বলিয়া গণ্য হইবে।

বিদ্যুৎ বিল হিসাবের ক্ষেত্রে ধাপে ধাপে হিসাব করা হয়- এখানে ১৫০ ইউনিট ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে- ১-৭৫ ইউনিট ৪.৮৫ টাকা হারে এবং অবশিষ্ট ৭৫ ইউনিট পরবর্তী ধাপ ৭৬-২০০ ইউনিট ৬.৬৩ টাকা হারে হিসাব করা হয়েছে। ৭৫*৪.৮৫ এবং ৭৫*৬.৬৩ = ৮৬১ টাকা।

Caption: PBS Bill 

বিদ্যুৎ ইউনিট রেট ২০২৪ । আবাসিক বিদ্যুৎ বিল প্রতি ইউনিট কত টাকা?

  1. লাইফ লাইন  ১-৫০ ইউনিট ৪.৩৫ টাকা।
  2. প্রথম ধাপ ১-৭৫ ইউনিট ৪.৮৫ টাকা।
  3. দ্বিতীয় ধাপ ৭৬-২০০ ইউনিট ৬.৬৩ টাকা।
  4. তৃতীয় ধাপ ২০১-৩০০ ইউনিট ৬.৯৫ টাকা।
  5. চতুর্থ ধাপ ৩০১-৪০০ ইউনিট ৭.৩৪ টাকা।
  6. পঞ্চম ধাপ ৪০১-৬০০ ইউনিট ১১.৫১ টাকা।
  7. যষ্ঠ ধাপ ৬০০ ইউনিটের অধিক ১৩.২৬ টাকা।

কত দিনের মধ্যে বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়?

ইচ্ছানুযায়ী গ্রাহক পবিসের সম্পত্তি বা সাজ-সরঞ্জামের ক্ষতি সাধন করিলে সংযোগ বিচ্ছিন্ন করা যেতে পারে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করিলে লাইন কাটা হয়। মিটার বা সাজ-সরঞ্জাম উল্টা ঘুরানোর চেষ্টা করিলে। বিদ্যুৎ বিল তৈরীর ৯০ দিনের মধ্যে বিল পরিশোধ না করিলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।সমিতির কর্মকর্তা ও কর্মচারীগণ দাপ্তরিক কাজে নিয়োজিত থাকাকালীন সময়ে পবিসের গ্রাহক সদস্য অথবা তাহার প্রতিনিধি কর্তৃক ভয়ভীতি প্রদর্শন অথবা শারীরিক নির্যাতন করিলে সংযোগ কেটে দেওয়া হয়।

কারখানা বা শিল্প ক্ষেত্রে নিয়ম কি? শিল্প সংযোগের ক্ষেত্রে বিল তৈরীর তারিখ হইতে ২৫ দিনের মধ্যে স্থানীয় মনোনীত ব্যাংকে অথবা পবিসের প্রধান কার্যালয়/জোনাল কার্যালয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করিতে হইবে। উক্ত বিল ২৫ দিনের মধ্যে পরিশোধ করিতে অপারগ হইলে বিলের শতকরা ৫ ভাগ অতিরিক্ত অর্থ বিলের টাকার সংগে পরিশোধ করিতে হইবে এবং এই হিসাবে পরবর্তী ৫ দিন পর্যন্ত বিল পরিশোধ করা যাইবে। বিল তৈরীর তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বিল পরিশোধ করা না হইলে ৩১তম দিনে সংযোগ বিচ্ছিন্নযোগ্য বলিয়া গণ্য হইবে । মিটারের কার্যকারীতা সম্পর্কে কোন অভিযোগ থাকিলে সর্বশেষ বিলসহ বকেয়া বিল পরিশোধ করিয়া মিটার টেষ্ট ফি জমা দিলে মিটার টেষ্ট করা হইবে। মিটার টেষ্টিং রিপোর্ট এর ভিত্তিতে প্রযোজ্য ক্ষেত্রে বিল সমন্বয় করা হইবে। মিটার টেষ্টিং রিপোর্টে মিটারের কোন ত্রুটি পাওয়া না গেলে মিটার টেষ্টিং ফি বাজেয়াপ্ত হইবে।

https://reportbd.net/palli-bidyut-bill-payment-by-bkash-%e0%a5%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *