আজকের খবর ২০২৪

Boarding Pass Submission For TA DA 2024 । সরকারি কর্মকর্তাদের বিমান ভ্রমণের বিল সাবমিটে বোর্ডিং পাস দাখিল করতে হবে

সূচীপত্র

অর্থ বিভাগের ১৪/০৭/২০২২খ্রি. তারিখের ০৭.০0 0000.173.38. ০০৭. ১৫ (অংশ-২)-৭৮নং প্রজ্ঞাপনমূলে পুনঃনির্ধারিত দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত ভ্রমণ ভাতা বিল দাখিলকরণের ক্ষেত্রে কিছু বিষয় অনুসরণের জন্য বলা হয়েছে-Boarding Pass Submission For TA DA 2024

বোর্ডিং পাশ ছাড়া কি বিল হবে না? না। পাইলটিং শেষে সকল সরকারি অফিস অনলাইনে টিএ/ডিএ বিল দাখিলের আওতাভূক্ত হবে। ভ্রমণের দূরত্ব অর্থ বিভাগের ওয়েবসাইট (www.mof.gov.bd) এবং iBAS++ এর ওয়েবসাইট (ibas.finance.gov.bd/ibas2)-এ প্রদত্ত দূরত্ব চার্ট ( Distance Matrix) অনুসরণ করে নির্ধারণ করতে হবে। বিমান ভ্রমণের প্রাধিকারপ্রাপ্ত কর্মচারীগণকে বিমানে ভ্রমণের প্রমাণক হিসেবে আবশ্যিকভাবে বোর্ডিং পাস আপলোড/দাখিল করতে হবে।

বিমানে ভ্রমণের ক্ষেত্রে বিল দাখিল ২০২৪ । পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত অনলাইনে বিল দাখিলের পাশাপাশি বিলের ০১ টি প্রিন্ট কপি স্বাক্ষর ও সিলসহ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করতে হবে।

Caption: TA DA Bill Order

আইবাস++ ভ্রমণ ভাতা দাখিল কি উন্মুক্ত হল? আইবাস++ এ ভ্রমণ ভাতা দাখিলের ক্ষেত্রে যে সকল সিদ্ধান্ত অনুসরণীয়

  1. ০১/০৩/২০২৩খ্রি. তারিখ হতে সকল সরকারি অফিসে iBAS++ এর মাধ্যমে অনলাইনে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত ভ্রমণ ভাতা বিল দাখিল করতে হবে।
  2. ভ্রমণের দূরত্ব অর্থ বিভাগের ওয়েবসাইট (www.mof.gov.bd) এবং iBAS++ এর ওয়েবসাইট (ibas.finance.gov.bd/ibas2)-এ প্রদত্ত দূরত্ব চার্ট (Distance Matrix) অনুসরণ করে নির্ধারণ করতে হবে।
  3. পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত অনলাইনে বিল দাখিলের পাশাপাশি বিলের ০১ টি প্রিন্ট কপি স্বাক্ষর করে আনুসঙ্গিক কাগজপত্রসহ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করতে হবে; এবং
  4. বিমান ভ্রমণের প্রাধিকারপ্রাপ্ত কর্মচারীগণকে বিমানে ভ্রমণের প্রমাণক হিসেবে আবশ্যিকভাবে বোর্ডিং পাস আপলোড করতে হবে এবং বিলের প্রিন্ট কপির সাথে বোর্ডিং পাসের মূলকপি জমা প্রদান করতে হবে।

ম্যাট্রিক্স পদ্ধতিতে দূরত্ব নির্ণয় কিভাবে করতে হয়?

ম্যাট্রিক্স পদ্ধতি দূরত্ব নির্ণয়ের জন্য সরকারি একটি দূরত্ব নির্ণয় ক্যালকুলেটর তৈরি করেছে। এখন আর আপনাকে হিসাব করে ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগ করতে হবে। আপনি খুব সহজেই আইবাস++ ওয়েবসাইটে প্রবেশ করে টিএ/ডিএ দূরত্ব নির্ণায়ক নতুন এখানে ক্লিক করে দূরত্ব নির্ণয়ের ক্যালকুলেটরে প্রবেশ করতে পারবেন। Distance Calculator এ গিয়ে Departure Location and Arrival Location Select করে দিলেই Distance (km) এ দূরত্ব দেখাবে। তাই আপনার কর্মস্থল হতে ট্রেনিং বা বদলিজনিত দূরত্ব নির্ণয়ে আর গুগল করতে হবে না বা ভুল হওয়ার কোন সুযোগও নেই। যদিও অতি শিঘ্রই অনলাইনে ভ্রমণ বিল দাখিল করা যাবে তখন আইবাস++ এর ভিতরেই ক্যালকুলেটর দেওয়া থাকবে।

   
   
   

https://bdservicerules.info/ta-da-bill-submission-from-ibas-%E0%A5%A4-%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *