অনলাইনে হজের প্রাক-নিবন্ধন করতে মাত্র ৩০ হাজার টাকা জমা দিতে হবে এছাড়াও সরকারি-বেসরকারি মাধ্যমে ৩,০০,০০০ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা যাবে  – হজ নিবন্ধন 2024

বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীর প্রাক-নিবন্ধন বাতিল পূর্বক ব্যাংকে জমাকৃত অর্থ ফেরত প্রক্রিয়া কি? ধাপ ১: আবেদন- পিআরপি সিস্টেম হতে প্রাক-নিবন্ধিত এজেন্সির অ্যাকাউন্ট হতে অনলাইনে ফরম পূরণ করতে হবে। হজযাত্রীর প্রাক-নিবন্ধনের সমুদয় অর্থ হতে ১০০০ টাকা কর্তন করে বাকি টাকা BEFTN এর মাধ্যমে প্রাক-নিবন্ধিত এজেন্সির অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে। হজ এজেন্সি যদি চায় তাহলে হজযাত্রীর অ্যাকাউন্ট BEFTN এর মাধ্যমে প্রদান করতে পারবেন। শুধুমাত্র একই ভাউচারে প্রাক-নিবন্ধিত একই পরিবারের হজযাত্রীগন একসঙ্গে আবেদন করতে পারবেন, অন্যথায় আলাদা আলাদা আবেদন করতে হবে। ধাপ ২: সুপারিশ- আবেদন সংশ্লিষ্ট হজ এজেন্সি যাচাই করে অনলাইনের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করবে। ধাপ ৩: অনুমোদন- রিফান্ডের আবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হলে ব্যাংক ইউজারের কাছে প্রেরণ করা হবে। রিফান্ড আবেদন অনুমোদিত হলে আপনার প্রাক-নিবন্ধন বাতিল হয়ে যাবে। হজে যেতে হলে সম্পূর্ণ নতুন করে প্রাক-নিবন্ধন করতে হবে। ধাপ ৪: অর্থ ফেরত- সোনালী ব্যাংকের নির্বাচিত ব্রাঞ্চ হতে BEFTN নিশ্চিত করে প্রাক-নিবন্ধনের অর্থ ট্রান্সফার করে দিবে। হজযাত্রীর প্রদানকৃত অর্থ এজেন্সির নিকট থেকে সমুদয় অর্থ বুঝে নিতে হবে।

সরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীর প্রাক-নিবন্ধন বাতিল পূর্বক ব্যাংকে জমাকৃত অর্থ ফেরত প্রক্রিয়া কি? ধাপ ১: আবেদন- পিআরপি সিস্টেম হতে হজযাত্রী নিজে বা প্রাক-নিবন্ধন কেন্দ্র হতে অনলাইনে ফরম পূরণ করতে হবে। হজযাত্রীর প্রাক-নিবন্ধনের সমুদয় অর্থ হতে ১০০০ টাকা কর্তন করে বাকি টাকা BEFTN এর মাধ্যমে প্রদান করা হবে। শুধুমাত্র একই ভাউচারে প্রাক-নিবন্ধিত একই পরিবারের হজযাত্রীগন একসঙ্গে আবেদন করতে পারবেন, অন্যথায় আলাদা আলাদা আবেদন করতে হবে। ধাপ ২: সুপারিশ-  আবেদন ঢাকা হজ অফিস যাচাই করে অনলাইনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করবে। ধাপ ৩: অনুমোদন- রিফান্ডের আবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হলে ব্যাংক ইউজারের কাছে প্রেরণ করা হবে। রিফান্ড আবেদন অনুমোদিত হলে আপনার প্রাক-নিবন্ধন বাতিল হয়ে যাবে। হজে যেতে হলে সম্পূর্ণ নতুন করে প্রাক-নিবন্ধন করতে হবে। ধাপ ৪: অর্থ ফেরত- সোনালী ব্যাংকের নির্বাচিত ব্রাঞ্চ হতে BEFTN নিশ্চিত করে প্রাক-নিবন্ধনের অর্থ ট্রান্সফার করে দিবে।

বেসরকারি মাধ্যম প্রাক-নিবন্ধনের নিয়ম কি? বেসরকারি মাধ্যম প্রাক-নিবন্ধন করতে ১৮ বছরের উর্ধ্বের হজযাত্রীর জন্য এন.আই.ডি কার্ড, ১৮ বছরের নীচের বয়সীদের জন্মনিবন্ধন এবং বিদেশে বসবাসরত নন-রেসিডেন্ট বাংলাদেশি হজযাত্রীর জন্য জন্মনিবন্ধন, ওয়ার্ক পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। বেসরকারিভাবে প্রাক-নিবন্ধন করতে হলে হজযাত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত তাঁর পছন্দের হজ এজেন্সির কাছে যাবেন। হজ এজেন্সি হজযাত্রীর এন.আই.ডির তথ্য দিয়ে প্রাক-নিবন্ধন সিস্টেমে এন্ট্রি করে ব্যাংকে প্রাক-নিবন্ধন ফি জমা দেওয়ার ভাউচার তৈরি করে দিবেন। হজযাত্রী ভাউচার নিয়ে ব্যাংকে নির্ধারিত পরিমাণ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করবেন এবং প্রাক-নিবন্ধন সনদ গ্রহণ করবেন। প্রাক-নিবন্ধন সম্পন্ন হওয়ার পরে সিস্টেমে এন্ট্রিকৃত হজযাত্রীর মোবাইলে প্রাক-নিবন্ধন নিশ্চিতকরণ এস.এম.এস. যাবে। ১৮ বছরের কম বয়সী, মহিলা ও নন-রেসিডেন্ট বাংলাদেশি হজযাত্রীর ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি এন.আই.ডি আছে এমন একজন হজযাত্রী সঙ্গে প্রাক-নিবন্ধন করতে হবে। বেসরকারি মাধ্যম প্রাক-নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সি সমূহের তালিকা দেখার জন্য এখানে ক্লিক করুন। ই-হজ বিডি মোবাইল অ্যাপস, ব্যবহার করে আপনি হজ বিষয়ের যে কোন তথ্যে পেতে পারেন। ই-হজ বিডি অ্যাপস লিংক।

Hajj gov bd । প্রাক নিবন্ধন ফি ৩০ হাজার টাকা ধার্য্য করা হয়েছে

২০২৪ সালের হজ্জযাত্রী নিবন্ধনের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে


Caption: Hajj Notice

অনলাইনে হজ্জ প্রাক নিবন্ধন করার নিয়ম ২০২৪ । ফোন করে হেল্প নেওয়া যাবে নিবন্ধনে সমস্যা হলে

  1. হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাব ব্যতিত প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের টাকা কোন ব্যক্তির নিকট নগদ প্রদান করা যাবে না এবং হজ এজেন্সিও নগদ অর্থ গ্রহণ করতে পারবে না;
  2. হজ কার্যক্রমের সকল সেবা ও প্যাকেজ মূল্য বিস্তারিত উল্লেখপূর্বক হজযাত্রী ও এজেন্সির মধ্যে লিখিত চুক্তি সম্পাদন করতে হবে। এর ব্যত্যয় হলে কোনো পক্ষের অভিযোগ গ্রহণযোগ্য হবে না;
  3. হজে গমনের শর্তাবলী, করণীয় ও হজযাত্রীর সুযোগ-সুবিধা হজ প্যাকেজ ২০২৪ হতে বিস্তারিত জানা যাবে;
  4. হজ সংক্রান্ত যে কোন তথ্য ১৬১৩৬ নম্বরে ফোন করে ও www.hajj.gov.bd হতে জানা যাবে;
  5. e-Hajj BD মোবাইল App ব্যবহার করে ঘরে বসে হজের নিবন্ধন ভাউচার তৈরি করুন।

সরকারি মাধ্যম প্রাক-নিবন্ধনের নিয়ম কি?

প্রাক-নিবন্ধনের জন্য ১৮ বছরের উর্ধ্বের হজযাত্রীর জন্য এন.আই.ডি. কার্ড, ১৮ বছরের নীচের বয়সীদের জন্মনিবন্ধন এবং বিদেশে বসবাসরত (নন-রেসিডেন্ট বাংলাদেশি) হজযাত্রীর জন্য জন্মনিবন্ধন, ওয়ার্ক পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। প্রাক-নিবন্ধন করতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাক-নিবন্ধনের জন্য নির্ধারিত সেন্টার যথাঃ ডিসি অফিস, ইসলামিক ফাউন্ডেশন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ও পরিচালক, ঢাকা হজ অফিসে যেতে হবে। প্রাক-নিবন্ধন সেন্টারে হজযাত্রীর এন.আই.ডি’র তথ্য প্রাক-নিবন্ধন সিস্টেমে এন্ট্রি করে হজযাত্রীর তথ্য সংগ্রহ করে প্রাক-নিবন্ধন ফি জমা দেওয়ার জন্য সরকারের অনুমোদিত যে কোন একটি ব্যাংক নির্বাচিত করে টাকা জমার ভাউচার তৈরি করে দিবেন। হজযাত্রী ভাউচার নিয়ে নির্বাচিত ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করে প্রাক-নিবন্ধন সনদ গ্রহণ করবেন। তিনি তার প্রদত্ত মোবাইল নম্বরে প্রাক-নিবন্ধন নিশ্চিতের এস.এম.এস পাবেন। ১৮ বছরের কম বয়সী, মহিলা ও নন-রেসিডেন্ট বাংলাদেশি হজযাত্রীর ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি এন.আই.ডি আছে এমন একজন হজযাত্রী সঙ্গে প্রাক-নিবন্ধন করতে হবে। সরকারি মাধ্যম সরাসরি প্রাক নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন। ই-হজ বিডি মোবাইল অ্যাপস, ব্যবহার করে আপনি হজ বিষয়ের যে কোন তথ্যে পেতে পারেন। ই-হজ বিডি অ্যাপস লিংক।

https://technicalalamin.com/hajj-notice-2023-%E0%A5%A4-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *