বিআরটিএ তথ্য

Brta advance income tax 2024 । সি সি অনুযায়ী গাড়ির ট্যাক্স কত টাকা দিতে হয়?

মোটরযান অর্থে জিপ ও মাইক্রোবাস অন্তর্ভুক্ত হইবে, তবে ধারা ১৩৮ এ উল্লিখিত কোনো মোটরযান ও মোটসাইকেল ইহার অন্তর্ভুক্ত হইবে না -Brta advance income tax 2024

বেশি সি সি’র গাড়ির ট্যাক্স কি বেশি?– হ্যাঁ। বর্তমানে গাড়ির সিসি বা ক্ষমতা ভেদে অগ্রিম করের পরিমাণ কম বেশি হয়ে থাকে। ২০২০ সাল থেকে গাড়ির ওপর অগ্রিম কর বৃদ্ধি করা হয়েছে। ১৫০০ সিসি পর্যন্ত ব্যক্তিগত গাড়ির অগ্রিম কর ২৫ হাজার টাকা করা হয়েছে। ১৫০০ সিসি’র উর্ধ্বের জন্য বার্ষিক ৫০০০০ টাকা ট্যাক্স পরিশোধ করতে হবে।

ব্যক্তিগত মোটরযান মালিকগণের নিকট হইতে অগ্রিম কর করতে হয়? প্রত্যেক ব্যক্তিগত মোটরযানের মালিকের উক্ত মোটরযান রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় আয় রহিয়াছে মর্মে গণ্য হইবে এবং তিনি নির্ধারিত হারে ও পদ্ধতিতে অগ্রিম আয়কর পরিশোধ করিবেন। উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়ন করিবেন না, যদি না নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম করের চালান মোটরযানের নিবন্ধন বা ফিটনেস নবায়নের আবেদনের সহিত দাখিল করা হয়।

অর্থবছর শেষ হওয়ার পূর্বেই কি কর পরিশোধ করতে হবে? কোনো ব্যক্তি নিজ নামে বা অন্য কোনো ব্যক্তির সহিত যৌথভাবে একাধিক মোটরযানের মালিক হইলে, এক এর অধিক প্রতিটি মোটরযানের জন্য ৫০% (পঞ্চাশ শতাংশ) অধিক হারে কর পরিশোধ করিতে হইবে। যেইক্ষেত্রে একাধিক বৎসরের জন্য নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়ন করা হয় সেইক্ষেত্রে উপ-ধারা (২) এর অধীন পরিশোধিতব্য কর নিবন্ধন প্রদান বা ফিটনেস নবায়নের বৎসরের পরবর্তী বৎসর বা কোনো বৎসরের ৩০ জুন তারিখ বা তৎপূর্বে সংগ্রহ করিতে হইবে। যেইক্ষেত্রে কোনো বৎসর কোনো ব্যক্তি উপ-ধারা (৩) অনুযায়ী অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হন, সেইক্ষেত্রে পরবর্তী বৎসরে উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ ক+ নিয়মে নির্ধারিত হইবে।

কখন অগ্রিম কর পরিশোধ করা যাবে না? গাড়িটি যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, যথা: — সরকার বা স্থানীয় কৰ্তৃপক্ষ, সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনো প্রকল্প, কর্মসূচি বা কার্যক্রম, কোনো বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশস্থ কোনো কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইহার অঙ্গ সংগঠনের দপ্তরসমূহ,বাংলাদেশের কোনো বিদেশি উন্নয়ন অংশীদার এবং ইহার সংযুক্ত দপ্তর বা দপ্তরসমূহ, সরকারের এমপিওভুক্ত (Monthly Payment Order) কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিশ্ববিদ্যালয় (public university), গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হলে অগ্রিম কর দিতে হবে না।

গাড়ির ট্যাক্স টোকেন নবায়ন কোন ব্যাংকে । মোটরসাইকেল ট্যাক্স টোকেন নবায়ন ফি কত টাকা? । ১৫০০ সিসি গাড়ির ট্যাক্স টোকেন নবায়ন ফি ২০২৩

যেইক্ষেত্রে কোনো ব্যক্তি উপ-ধারা (২) অর্থাৎ নিচের সারণী এর অধীন অগ্রিম কর পরিশোধ করেন, এবং উক্ত ব্যক্তির নিয়মিত উৎসের আয়ের উপর প্রযোজ্য করদায় উক্ত অগ্রিম কর অপেক্ষা কম হয়, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তির উক্ত আয়বর্ষে এইরূপ ধারণাগত আয় ছিল মর্মে গণ্য হইবে যাহার উপর গণনাকৃত করদায় উপ-ধারা (২) এর অধীন সংগৃহীত।

১৫০০ সিসি গাড়ির ট্যাক্স ২০২৩

আয়কর আইন ২০২৩ প্রজ্ঞাপন বা গেজেট দেখুন

গাড়ির ট্যাক্স ২০২৩ । কত সিসি গাড়ির জন্য ট্যাক্স কত টাকা জমা দিতে হবে?

  1. ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য ২৫ (পঁচিশ) হাজার টাকা।
  2. ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য ৫০ (পঞ্চাশ) হাজার টাকা।
  3. ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য ৭৫ (পঁচাত্তর) হাজার টাকা।
  4. ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের ঊর্ধ্বে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য ১ (এক) লক্ষ ২৫ (পঁচিশ) হাজার টাকা।
  5. ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের ঊর্ধ্বে, তবে ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের ঊর্দ্ধে নহে এইরূপ প্রতিটি মোটরযানের জন্য ১ (এক) লক্ষ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা।
  6. ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের ঊর্ধ্বে প্রতিটি মোটরযানের জন্য ২ (দুই) লক্ষ টাকা।
  7. মাইক্রোবাস প্রতিটির জন্য ৩০ (ত্রিশ) হাজার টাকা।

গাড়ির ট্যাক্স নিয়মিত নবায়ন না করলে কেমন জরিমানা দিতে হয়?

গাড়ির অগ্রিম কর না দিলে এ বছর বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দেওয়ার সময় আটকে যাবেন আপনি। কর নথিতে সম্পদের বিবরণীতে গাড়ি দেখানো থাকবে, সেই গাড়ির জন্য অগ্রিম কর দেওয়া হয়নি। গত মে মাসেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়ে দিয়েছে যে গাড়ির ফিটনেস নবায়ন দুই বছর পরপর হলেও অগ্রিম কর প্রতিবছরই দিতে হবে। গাড়ির ট্যাক্স জমা বা ফিটনেস না থাকলে গাড়ি রাস্তায় চালানো যাবে না। নিয়মিত উৎসের আয়” বলিতে ধারা ১৬৩ এর উপ-ধারা (২) এ উল্লিখিত উৎসসমূহ ব্যতীত অন্য কোনো উৎসের আয় বুঝাইবে।

 

মাসিক কিস্তিতে গাড়ি কিনুন । যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও পরামর্শ জানুনBike smart Card check BD । বাইক বা গাড়ির Digital Registration কাগজ রেডি হয়েছে কি?Papers to take Digital Number Plate 2023 । গাড়ির নম্বর প্লেট আনতে যে সকল কাগজপত্র সঙ্গে নিতে হবে

১৫০০ সিসি গাড়ির ট্যাক্স ২০২৪ । ব্যক্তিগত গাড়ির অগ্রিম কর কত টাকা পরিশোধ করতে হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *