আজকের খবর ২০২৫

Degree 2nd Year Fill-up Time Extension 2023 । ডিগ্রি ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে

২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি- Degree 2nd Year Fill-up Time Extension 2023

২০২১সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় ৫০০০/- (পাঁচ হাজারটাকা জরিমানাসহ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে। নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে ।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স- জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষায়িত পাস প্রোগ্রাম হলো ডিগ্রী(পাস) প্রাইভেট। এইচএসসির পর দীর্ঘদিন শিক্ষাবিরতির পর যারা পূনরায় ব্যাচলর লেবেলের পড়ালেখা শুরু করতে চায় এ কোর্স তাদের জন্য। এর কার্যক্রম শুরু হয় ডিগ্রী(পাস) রেগুলার ভর্তি কার্যক্রম শেষে মে হদে জুলাই মাসের মধ্যে।

বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্রদের দেওয়া একটি ডিগ্রী যারা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু অনার্স ডিগ্রী পাওয়ার জন্য যথেষ্ট নয়। স্মার্ট শব্দভান্ডার: সম্পর্কিত শব্দ এবং বাক্যাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি / অনার্স এর রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ কত দিন? অনার্স এর রেজিষ্ট্রেশন এর মেয়াদ ০৭ বছর। ডিগ্রী(পাস) এর রেজিষ্ট্রেশন এর মেয়াদ ০৬ বছর।

ডিগ্রি ফরম পূরনের সময় বৃদ্ধি ২০২৩

ব্যাচেলর অফ স্পেশালাইজড স্টাডিজ (BSS) ডিগ্রী যোগ্য ছাত্রদের তাদের ব্যক্তিগত আগ্রহ এবং প্রয়োজন অনুসারে একটি স্বতন্ত্র, বহু-বিভাগীয় ডিগ্রি তৈরি করতে দেয় ।

Degree 2nd Year Exam Form Fill-up Time Extension 2023 । ডিগ্রি ফরম পূরণের সময় বৃদ্ধি: ডাউনলোড

প্রাইভেট সার্টিফিকেট কোর্স- জাতীয় বিশ্ববিদ্যালয় বা যে কোন স্বীকৃত পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে অনার্স / ডিগ্রী(পাস) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা যেসকল বিষয়ে ডিগ্রী(পাস) / অনার্স পরীক্ষায় কৃতকার্য হয়েছে সে সব বিষয় ছাড়া নিন্মের বিষয় গুলো হতে কোন একটি বিষয় নিয়ে সার্টিফিকেট কোর্সে রেজিষ্ট্রেশন করতে পারবে।

বাদবাকি কারিকুলাম সব এক।  বাংলা, ইংরেজি, আরবি, উর্দূ, ফারসি, সংস্কৃত, দর্শন, ইসলামী শিক্ষা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃত, পালি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স ও ব্যাংকিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *