আজকের খবর ২০২৪

DSS Exam Result published 2022 । সমাজসেবা অধিদপ্তর এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত আজ

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের ফলাফল প্রকাশিত হল – Today Union Somaj Kormi Result Published online – DSS Exam Result published 2022

ইউনিয়ন সমাজ কর্মীর পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল –সমাজসেবা অধিদপ্তর (Department of Social Service – DSS) এর রাজস্ব কাঠামোভুক্ত ৪র্থ শ্রেণির পরীক্ষার্থীদের ফলাফলের কার্যক্রম চলমান রয়েছে । এ পদের নিয়োগ পরীক্ষার ফলাফলের সকল কার্যক্রম সম্পন্ন।

সমাজসেবা অধিদপ্তর (Department of Social Service – DSS) – এ ২১/১০/২০২২ তারিখে নিয়োগ পরীক্ষার হয়েছিল। সমাজসেবা অধিদপ্তর (Department of Social Service – DSS) এর রাজস্ব কাঠামোভুক্ত ৩য় শ্রেণির পরীক্ষার হয়েছে আগেই। এ নিয়োগের জন্য লিখিত পরীক্ষার ফলাফল আসছে। সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী (ইউনিয়ন) পদে পরীক্ষার ফলাফল এর নতুন নোটিশ প্রকাশ হবে, ২০২২ তারিখে। এ নিয়োগের জন্য লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করবে সমাজসেবা অধিদপ্তর । খুব শীঘ্রই বুয়েটের কারিগরি সহায়তায় ফলাফল দেখা যাবে, এ তথ্য নিশ্চিত করেছেন সমাজসেবা অধিদপ্তর। www.dss.gov.bd

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী ৪৬৩ পদের প্রিলি পরীক্ষা নিজ জেলায় অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬,৬২,২৭০ জন। যেসকল পরীক্ষার্থীগণ ভালো পরীক্ষা দিয়েছেন সে সকল পরীক্ষার্থীদের জন্য সু-খবর। আবার যে সকল পরীক্ষার্থী চিন্তা করছেন লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করলে স্থায়ী ঠিকানা মৌখিক পরীক্ষা হলে ভালো হবে সে সকল পরীক্ষার্থীরা আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখেন যে আপনার নিজ জেলায় অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা যেখানে আছে সে জেলাতে আপনার পরীক্ষা হবে না আপনার পরীক্ষা হবে ঢাকায় ।

সমাজসেবা অধিদপ্তর এ লিখিত পরীক্ষার ফলাফল এর তথ্য ২০২২ Department of Social Service – DSS Exam Result 2022

এখনই রেজাল্ট চেক করুন। অনলাইনে দেয়া আছে পিডিএফ ফাইল রোল নম্বর সিরিয়ালি দেওয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর এ লিখিত পরীক্ষার ফলাফল এর তথ্য ২০২২ Department of Social Service – DSS Exam Result 2022

কত জন টিকছে?

লিখিত পরীক্ষার ফলাফল হওয়ার তারিখ -৩১ অক্টোবর ই ২০২২।  মৌখিক পরীক্ষার তারিখঃ- নভেম্বর, ২০২২ । সর্বমোট উত্তীর্ণ – ৫১৭৮ জন। আপনি চাইলে পিডিএফ ফাইল ডাউনলোড করে চেক করতে পারেন। ধন্যবাদ

২১ অক্টোবর ২০২২ তারিখ অনুষ্ঠিত সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *