সূচীপত্র
ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯ অনুসারে ৫০০০ টাকা জরিমানা – দ্রুতগতিতে গাড়ি চালালে ১০০০-২০০০ টাকা পর্যন্ত জরিমানা– ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানা কত ২০২৪
বাইকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে বড় জরিমানার সম্মুখীন হবেন– বাইক চালকগণের অবশ্যই গাড়ি চালানোর ক্ষেত্রে কিছু জরিমানা সংক্রান্ত আইন জানা জরুরি। হেলমেট না থাকলে তিন মাসের জন্য লাইসেন্স বাতিল । মটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইন সংশোধন ২০১৯ অনুসারে হেলমেট ছাড়া /সীটবেল্ট ছাড়া গাড়ী চালালে ১০০০ টাকা জরিমানা হতে পারে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক বা মোটরযান চালানর ক্ষেত্রে ৫০০০ টাকা জরিমানা। বিপদজ্জনক ভাবে গাড়ি চালালে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা। জরুরী ভিত্তিক গাড়িকে পথ না ছাড়লে ১০,০০০ টাকা জরিমানা। ট্রাফিক আইন জরিমানা মোটরসাইকেল ২০২২ । হেলমেট না থাকলে জরিমানা কত টাকা
অপরাধের সাধারণ বিধান-মধ্যপান বা নেশা জাতীয় দ্রব্য সেবন, ড্রাইভার ব্যতীত অন্য কাউকে দিয়ে মোটযান চালান, উল্টো পথে মোটরযান চালনা, রং সাইডে মোটরযান রাখিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করিলে, মোটরসাইকেলে তিনজন আরোহন করিলে, হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালনা, ছাদে যাত্রী বা মালামাল বহন, চলন্ত অবস্থায় যাত্রী ওঠানামা, বিজ্ঞাপনের অনুমতিপত্র না থাকিলে বা মেয়াদ উত্তীর্ণ হইলে, ফুটপাথ দিয়ে মোটরযান চালান।
মোটরযান চালানা অবস্থায় ফোনে কথা বলা, সিট বেল্ট ব্যবহার করিলে, অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায়। সংরক্ষিত আসনে অন্য যাত্রী বহন করা। যাত্রীর সাথে খারাপ আচরণ। রাত্রী বেলায় বিপরীত দিক হতে আগত মোটযানের হাইবিম ব্যবহার।
ট্রাফিক পুলিশ আপনাকে যে সকল কারণে জরিমানা করতে পারে / নতুন মোটরযান আইন সংশোধনী ২০১৯
যে কাজ করলে লাইসেন্স বাতিল হতে পারে ০৩ মাসের জন্য।
Caption: Case for Motor bike or Vehicle Riding
জরিমানার সাধারণ অপরাধ । যে সকল কারণে চালকের জরিমানা হয় । গাড়ির ড্রাইভারের যে অপরাধে জরিমানা বা মামলা খাওয়া সংক্রান্ত
- ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মােটরযান ও পরিবহন চালনা;
- রেজিষ্ট্রেশন ব্যতীত মােটরযান চালনা;
- ফিটনেসবিহীন/মেয়াদ উত্তীর্ণ মােটরযান চালনা;
- মটরযান নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনরূপ আকার পরিবর্তন করিলে;
- অতিরিক্ত ওজন বহন করিলে;
- মটরযানের নির্দিষ্ট গতিসীমা লংঘন করিলে;
- পরিবেশ দূষণকারী, কুকিপূর্ণ ইত্যাদি মটরযান চালনা;
- সড়ক দূর্ঘটনা আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত;
লাইসেন্স ফটোকপি কি গ্রহণযোগ্য?
না। গাড়ি চালানার সময় গাড়ির এবং চালাকের লাইসেন্সের অরিজিনাল কাগজপত্র বহন করতে হবে। সড়কে মোটরযান চলানোর ক্ষেত্রে যে কাগজপত্র সাথে রাখতে হবে তা হল- (১) চালকের ড্রাইভিং লাইসেন্স, (২) মোটরযানের নিবন্ধন সনদ (ব্লুবুক), (৩) হালনাগাদ ট্যাক্সটোকেন, (৪) হালনাগাদ ফিটনেস সনদ (মোটরসাইকেল ব্যতিত সকলের), (৫) হালনাগাদ রুট পারমিট (বাণিজ্যিক মোটরযানে।
ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ২০২৩। ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো